শরীয়তপুর জেলার অফলাইন মিট আপ ১৫/০২/২০২০
সম্প্রতি শরীয়তপুর জেলায় দিনব্যাপী নিজের বলার মত একটা গল্পের ৪র্থ মিট আপ অনুষ্ঠিত হয়। ওমর ফারুক ও সালমান ফরাবির উপস্থাপনায় ও হাফেজ তানজির হুসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিটআপ শুরু হয়।
শরীয়তপুরের প্রতিটি সদস্যের পরিচয় পর্বের পর আগত অতিথিগনের নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।ও নতুন উদ্যোক্তা Alif-laylabd.com এর উদ্বোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে সকাল থেকে বিকেল ৪.০০ পর্যন্ত মিটআপ চলতে থাকে।
এসময় তারা নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদের ভূয়সী প্রশংসা করে বলেন, ইকবাল বাহার স্যার যদি এ প্লাটফর্মটি তৈরি না করতো তাহলে আজকে আমরা এভাবে একত্রিত হয়ে নিজেরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পেতাম না এবং এভাবে সহজেই বিশাল এক প্লাটফর্ম এর সাথে নিজেরা সম্পৃক্ত হতে পারতাম না।
মিট আপে অতিথি ছিলেন ইতালি কান্ট্রি এম্বাসেডর ও কোরভলান্টিয়ার সাইদুর রহমান। আর উপস্থিত ছিলেন সাব্বির আহমাদ ও মোঃবিল্লাল হুসাইন।
এছাড়াও কনভেনার ছিলেন শরীয়তপুর জেলার এম্বাসেডর কাওছার হুসাইন মির্জা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ খান,আরিফুল ইসলাম,হাফিজ জাকির,সুরাইয়া অাক্তার রিক্তা, ফজিলাতুননেছা ও কুলছুমা মিম সহ উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার বিভিন্ন সদস্যবৃন্দ।