ক্রিয়েটিভ ময়মনসিংহ অফলাইন মিট আপ
❤️❤️ ক্রিয়েটিভ ময়মনসিংহ ❤️❤️
ক্রিয়েটিভ ময়মনসিংহ নামটি তার কাজের মাধ্যমে এই নামের সার্থকতা প্রমান করে আসছে শুরু থেকেই। সত্যি ক্রিয়েটিভ শব্দটি যদি ময়মনসিংহের নামের পূর্বে না বসানো হতো অপূর্ণ থেকে যেত ময়মনসিংহ ❤️। গতানুগতিক ধারার বাহিরে এমন অনেক নতুন কিছু ময়মনসিংহ করছে প্রতিনিয়ত যেটা রুল মডেল সারা বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য ❤️❤️।আজ কথা বলবো ক্রিয়েটিভ ময়মনসিংহ নিয়ে। আমি নিজেও এতদিন খুব কম জানতাম আমাদের ময়মনসিংহের কার্যক্রম নিয়ে কারন সামনে থেকে দেখা হয়নি,আজ স্বচক্ষে দেখেছি,নিজে উপস্থিত থেকে,তাই আজ ক্রিয়েটিভ ময়মনসিংহ নিয়ে আপনাদের কে বলবো।
আজ ছিল ময়মনসিংহ জেলার জেলা মিটআপ❤️❤️। অসাধারণ এক মিট আপ ছিল।মিট মানেই একটি উৎসব আমেজ কাজ করে,আমাদের কাছেও তাই।ব্যাপক প্রস্তুতি ছিল মিট আপের। মহা সম্মেলনের তারিখ ছিল আজ,সেই তারিখ কে স্মরনীয় করে রাখতে আজ ময়মনসিংহের ছিল ভিন্ন এক জেলা সম্মেলন ❤️।উপস্থিত ছিল মডারেটর, কোর ভলান্টিয়ার,ডিস্ট্রিক্ট এম্বাসেডর সহ সকল ভলান্টিয়ার ও সদস্য। সকলের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে আজকের এই প্রানবন্ত মিট আপ,এক মিলনমেলা।
আমি এর পূর্বে কোন অফলাইন মিট আপে অংশ গ্রহন করিনি,আজকেই প্রথম মিটআপ ছিল আমার।সকলের আন্তরিকতা, সহযোগিতার মনোভাব দেখে আমি সত্যি মুগ্ধ ❤️🥰।আজকের মিট আপে ছিল গতানুগতিক ধারার বাহিরে কিছু কাজ,যেগুলো আসলে ময়মনসিংহের শুধু ক্রিয়েটিভিটি নয় প্রকাশ করে ময়মনসিংহের মানুষের মানবিকতাও।আমাদের মাঝে আজকে যশোর এবং চাপাইনবয়াবগঞ্জ থেকে ২জন উপস্থিত ছিলেন।ময়মনসিংহ বাসী তাদের কাছে কৃতজ্ঞ❤️
আজকে মিট আপ ছিল নতুন কে সামনে নিয়ে আসার মিট আপ,নতুন সদস্য দের কে একসাথে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহের দায়িত্বশীল সকলে।আসলে ময়মনসিংহের কেউ একা এগিয়ে যাবে অন্য একজন পিছিয়ে থাকবে এটা না,সকলকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে ময়মনসিংহ।সকল দিকনির্দেশনা দিয়ে আমাদের কে সার্বিক সহযোগিতা করছে আমাদের দায়িত্বশীল সকল ভাইয়া ও আপু। এটাই আমাদের ময়মনসিংহ ❤️❤️।
আজকে মিট আপে ছিল স্টলের ব্যবস্থা।আমাদের যেহেতু জেলা মিটআপ তাই ময়মনসিংহের প্রতিটি উপজেলা থেকে কেউ না কেউ এসেছিল এই মিট আপে তারা হয়তো সবাই আমাদের পন্য দেখেনি বা কে কি নিয়ে কাজ করছি অনেকেই জানে না,কিন্তু আমরা যখন আমাদের পন্য নিয়ে একটা স্টল করলাম সবাই ঘুরে ঘুরে দেখলো,নিজের সাথে সাথে আমাদের পন্য গুলো ও দেখলো এতে আমাদের নিজের ব্র্যান্ডিং এর সাথে সাথে পন্যের ও হলো।এবং এই মিট আপ থেকে বিক্রি ও হয়েছে, সবাই সবাইকে উৎসাহিত করেছে,এগিয়ে এসেছে সবার পাশে 🥰❤️,এমনকি লাইভে দেখানো হয়েছে সবাইকে। ব্যাপক আয়োজন ছিল❤️।এই ব্যতিক্রম কাজ টা করেছে আমাদের ❤️ক্রিয়েটিভ ময়মনসিংহ ❤️
আজকে ছিল ময়মনসিংহের নতুন এক স্টার্টআপ "" প্রান্তিক""এর লগু উন্মোচন।সকল কোর ভলান্টিয়ার ও মডারেটর সহ সকলে মিলে নতুন স্টার্টআপের শুভ সূচনা করেন।কেক কাটার মাধ্যমে উদ্ভোদন হয় নতুন এক ব্যান্ড প্রান্তিক এবং অন্য নতুন এক স্টার্টআপ "হুটকি"।এই ভাবেই নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে ময়মনসিংহে যারা একদিন একটি শক্তিশালী ব্যান্ড হবে ইনশাআল্লাহ, শুধু সময়ের ব্যাপার।এগিয়ে যাচ্ছে ময়মনসিংহ।
স্যারের সকল দিক নির্দেশনাকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে দায়িত্বশীল সকলে। লাইব্রেরী কার্যক্রম এর জন্য বই সংগ্রহ শুরু করে দিয়েছে ময়মনসিংহ, এবং জায়গা ও সিলেক্ট হয়ে গেছে, অনলাইন একটি মিট আপে ইনশাআল্লাহ খুব শিগ্রই উদ্বোধন হবে ময়মনসিংহ জেলার একটি লাইব্রেরী। যেটা থেকে উপকৃত হবে সকল সদস্য,স্পেশালি স্টুডেন্টরা।উদ্যোক্তা ক্লাব বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ময়মনসিংহের সকল ক্যাম্পাস এম্বাসেডর সহ দায়িত্বশীল সকলে। খুব শিগ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পারবো।
❤️মানবতার পূজারী ময়মনসিংহ বাসী ❤️
আসলে আমরা কতটা ভালো মানুষ, আমরা স্যারের শিক্ষা টাকে নিজের মাঝে ঠিক কতটা ধারণ করি,এবং শুধু ধারণ করাই না আমরা কতটা বাস্তবায়ন করি তার প্রমান ছিল আজকের দিন।একটি কথা,একটি ঘোষণা এ সারা দিয়ে এগিয়ে আসেন সকলে,এটা সত্যি শুধু মাত্র এই প্লাটফর্মের জন্যই সম্ভব। ময়মনসিংহ বাসী কৃতজ্ঞ প্রিয় মেন্টরের কাছে,স্যারের জন্য আমরা সকলে অন্য এক ভালোবাসায় সিক্ত। আজকে ঢাকার এক দায়িত্বশীল ভাইয়া আমাদের কোর ভলান্টিয়ার মোহাম্মদ আলি ভাইকে ফোন দিয়ে বলেছিল ময়মনসিংহ মেডিকেলে একজন রোগী ভর্তি তার চার ব্যাগ রক্ত প্রয়োজন ২ব্যাগ ম্যানেজ হয়েছে বাকি ২ব্যাগ রক্তের যদি কোন ব্যবস্থা করা যায়!আর আশ্চর্যের ব্যাপার হলো শ্রদ্ধ্যেয় ভাই একবার বলার পর ই মিট আপে উপস্থিত ২জন সদস্য ২ব্যাগ রক্ত দেওয়ার জন্য রাজি হয়,তারা রক্ত দিয়ে সাহায্য করবে।কোথাকার কে,যাকে আমরা চিনি ও না কিন্তু তার প্রয়োজনে আমরা এগিয়ে যাচ্ছি বিনা কোন কিছুতে।এটাই আমাদের প্লাটফর্ম এর শিক্ষা। এটাই আমাদের ময়মনসিংহ ❤️।
আরো একটি উপস্থিত ঘটনা হলো আমাদের এক আপু মিট আপে উপস্থিত থেকেই জানতে পারে তার এলাকার একজনের ক্যান্সার,এবং উনাদের পক্ষে সকল খরচ বহন করা সম্ভব নয়,তাদের কে যদি সাহায্য করা যায় কোন ভাবে?আমাদের প্রিয় আপু সাথে সাথে আমাদের দায়িত্বশীল ভাইয়া দের কে সেই কথা জানাই যদি এইখান থেকেই শুরু হয়,আমরা অল্প অল্প করে একটু সাহায্য করতেই পারি।আর এই মহৎ কাজে সামিল হয় সকলে।কারো কিন্তু কোন পূর্ব প্রস্তুতি ছিল না কিন্তু আমরা একজন অন্য জনের বিপদে পাশে দাড়াতে হয় কিভাবে সেটা শিখেছি, সকলের সহযোগিতায় অল্প করে হলেও একটা ভালো এমাউন্ট আমরা সকলে দিতে পেরেছি, শুধু মিট আপ/মিলন ই নয় এগিয়ে যাচ্ছে সকল সামাজিক কাজে যুক্ত থেকে আমাদের ময়মনসিংহ ❤️❤️।
স্যার ঘোষণা দিয়েছেন শীতার্থদের পাশে দাড়াতে, এই ঘোষণার বাস্তবায়নেও কাজ শুরু করে দিয়েছে ময়মনসিংহ। মডারেট ও এম্বাসেডর ভাইয়া,আপুরা সকলে তাদের সহযোগিতার জন্য কিছু ইনভেস্ট করে সকলকে যে যা পারে সহযোগিতা করার জন্য বলেছে,,একা যতটা করা যায় সকলে মিলে তার অনেক অনেক গুন বেশি করা সম্ভব। দশে মিলে কাজ করার আনন্দ এবং উৎসাহ সব কিছু ই বেশি।এইভাবে কাজ করছে ময়মনসিংহ। ভিন্নতায় এবং ক্রিয়েটিভিটি তে পরিপূর্ণ আমাদের ময়মনসিংহ। আর ময়মনসিংহ বাসী এই সকল কিছুর মূলে আমাদের প্রানের প্রিয় স্যারের অবদান অকপটে শিকার করেছে। কারন যদি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ই না থাকতো তাহলে সৃষ্টি হতো না ক্রিয়েটিভ ময়মনসিংহ, আর ক্রিয়েটিভ ময়মনসিংহ না হলে এগুলো কিছুই হতো না।সকল কিছু সম্ভব হয়েছে শুধু মাত্র আমাদের প্রানের প্রিয় শ্রদ্ধ্যেয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য, আমাদের নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের জন্য। ময়মনসিংহ বাসী চিরকৃতজ্ঞ প্রিয় স্যারের প্রতি,প্রিয় ফাউন্ডেশনের প্রতি।সকল সদস্যদের প্রতি।
আমি সকলের নাম ম্যনশন করতে পারলাম না, কিন্তু সকলের অবদানে আজ অসাধারণ একটি মিট আপ সম্পন্ন হয়েছে আমাদের ময়মনসিংহ জেলায়।সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️❤️।সবাই আমাদের জন্য দোয়া করবেন, ময়মনসিংহের সকলের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন আমাদের,ময়মনসিংহ যেন এই ভাবেই তাদের কার্যক্রম গুলো সম্পূর্ণ করে এগিয়ে যেতে পারে সেই দোয়া করবেন। আর সকলের প্রতি সকলের ভালোবাসা তো আছেই,কারন আমরা একটি পরিবার,আর পরিবারের সকল সদস্য সকলের প্রতি যেই ভালোবাসায় আবদ্ধ আমরাও সেই একি ভালোবাসায় সিক্ত ❤️❤️
আমার জন্য সবাই দোয়া করবেন। সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা।