একজন উদ্যোক্তার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হওয়া আমাদের সবার একান্তই প্রয়োজন।
পৃথিবীর অস্তিত্ব ও মানব সভ্যতার ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত একটি প্রধানতম পদ্ধতি হলো ব্যবসায়-বাণিজ্য। এই পৃথিবীর সব মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। মানবিক প্রয়োজনে মানুষ একে অন্যের মুখাপেক্ষী। সহজভাবে সবার প্রয়োজন পূর্ণ করার জন্যই আল্লাহ তায়ালা ব্যবসায় ও আদান-প্রদান ব্যবস্থাকে হালাল করেছেন। পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, ‘আল্লাহ বিক্রিকে হালাল করেছেন।তাই একজন উদ্যোক্তার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হওয়া আমাদের সবার একান্তই প্রয়োজন।
🔥🔥#গল্প_ফোন_আলাপে🔥🔥
✳️আমি লুবাবা VS বান্দবী❇️
*````````````````**````````````*
✳️আমিঃ যখন আমার ফেসবুক প্রোফাইল আপডেট নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন।
❇️বান্দবীঃ ওর চোখে দেখা মাত্রই একটি টেক্সট করলো
কিরে দোস এটি আবার কোন গল্প।।
✳️আমিঃ টেক্স দেখে একটু মুচকি হেসে রিপ্লাই দিয়ে বললাম আরে দোস্ত এই গল্প সেই গল্প না যেটা কলেজ ক্যাম্পাসে করতাম।
❇️বান্দবীঃ দোস্ত তাহলে এই গল্প আবার কোন গল্প তোর সব গল্পই তো আমি জানি।
✳️আমিঃ আরে দোস্ত তুই তো কলেজ লাইফ শেষ করার পর শুধু সংসার জীবন নিয়ে ব্যাস্ত থাকিস, কি করে জানবি বল।
❇️বান্দবীঃ আরে দোস্ত প্যাচা প্যাচি না করে একটু খুলে বল না।
✳️আমিঃ দোস আমি একটু ব্যাস্ত আছি , আর এতো কথা
টেক্সট করা সম্ভব না পরে বলবো।
❇️বান্দবীঃ এমনিতেই অনেক দিন হলো তোর সাথে কথা হয় না আরো গল্প, তাই আকুল মনে তোর গল্প শোনার অপেক্ষায় রইলাম।
✳️আমিঃ হাই দোস কেমন আছিস, এবার শোন এই গল্প সেই গল্প নয়।
❇️বান্দবীঃ তাহলে, কোন গল্প?
✳️আমিঃ আরে দোস বাংলাদেশের বেকারত্ব কথা চিন্তা করে একটি উদ্যেগতার পাশাপাশি একজন ভালো মানুষ গড়ে তুলতে একটি ফাউন্ডেশন তৈরি করেছেন সেটাই হলো#নিজের_বলার_মতো_একটা_গল্প।
❇️বান্দবীঃ ফাউন্ডেশন তৈরি করেছে তো তোর কি গল্প
ওখানে?
✳️ আমিঃ দোস প্রতিটি মানুষের যেমন একটি গল্প থাকার দরকার আর সেই গল্প গুলো আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে UTV live মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয়।
❇️বান্দবীঃ আচ্ছা, দোস তোদের ফাউন্ডেশনে আমি ও যুক্ত হতে চাই।
✳️ আমিঃ ওকে, দোস আমি রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি
রেজিস্ট্রেশনটা করে নে।
❇️বান্দবীঃ রেজিস্ট্রেশন Done ✅ দোস।
✳️আমিঃ এবার গ্রুপ এর সাথে লেগে থাক পাশাপাশি
স্যারের সেশন গুলো পড়ে নিবি।
❇️বান্দবীঃ আচ্ছা দোস তোদের এই গ্রুপ এ দেখি
অনেকেই সেল পোষ্ট দেই। তো কি কি পাওয়া যায়।
জানিস?
✳️ আমিঃ আরে দোস বাংলাদেশে এটা এমন একটা ফাউন্ডেশন সেখানে A 2 Z সবকিছুই পাওয়া যায়।
❇️ বান্ধবীঃ দোস কিভাবে কি কিনতে পারবো একটু বলবি।
✳️ আমিঃ দোস আমাদের ফাউন্ডেশনে প্রতি সপ্তাহে
একটি অনলাইন হাট হয় ওখানে পাবি।
❇️বান্দবীঃ দোস কবে হয় এ হাট, আর কোথায় হয়।ন
✳️ আমিঃ আমাদের ফাউন্ডেশনে প্রতি, মঙ্গলবার অনলাইনে হাট হয় বাংলাদেশ সহ প্রায় পঞ্চাশ টি দেশ সহ।
💫💫কিছু দিন পর....... আবার!
❇️বান্দবীঃআচ্ছা দোস হাটে একদিন গেলাম কিন্তু
আমার যা প্রয়োজন পেলাম না।
✳️ আমিঃ দোস কিনতে চাই লিখে একটা পোস্ট দে, দেখবি পেয়ে যাবি।
❇️বান্দবীঃ দোস তোর কথা মতো একটি পোস্ট দিলাম এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমার যা প্রয়োজন পেয়েছি।
✳️আমিঃ দোস যে কোন প্রয়োজনে আমাকে বলবি।
❇️বান্দবীঃ শোন তাহলে একটি কথা বলি,তোর দুলাভাইকে বলছি বসন্ত পার হয়ে কিছু দিনের মধ্যেই
শীত আসছে , সবাই যখন রং বেরঙের নকশী কাঁথা ব্যাবহার করে। আমাদের জন্য ও নকশী কাঁথা কিনে আনবে। কিন্তু তোর দুলাভাই এক কথায় উত্তর দিল কোথায় পাব। কথাটি আমি ও ভাবছি এখন কি করি বল।
আমিঃ আরে দোস তোকে তো বলাই হয়নি, আমি
সাংসারিকের পাশাপাশি , কাজ করছি মেয়েদের বিভিন্ন ডিজাইনের, ড্রেস এবং নকশী কাঁথা নিয়ে। এটা তো আমি নিজেই সেল দিয়ে থাকি।
বান্দবীঃ আরে দোস বলিস কি! আমার তো অনেক আনন্দ লাগছে তুই নকশী কাঁথা সেল দিস।আর আমি কতোইনা খুঁজতেছি আগে বলবি না।
আমিঃ যাইহোক এখন তোর কি লাগবে বল।
বান্দবীঃ তোর কাছে কোন ধরনের নকশী কাঁথা পাওয়া যায়, একটু বলবি অথবা তোর কাছে কাথাগুলোর পিক থাকলে আমাকে কিছু পিক দে।
আমিঃ ওকে! কিছু পিক সেন্ড করলাম।
বান্দবীঃ ওয়াও! তোর দেওয়া পিক সব গুলোই তো আমার পছন্দ এখন কি করি বল। মনে চায় সব গুলো নিয়ে নেই। কিন্তু এতো গুলো দিয়ে কি করবো। আমি সিলেক্ট করে দিলাম এই চারটি দিয়ে দিস।
আমিঃ ওকে দোস! তোর মোবাইল নাম্বার সহ পুরো ঠিকানাটা আমাকে পাঠিয়ে দে।
বান্দবীঃ ওহ দোস ! তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি, এগুলো প্রাইজ কেমন? টাকাটা কিভাবে দিব।
একটু বললে ভালো হতো না।
আমিঃ দোস আমাদের এই পুরো গ্রুপ এর বেচা কেনা চলে শুধু একমাত্র বিশ্বাসের উপর। আর তুই তো আমার বান্ধবী। আগে পাঠিয়ে দেই। ভালো লাগলে পরে আমার
নাম্বার টাকা বিকাশ করে দিস।
বান্ধবীঃ দোস! তোকে যে কি দিয়ে ধন্যবাদ দিব। বুঝাতে পারবো না। আজকালকার দিনে এমন মানুষ কি আছে আগে প্রোডাক্ট দিবে পরে টাকা। আরো অনলাইন।
আমিঃ দোস আমি ও একসময় অনলাইন জগতটাকে অবিশ্বাস করেছি, কিন্তু আমাদের এই ভাল মানুষের গ্রুপে এসে সব ভুল ভেঙ্গে গেছে। এটা আমাদের স্যারের শিক্ষার
একটি সুফল মাত্র।
বান্দবীঃ ঠিকানা সেন্ড করে দিয়েছি, তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাঁথা গুলো হাতে পেলে তোকে জানাব।
আমিঃ ওকে দোস তোকে ও ধন্যবাদ।
#নকশি_কাথা_হাতে_পাওয়ার_পর..
বান্দবীঃ হাই দোস কেমন আছিস, তোর পাঠানো কাথা গুলো, ছবিতে যা দেখেছিলাম তার থেকে ও বাস্তবে দেখে মন ভরে গেল। অসম্ভব সুন্দর। তোর দুলাভাই ও বলতেছে এটা তুমি কোথায় পেলে। এতো সুন্দর তো আমি ও কিনে আনতে পারবোনা।
আমিঃ দোস তোকে ও আমার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিজের একটি পন্য দিয়ে যদি কাউকে একটু খুশি করতে পারি এটাই আমার বড় পাওয়া।
বান্দবীঃ জানিস দোস পাশের বাসার ভাবি ও আমার অনলাইনে কেনা কাথা গুলো দেখতে এসেছিল এবং বলল এগুলো কোথা থেকে নিয়েছো আমাকে একটি কিনে দেয়া যাবে। আমি বললাম Needle craft আমার এক বান্ধবীর পেজ ওর কাছ থেকে নিয়েছি,আমি কথা বলে দেখি।
আমিঃ ধন্যবাদ দোস, আমি আরো কিছু ছবি দিচ্ছি ও আপুকে দেখাতে পারো।
বান্দবীঃ তাহলে দেরি কেন দিয়ে দে।
আমিঃ ওকে দোস। এখানে আরো কিছু নতুন ছবি দিলাম।
বান্দবীঃ এগুলো তো আরো সুন্দর আমাকে আগে দিস নি কেন? পাশের বাসার ভাবি ও এখান থেকে দুটো পছন্দ করলো।।
আমিঃ দোস তোকে অসংখ্য ধন্যবাদ।।
বান্দবীঃ এবার কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে।
আমিঃ হ্যা, অবশ্যই।
হ্যা, অবশ্যই আমি কেন শুধু আমার বান্ধবীকে মিষ্টি খাওয়াবো, এই মুহূর্তে আমার গল্পটি যারা মূল্যবান সময় দিয়ে ভালোবেসে পড়েছেন সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত রইলো।
🛌নকশী কাঁথা দামে সস্তা
মানে ভালো,
কাথার প্রতিটি সুতোয়
রয়েছে ভালোবাসার আলো।
আমার লেখাটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং আমার এই গল্পটি যারা শেষ অব্দি পড়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া রেখে আজকের মত শেষ করছি আপনাদের থেকে উৎসারিত পেলে ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৩১
Date:- ২৮/০৯/২০২১
লুবাবা জান্নাত
ব্যাচ 14
রেজিষ্ট্রেশন 65102
কমিউনিটি ভলেন্টিয়ার
জেলা ফরিদপুর