পারিবারিক সদস্যের দিকে আমরা ২ ভাই ৫ বোন। আমার বাবা একা এবং আমার ফুফু ৩ জন। আমার বাবা একদম সহজ সরল সাদা মনের মানুষ ছিলেন। কোন রকম খেয়ে দেয়ে বেচে থাকার অল্প একটু হুশ ছিলো তাঁর
বিসমিল্লাহির রাহমানির রাহিম



আমার নিজের জীবনের গল্পের শুরুতে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে, যিনি এই অসুস্থ বিশ্বের মধ্যে আমাকে এবং আমার পরিবারকে অনেক সুস্থ্য রেখেছেন- আলহামদুলিল্লাহ



পারিবারিক সদস্যের দিকে আমরা ২ ভাই ৫ বোন। আমার বাবা একা এবং আমার ফুফু ৩ জন। আমার বাবা একদম সহজ সরল সাদা মনের মানুষ ছিলেন। কোন রকম খেয়ে দেয়ে বেচে থাকার অল্প একটু হুশ ছিলো তাঁর। অন্য দিকে রুজিরোজগার করার মতো কোন অভিজ্ঞতা কিংবা জ্ঞান বুদ্ধি কিছুই ছিলো। আমার দাদা আবার আমার বাবার জন্মের আগেই মারা যান। কিন্তু আমার বাবার জন্য যথেষ্ট পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন। এদিকে আমার বাবা সহজ সরল এবং অক্ষর জ্ঞানহীন হওয়ায় নিজের আত্মীয়দের মধ্যে কিছু খারাপ এবং চালাক লোকজন আমার বাবার জায়গা জমি ঠকিয়ে নিয়ে যায়, অন্যদিকে বাবা রোজগারে অক্ষম হওয়ায় বসে বসে খেতে খেতে বাকি সম্পদ টুকুও আর ঠিকে রইলো না।


যেহেতু বড় বোনের জন্ম ১৯৮৩/৮৩ সালে, তাই ২০০০ সাল থেকে আমার লন্ডন প্রবাসী ফুফুর সহযোগিতায় একে একে বড় চার বোনদের বিয়ে হয়। আর আমার খালা হয়ে যান একদম অসুস্থ। নিজ পরিবারের ননদ-দেবরের জাদুটুনার অত্যাচারের শিকার তিনি। দেশে আসেন নি একটানা প্রায় ২০ বছর 




আবার কষ্টের ঝড় চলে আসে আমাদের পরিবারে। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমরা দুই ভাই এবং ছোট বোন পড়ালেখা চালিয়ে যাই। এদিকে আমার লন্ডন প্রবাসী খালা কিছুটা সুস্থ হয়ে আবার আমাদের সহযোগিতা শুরু করলেন এবং ফুফাতো ২ ভাইও কিছুটা সহযোগিতা করতেন। কিন্তু এতে আমাদের আয়-উন্নতি হতো না। যেহেতু নিজ পরিবারের মধ্যে সে রকম বুঝদার কেউ নেই। আমার আম্মুও সহজ সরল মানুষ। একপর্যায়ে ২০১২ সালে আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হই। পাশাপাশি একটা হোমিওপ্যাথি ফার্মেসীতে প্রেকটিস করি। সেই সাথে ভর্তি হই “মির্জাজাঙ্গাল হোমিওপ্যাথিক হসপিটাল” সিলেটে ৪ বছর মেয়াদি ডিএইচএমএস কোর্সে। কোর্স কমপ্লেইট করার আগেই আমি প্র্যাক্টিক্যালি অভিজ্ঞতা নিয়ে হোমিওপ্যাথি ফার্মেসির ব্যাবসা শুরু করি। কিছুদিন যেতে না যেতেই আমি ব্যার্থ হই। এর প্রধান দুটি কারণ
(১) হোমিওপ্যাথিকে কাস্টমার কম।
(২) একজন রাজনৈতিক নেতা আমাকে প্রশ্ন করেন যে- তুমি এতো ছোট মানুষ, এখনও মুচ দাঁড়ি গজায়নি, তুমি ডাক্তার হলে কখন? উনি আমার বিপক্ষে চলে যায়। আর আমি মোবাইল কোর্টের ভয়ে ব্যাবসাও ছেড়ে দেই, সেই সাথে কোর্সের ২য় বছরের পর থেকে সেখানেও সমাপ্তি ঘটাই।
ততক্ষণে ২০১৪ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করি।



এলাকায় যেহেতু কোন কলকারখানা কিংবা কোম্পানি নেই, তাই বেছে নিলাম সিএনজি অটোরিকশা ড্রাইভিং। ড্রাইভিং শিখতে গিয়ে আমাকে আমার অনেক বন্ধু বান্ধব বাধা দেয়। আমি না কি নিচে নেমে যাচ্ছি। আমি তখন জবাব দিলাম, আমার মা এবং ভাই-বোনকে নিয়ে আমার এখন ডালভাতের প্রয়োজন। এই যোগান কি তোমরা কেউ দিবা? তখন আর কারো জবাব নেই।
যা-ই হোক, শিখে নিলাম ড্রাইভিং। কিন্তু বাধা আরেকটা! নতুন ড্রাইভার হিসেবে কেউ গাড়ি দেয় না। আমার এক কাছের বন্ধু যার সাথে দিনরাত এক করে চলাফেরা করেছি, সে একটি গাড়ির মালিক। কিন্তু সেও জবাব দিলো, “আমি নতুন ড্রাইভারের কাছে গাড়ি দেবো না”। যাই হোক, শত প্রতিকূলতা অবলম্বন করে অবশেষে এক বড় ভাই (পুরাতন ড্রাইভার) নিজে জামিনদার হয়ে অন্য একটি গাড়ি এনে দেন। মাসিক ভাড়ায় গাড়ি চালাই। ধীরে ধীরে এক পর্যায়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটি গাড়ি নিজে ক্রয় করি। আমার বন্ধুকে আমি মুখে কোন জবাব দেই নাই। আরেকটা বিষয় পিছনে পেলে আসি। আরেক বন্ধু যে ড্রাইভিং শিখতে বাধা দিয়েছিলো, মাত্র ৬ মাস যেতে না যেতেই সে আমার কাছেই ড্রাইভিং শিখে। তার পরিবারে কিন্তু কোন অভাব ছিলো না।

কিন্তু, আমার বাবার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছিলো এক ব্যাবসায়ী ছেলের সাথে। বিয়ের এক বছর পূর্ণ হয় নাই, তাদের সংসারের ইতি টেনে সে এখন বাবা-মার ঘরে। কোথায় গেলো তাদের সেই শান্তি? এটা কিন্তু আমি শুধু গল্পে লিখছি, উনাদের সরাসরি বলি নাই। কারণ কাজে কর্মেই তারা এখন অপমানিত। আমাদেরকে এখন তাদের মুখ দেখাতে লজ্জাবোধ করেন। তারা ভাব ছিলো তাদের সম্পদের উপর লোভ করে বোধহয় আমরা বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।

আর আমি কাজ করছি ছেলেদের পোশাক নিয়ে। Fashion Hut নামে আমার অফলাইনে একটা শোরুম আছে। অনলাইনেও একটি পেইজ আছে। সবাই আমার পেইজটি লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন, সবার প্রতি এই প্রত্যাশা করি।
সবার জন্য শুভ কামনা, শুভ হোক আপনাদের আগামীর পথচলা।
আমার নিজস্ব ব্রান্ডের লুঙ্গি পাইকারি ও খুচরা বিক্রি করতেছি।
ব্রান্ডঃ আরব শাহ লুঙ্গি
কালারঃ ১০০% গ্যারান্টি
সাইজঃ ৬ হাত লুঙ্গি
খুচরা মূল্যঃ ৫৫০ টাকা মাত্র
পাইকারি নিতে যোগাযোগ করুন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৭*
Date:- ০৭/০৯/২০২১




