বদলে যাওয়া জীবনের গল্প
আসসালামু আলাইকুম।
ফেনী জেলার মেয়ে,,, প্রিয় ফাউন্ডেশন এর সাথে নবম ব্যাচ থেকেই যুক্ত। দেখতে দেখতে অনেক টা পথ পাড়ি দিয়ে আজ ১৫ তম ব্যাচ শেষ হয়ে গেলো। স্যার আপনি আজ জীবনের গল্প শুনতে চেয়েছেন। আমার জার্নিটা ছিলো ২০২০ ফেব্রুয়ারী শেষ পর্যায়ের থেকে। নবম ব্যাচ চলমান। ২১ মাস খুব একটা বেশী নয়,,,তবে এই ২১ মাস আগের আমি আর আজকের এই আমির তফাৎ অনেক। শুধু আমার পরিচয় বদলায় নি,, বদলেছে আচার - আচরণ,,, একটা ধৈর্য্য হীন মানুষের ধৈর্য্য তৈরি হয়েছে। লেগে থাকার প্রবল ইচ্ছে শক্তি তৈরি হয়েছে আমার মাঝে।
আমাদের সমাজে এখনো নারীরা অবহেলিত,,,, মেয়ে মানেই সংসারের বোঝা,, শুধু গরীব- দুঃখী নয় আমাদের সমাজে এখনো অনেক প্রভাবশালী পরিবার আছে,, এখনো অনেক শিক্ষিত মানুষ আছে যাদের কাছে মেয়ে মানেই বড় এক বোঝা। মেয়েরা চাইলেও কেনো যেনো হাসতে খেলতে পারেনা,,, তার হাসার আগে কিংবা কাদার আগেও চারদিক দেখতে হয়,,কেউ দেখলো কিনা।
খুব স্বপ্ন ছিলো নিজে কিছু করার,,, নিজের একটা আলাদা জগৎ তৈরি করার,, মেয়ে হয়ে জন্ম নেয়ায় স্বপ্ন পূরণের সেই সাহস টুকু করতে পারিনি,, নিজেই মাঝেই লালন করছিলাম আমার স্বপ্ন টাকে। মাঝে মাঝে নিজেই নিজেকে বলতাম আহারে কেনো যে মেয়ে হলাম,,ছেলে হলেতো এত কিছু ভাবতে হতো না। ঠিক তখনই মা বাবার ঘাড় থেকে বোঝা নামানোর যখন অল্প বয়সেই বিয়ের পিড়িতে বসে যাই তখন থেকে নিজের লালনকৃত স্বপ্ন আস্তে আস্তে নিভে যায়।
নতুন পরিবেশ নতুন মানুষজন তাদের সাথেই মানিয়ে চলার চেষ্টা প্রতিনিয়ত,,, তখন মনে হতো বিয়ে হয়ে গেছে সব শেষ,,, এমন স্বপ্ন দেখাও এখন যে পাগলামি। তখনই নিজেই নিজের স্বপ্ন গুলো কে মাটি চাপা দিয়ে দিচ্ছি।
চলে যায় অনেক বছর,,,, একদিন হাসবেন্ড একাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় আসা,,,তার পর প্রতিনিয়তই আসা হতো। এরপর নিজেই একটা একাউন্ট খুলি। প্রতিদিনই ফ্রি থাকলেই অনলাইনে আসা,,, হঠাৎ একদিন চোখে পড়লো অনেকেই অনলাইনে কাজ করছে অনেক কিছু নিয়ে,, তখন কেনো জানি নিজের বহুদিনের মাটি চাপা স্বপ্ন টা একটু উঁকিঝুঁকি দিচ্ছে।
তবে সাহস কোনকালেই ছিলো না যে,, অনেক সময় অনেক কিছুই কেনাকাটা করতাম অনলাইন উদ্যক্তাদের। একদিন পাঞ্জাবী কিনার জন্য কথা হয় এই ফাউন্ডেশন এর একজন ভাইয়ের সাথে,,,কথা পর্যায়ে যেক্ত হয়ে নিই এই প্লাটফর্মে। জয়েনিং এর প্রথমে একটু না বুজলেও খুব তাড়াতাড়ি বুজে যাই। স্যার I আপনার প্রতিটি সেশনই যেনো আমার ভীতরের আমিত্বটাকে টেনে বেড় করছে,,ঘুমন্ত মানুষ টা জাগ্রত হলাম,,মাটি চাপা স্বপ্ন টা দেখতে পেলো এক আশার আলো।
স্বপ্ন তো আগে থেকেই ছিলো,,, খুব তাড়াতাড়িই সাহস করেই শুরু করে দিলাম। এবার এলো যে লেগে থাকার পালা।
২০২০ এর এপ্রিল প্রথম সেল পোস্ট দিই,, অনেক অনেক সাড়া পাই,,, কিন্তু করোনার থাবায় তখন সবাই জীবন নিয়েই ব্যাস্ত,,, যেখানে সবাই বেচে থাকার লড়াই করছে সেখানে আমি কিভাবে সেলের স্বপ্ন দেখি।
দেখতে দেখতে পরিস্থিতি স্বাভাবিক হলো,,,চলে গেলো আরো ৬ টি মাস। যে দিকে তাকাই সেদিকেই সবার সেল,, না এবারো আমার কোন সেল নেই। তাহলে কি আমি আলোর দেখা পেয়ে ও আবার হারিয়ে ফেললাম না কি। নিজের মাঝে আবার হতাশা কাজ করে,, তারপর ও একদিন ও আমি আপনার সেশন গুলো বাদ দিইনি।
স্যারের ঐ এক একটা সেশনই ছিলো আমার জীবনের এক এক টা ম্যাজিক,,, যখন ভেঙে পড়ি ঠিক তখনই চোখের সামনে একটা সেশন যা আমাকে আরো বেশী অনুপ্রাণিত করে। এবার মনে হয় না আমি খেলবোই আমাকে উঠে দাড়াতেই হবে। আলহামদুলিল্লাহ এরপর থেকেই শুরু আমার জীবন বদলানো।
একজন সাধারণ নারী থেকে হয়ে উঠি একজন নারী উদ্যোক্তা,, প্রচন্ড ড্রিপেশনে থাকা সেই আমি আজ অনেক বেশী সতেজ,, কখনো কখনো নিজেই নিজেকে মেয়ে বলে আফসোস করতাম,,আজ আমার আফসোস নয় আজ আমি গর্বিত আমি একজন নারী। নারীরা বরাবরই সম্মানের তাদের সম্মান দিতে পারেনা শুধু সমাজের কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ।
Iস্যার আপনার সানিধ্যে এসে আমার জীবনের অনেক অনেক পরিবর্তন হয়েছে।
*নিজেকে নিজে অনেক বেশী ভালোবাসি❣️❣️
* অনেক ধৈর্য ধারণ করতে শিখেছি
*কাউকে জবাব দেয়ার চেয়ে জবাব না দিয়ে কাজে জবাব দিতে সব চেয়ে বেশী পছন্দ করি।
*এখন যে কোন কাজে লেগে থাকতে অনেক বেশী ভালোবাসি।
* এখন আর আগের মতো রেগে যাই না।
*পজেটিভিটি লালন করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পেরেছি।
*সব সময় চারপাশের অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।
*যেটা সঠিক মনে হয় যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তা বলতে সক্ষম হই
Iqbal Bahar Zahid স্যার আপনার সানিধ্যে এসে,, ফাউন্ডেশনে যুক্ত হয়ে,,, আজ ২১ মাসের অর্জনকৃত শিক্ষায় আমার জীবনের অনেক অনেক পরিবর্তন হয়েছে,,, আমি মানুষ টাই যে পরিবর্তন হয়ে গেছি।
সব চেয়ে বড় পরিবর্তন একজন ভালো পজেটিভ মানুষ ও একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছি।
স্যার আমার জীবনের এত এত পরিবর্তন এসেছে যে আমি যদি লিখতে বসি একটা বইও লিখে শেষ করা যাবেনা।
স্যার আমি অপেক্ষায় আছি সেই সোনালী সন্ধ্যার যে দিন আমার জীবনের সকল পরিবর্তন,,, কিছু অজানা কথা বলতে চাই আমারই স্বপ্নের মঞ্চে আপনার সামনে দাঁড়িয়ে। সেই পযন্ত আমার জন্য দোয়া করবেন। আমি যেনো ২১ মাস নয় একুশ যুগ পাড়ি দিতে পারি আপনার সানিধ্যে থেকে।
স্টাটাস অফ দি ডেঃ৬৫৯
তারিখঃ৩০-১০-২১
নওশিন তারানুম
কমিউনিটি ভলান্টিয়ার
নবম ব্যাচ
রেজিষ্ট্রেশন নম্বর ঃ১২৬২৮
জেলাঃ ফেনী
ব্যাবসাঃ ফুড ও গার্মেন্টস আইটেম
পেজঃ Fashion Food BD