সুখ আর দুঃখ জীবনের আরেকটা জীবন! পাওয়া আর না পাওয়ার মধ্য থাকে তাদের চরম বাহাদুরি।
"পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি"
সকলের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল।
নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যেক্তা,প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।


পাওয়া আর না পাওয়ার মধ্য থাকে
তাদের চরম বাহাদুরি।
পাওরার ভিতরে যেমন সুখ !
না পাওয়ার ভিতরে তেমন দুঃখ।
মানুষ যখন অতি আনন্দে
সুখের নদিতে জীবন তরী বাইতে থাকে।
হটাৎ কাল বৈশাখী ঝড়ে ডুবে যায় সে তরি।
সুখের সতিন হয়ে হাজির হয়ে যায়
দুঃখ মানুষের জীবনে,
সুখ দুখের এ চুল ছিড়া ছিড়ির মধ্য দিয়ে
চলতে থাকে মানুষের জীবন !
জীবনের গল্পটা বড়ই রহস্যময় ।








আমি বললামঃ "কাকি এটা কোনো মেলা না এটা হলো একটা এক্সিভিশন মানে আমাদের পন্যের প্রদর্শনী, আমি তো অনলাইনে সেল করি,তো আমাদের ১০০ জন উদ্যেক্তা নিয়ে একটা এক্সিভিশন হইছে এখানে বেশির ভাগই নারি উদ্যেক্তা,২ একজন পুরুষ। ধরেন মানুষ তো অনলাইনে ছবি দেখে কিনতেছে মানুষ ঠকছে, এতে করে মানুষ অনলাইন কিনাকাটায় বিশ্বাস হারাচ্ছে। তাই আমাদের নোয়াখালির একটা কোম্পানি ডিজিটাল বাজার বিডি এ এক্সিভিশনের আয়োজন করেছে যাতে করে মানুষ দেখে আমাদের পেইজগুলোর উপর আস্থা অর্জন করতে পারে ।পরবর্তীতে পারসেস করতে পারে।এতোক্ষন লাগাই অনারে বুজাইলাম এসব" । বলে যে ও আচ্ছা আমি তো জানি না দেখছি আর কি ফেইসবুকে তাই তোরে জিজ্ঞাস করলাম।এখানে সমাপ্ত ছিলো। কিন্তু মানুষের তো কোনো কাজ নাই এর কথা অর কাছে অর কথা এর কাছে কাজ শুধু এটাই ।পরে আমাকে সবাই জিজ্ঞাস করছে এসব। কিন্তু ওনারা জানার কথা না । কারন ওনাদের সাথে আমাদের এড নাই ।উনিই সবার থেকে এসব বলছে যাই হোক আল্লাহ নিন্দুক আর সমালোচকের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন।মেয়েরা অনেক কিছু করতে পারে, যদি সমালোচক না থাকে ।অনেকের কি যে আপ্সোস আমাদেরকে নিয়ে তোদের তো অনার্স কমপ্লিট হইবো বিয়ার বয়স অই গেছে , কিন্তু তোরা ফ্যামিলি মেন্টেইন করচ এগুলা শুনলে মানুষ।পিছাই যায় আগাইতে চায় না,ভাল চোখে দেখে না মানুষ।মাইন্ড করে। কেণো ভাই ছেলেরা কি আমাদেরকে বিয়ে করবে নাকি বাবার টাকাকে বিয়ে করবে। আর যারাএসব চায় আমরা তো তাদের চাই না। আগুনে ঘি ঢেলে কি মজা পান বুজি না। আগুন তো এমনিতে জ্বলে, বরং ঘি দিয়ে খিচুড়ি খান মজা লাগবে 

কেনো যে মানুষ পজিটিভ চিন্তা না করে অলয়েজ নেগেটিভ চিন্তা করে যানি না।ওনারা ভাবছে হয়তো ফ্যামিলির ফাইনেন্সিয়াল অবস্থা খারাপ হওয়াতে আমরা এসব করছি। কিন্তু না আমি মনে করি প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়া উচিত। কেনো সবসময় একটা মেয়েকে কারোর না কারোর না কারোর পরিচয় চলতে হবে।যখন নিজের একটা অবস্থান তৈরি হয় , নিজের চাহিদা নিজে পুরন করতে পারে , কারোর কাছে হাত পাততে হয় না।তার চাইতে হ্যাপি মানুষ আর কেউ আছে বলে আমি মনে করি না।যখন আমরা ক্রাইসিস মোমেন্টে থাকি। তখন কিন্তু কেও আমাদেরকে সহানুভুতি দেখাবে না।আরও বেশি মজা নিবে।কিছু করলে ও জেলাস হবে।কেণো ভাই সবাই সবার মতো থাকেন নাহ। পারলে উপকার করেন নয়তো চুপ থাকেন ।কেউ কিছু বললে কাজের স্পিড ১০ গুন কমে যায়, কেণো জানি।হতাশ হয়ে পড়ি।আল্লাহ নিন্দুকের হেদায়াত করুক আর আমাদের সবর করার তৌফিক দান করুক ।ধৈর্য এক প্রকার আমল যার সারা শরীররে কাঁটা কিন্তু ফল অনেক মিস্টি । আল্লাহ বলেন ঃ১/ “আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য–ফল–ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও। “ ৩/ “ধৈর্য হল একমাত্র সত্য ভিত্তি যার ভিত্তিতে একজনের স্বপ্ন সত্য হয়।”
ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায়।সপ্ন অনেক বড় চাই ভালো কিছু করতে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে।কর্মের মাধ্যমে সবার কথার জবাব দিতে ।আমরা সবসময় নিজের ক্রাইসিস গুলো নিজেরাই সল্ভ করছি । কখণো কেউ বিন্দুমাত্র সহানুভুতি দেখায় নাই ।বরং সব সময় এটাই বলছে যে তোর আব্বু কিছু করে না হিসেবে তো তোরা অনেক ভাল আচোস। কিন্তু এটা চিন্তা করে নাহ সব প্রাপ্তির পিছনে যে আমাদেরকে কতোটা স্ট্রাগল করতে হয় সেটা শুধু আমরাই জানি।যে ফ্যামিলির এ টু জেড মেইন্টেন করে শুধুমাত্র তারাই জানে। সবকিছু কিভাবে মেনেজ করতে হয় ।দোয়া করবেন সবাই আমাদের জন্যে।
ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ সময় ব্যায় করে পড়ার জন্য।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭২৮
Date:- ২৩/০১/২০২২ইং










