অতন্দ্র গাজীপুর জেলা প্রতিবেদন
গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়া এই ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে গাজীপুর জেলায় এই ৫টি উপজেলা ছাড়াও গাজীপুর শহর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুুক্ত।
গাজীপুর জেলার নামকরণের ইতিহাস :
============================
ঐতিহাসিকরা মনে করেন যে মহম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগীর এখানে থাকতো আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে।
ভৌগোলিক অবস্থান:
===============
গাজীপুর জেলা (ঢাকা বিভাগ) আয়তন: ১৭৪১.৫৩ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৩´ থেকে ২৪°২১´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০৯´ থেকে ৯২°৩৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা, পূর্বে নরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা ও টাঙ্গাইল জেলা।
গাজীপুর জেলা সম্পর্কে কিছু কথা:
=========================
গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা।মোগল - ব্রিটিশ - পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয়, ১টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোশাক শিল্পের বিরাট অংশ।গাজীপুর সিটি করপোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন, যার আয়তন ৩৩০ বর্গকিমি।গাজীপুরের মধ্যেই দেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল গড় ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা, যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত।
গাজীপুর জেলার শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ:
=====================================
গাজীপুর জেলার শিক্ষার গড় হার ৫৬.৪%; পুরুষ ৬০.৫%, মহিলা ৫১.৯%। গাজীপুর জেলায় বিশ্ববিদ্যালয় ৫ টি , মেডিক্যাল কলেজ ১ টি, কলেজ ৪৫ টি, মাধ্যমিক বিদ্যালয় ২৭৬ টি, কমিউনিটি স্কুল ৫২ টি, এনজিও স্কুল ১১ টি , প্রাথমিক বিদ্যালয় ৭৩৩ টি, মাদ্রাসা ১৮১টি।
বিশ্ববিদ্যালয় ও উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ:
===================================
জাতীয় বিশ্ববিদ্যালয় (১৯৯২), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (১৯৯৩),বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৯৩), ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৭৯), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০)।
শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ গাজীপুর।
ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, টঙ্গী বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ, কাপাসিয়া ডিগ্রী মহাবিদ্যালয়, কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস:
=======================
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫৭.৪৬%, অকৃষি শ্রমিক ২.৬৫%, ব্যবসা ১০.৮৫%, পরিবহণ ও যোগাযোগ ২.৭৯%, নির্মাণ ১.১%, চাকরি ১৪.৪১%, অন্যান্য ১০.৭৪%।
পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক পত্রিকা ৪, অর্ধ-সাপ্তাহিক ২, সাপ্তাহিক ১১, অন্যান্য ২৮। দৈনিক: গণমুখ, মুক্ত সংবাদ, আজকের জনতা; সাপ্তাহিক: গাজীপুর বার্তা, গাজীপুর সংবাদ, সকলের কণ্ঠ, ভাওয়াল, অনির্বাণ।
লোকসংস্কৃতি নবান্ন উৎসব, বৈশাখী মেলা, পিঠা উৎসব, জামাই ষষ্ঠী, ঘুড়ি উৎসব, উপজাতি রাজবংশী লোকনৃত্য, হিন্দুদের কীর্তন উৎসব। এছাড়া বৃষ্টির জন্য, ধান কাটার সময়, নৌকা চালানো, বিয়ে বা অন্যান্য লোকজ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়। এই জেলায় শীতকালে নাট্য উৎসব হয়।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ পাল রাজাদের রাজধানী ঢোলসমুদ্র, টোক দুর্গ (ষষ্ঠ শতাব্দী), কর্ণপুর দুর্গ ও জোড়া দীঘি (১০৪৫), চৌরা দীঘি ও মাযার, মীর জুমলার টঙ্গী পুল, ভাওয়াল রাজবাড়ী, বক্তারপুর ঈশা খাঁর সমাধি, শ্রীপুরে রাজা শিশুপালের ও চিনাশখানিয়ায় চন্ডাল রাজাদের রাজধানীর ধ্বংসাবশেষ, কাপাসিয়ার একডালা দূর্গ (আনুমানিক ৬০০ খ্রিঃ), দরদরিয়া দূর্গ (১২০০ খ্রিঃ), রাণীগঞ্জ ও বর্মী নীলকুঠি।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন জয়দেবপুর রাজবাড়ীর পূর্ব পাশের পুকুর, সাতখামাইর, টংগী শহীদ স্মৃতি স্কুল প্রাঙ্গণ, গাছার বধ্যভূমি, জয়দেবপুর চৌরাস্তার মোড়ে স্থাপিত ভাস্কর্য ‘জাগ্রত চৌরঙ্গী’। রাজবাড়ীতে জয়দেবপুর মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য, তরগাঁয় শহীদ সাজ্জাদের কবর।
বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান লাখপুর ডাকবাংলো (মোঘল আমলে নির্মিত), রমানাথ কর্মকারের জমিদার বাড়ি, ধাধার চর (২০০ বছর পুরোনো), নাগরী সেন্ট নিকোলাস ও পানজোরার সাধু আন্তনির গির্জা, কৃপাময়ী মন্দির, কাশিমপুর জমিদার বাড়ী, ভরান রাজবাড়ী। নন্দন পার্ক, আনসার একাডেমী, ভাওয়াল জাতীয় উদ্যান, হোতাপাড়া শ্যুটিং অঞ্চল, খতিববাড়ি শুটিং এলাকা, নীলের পাড়া খামার বাড়ি, অনন্তধারা পর্যটন ও বিনোদন কেন্দ্র, পুষ্পধাম বিনোদন ও শুটিং স্থান, নুহাশ চলচ্চিত্র পল্লী, স্বাধীনতার প্রথম ভাষ্কর্য জাগ্রত চৌরঙ্গী।
গাজীপুর জেলায় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর কিছু কথাঃ
============================================================
মূলত ২য় ব্যাচ থেকেই প্রিয় মেন্টর Iqbal Bahar Jahid স্যারের মহান শিক্ষাকে ব্যাক্তিজীবনে কাজে লাগানোর উদ্দ্যেশে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কার্যক্রম গাজীপুর জেলায় পরিচালিত হয়ে আসছে। শুরুর দিকে কার্যক্রম গুলো জেলার ভাওয়াল বদরে আলম কলেজের ক্যাম্পাস কেন্দ্রীক ছিল যেখানে আমাদের জেলা এম্বাসেডর Sabbir Hossain ভাই ওনার কাছের বন্ধুত্বের নিয়ে একক বা ব্যাক্তি উদ্দ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিচ্ছন্ন অভিযান ও ময়মনসিংহ জেলার প্রত্যন্ত অঞ্চলে ৭০ জন দুঃস্থ মানুষ মাঝে একটি কম্বল ও একটি ভেজলিন বিতরণ করেন।কিন্তু জেলার বিভিন্ন অংশের বিচ্ছিন্ন জেলা সদস্যগণ তখনো একত্রিত হতে পারেননি। ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি ফাউন্ডেশনের মূল গ্রুপে গাজীপুর জেলার সম্মানিত কোর ভলেন্টিয়ার প্রিয় Md. Jayed Hasan Emran ভাই একটি পোষ্ট করেন পোষ্টটি ছিল " গাজীপুরের কেউ আছেন? থাকলে কমেন্ট প্লিজ " এ পোষ্টটির মাধ্যমে গাজীপুর জেলার সদস্যদের খোঁজ করে একত্রিত করার চেষ্টা করা হয়। সেই পোষ্টটিতে ২২ জন সদস্য কমেন্ট করে গাজীপুর জেলায় তাদের অবস্থান জানান। তাদের মধ্যে হতে ৭ জন আজীবন সদস্য গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার রাজবাড়ী মাঠে ১ম মিট আপে অংশগ্রহণ করেন। গাজীপুর সদর উপজেলা থেকে মোঃ জায়েদ হাসান ইমরান, মোঃ ছাব্বির হোসেন রুপক, মোঃ আজিজুল হক ও খন্দকার মমিনুল ইসলাম তুষার, শ্রীপুর উপজেলা থেকে এফ, এম, মেহেদী ও নীরব রহমান এবং কাপাসিয়া উপজেলা থেকে মোঃ জাহাঙ্গীর ও নাহিদ সরকার। এরপর ২৯ মার্চ ২০১৯ ইং জেলার ১৭ জন সদস্য নিয়ে ২য় মিট আপ অনুষ্ঠিত হয়। যেখানে Md. Jayed Emran ভাই, Sabbir Hossain ভাই Ridoy Hasan ভাই এবং নরসিংদী জেলা থেকে Sabbir Bhuiyan ভাই অংশ গ্রহণ করেন।
জেলার বর্তমান সদস্য ও উদ্দ্যোক্তাঃ
=========================
বর্তমানে জেলার ৭টি জোনে মোট সদস্য সংখ্যা ৮০০+ জন। যার মধ্যে প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের মহান শিক্ষাকে কাজে লাগিয়ে প্রায় ১০০ জন ভাইবোন ছোট ও বড় উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে চলেছেন। ফাউন্ডেশনের উদ্দ্যোক্তাগণকে একে একে অপরের মাঝে পরিচয় করিয়ে দিতে অতন্দ্র গাজীপুর জেলায় জেলা উদ্দ্যোক্তা প্রমোশন কার্যক্রম চলমান। এ
পর্যন্ত UTV লাইভে গাজীপুর জেলা হতে ০৭ জন সফল উদ্দ্যোক্তা আমন্ত্রণ পেয়েছেন ওনারা হলেন Sabbir Hossain ভাই Halal Food, Jayed Hasan Emran ভাই Zariq, Jahangir Khan ভাই Euphoria Shops, রহিমা আক্তার স্বপ্না আপু দি বেষ্ট কালেকশন, Mahbubur Rahman Bhuiyan ভাই, Yousuf Hossain Tonmoy ভাই Trust Point Super Shop এবং Ridoy Hasan ভাই গ্রাম্য ফুড।
জেলার মিট আপ সমূহ:
=================
বর্তমানে গাজীপুর জেলায় প্রতিনিয়ত সেশন চর্চা অনলাইন মিট আপ চলমান।
আগামী ২৫/০২/২০২২ ইং অতন্দ্র গাজীপুর জেলা টানা ১০০ তম সেশন চর্চা মিট আপ পালন করবে ইনশাআল্লাহ।
সেশন চর্চা মিট আপ ছাড়াও জেলার এবং বিভিন্ন উপজেলা ভিত্তিক মোট অফলাইন ও অনলাইন মিট আপ সংখ্যা ৮০ টি। ২৭ সেপ্টেম্বর ২০১৯ অতন্দ্র গাজীপুর জেলা
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইতিহাসে ১ম উপজেলা ভিত্তিক অফলাইন মিট আপের আয়োজন করে এবং সেই ধারা অব্যাহত রেখে এবার ও ১৮/০২/২০২২ ইং অতন্দ্র গাজীপুর জেলা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইতিহাসে ১ম ইউনিয়ন পর্যায়ে অফলাইন মিট আপ শুরু করে।
উদ্দ্যোক্তা সম্মেলন ও উদ্দ্যোক্তা মেলাঃ
==========================
গাজীপুর জেলায় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৩ টি উদ্দ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
১। ০২ নভেম্বর ২০১৯ ইং
গাজীপুর ভাওয়াল মির্জাপুর,রোভারপল্লী, এলাকার রোভারপল্লী ডিগ্রি কলেজ এ অনুষ্ঠিত হয় দু দিন ব্যাপী " তরুন উদ্যোক্তা সম্মেলন ২০১৯" যেখানে শ্রদ্ধেয় প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার স্বশরীরে উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপী কর্মশালার ১ম দিন ছিল বৃক্ষ রোপণ কর্মসূচি।
২। ০৬-০৩-২০২০ইং
অতন্দ্র গাজীপুর জেলা বৃন্দাবন শ্রীপুর গাজীপুর এ আয়োজন করে জেলার ১ম বার্ষিক বনভোজন ও উদ্যোক্তা আসর যেখানে জেলার প্রতিটি জোনের দায়িত্বশীলগণ আজীবন সদস্য ভলেন্টিয়ার ও উদ্দ্যোক্তা ভাইবোন অংশগ্রহণ করেন।
৩। ১৯ ফেব্রুয়ারি ২০২১ইং
গাজীপুর জেলার পূবাইল এলাকার সাবরিনা ড্রীম রির্সোট এ অতন্দ্র গাজীপুর জেলা আয়োজন করে ২য় বার্ষিক বনভোজন ও উদ্দ্যোক্তা সম্মেলন ২০২১ ইং। যেখানে প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার এবং সম্মানিত কোর ভলেন্টিয়ার ও মডারেটর প্যানেল সহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে ৫০০ জন আজীবন সদস্য ও উদ্যোক্তা ভাইবোন এই উদ্দ্যোক্তা সম্মেলনে অংশগ্রহণ করেন।
উদ্দ্যোক্তা সম্মেলনে উদ্দ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য ৫০+ ষ্টল এর ব্যবস্থা করা হয়। ক্রেতাদের দৃষ্টি আর্কষণের জন্য রাফেল ড্র এর মাধ্যমে তিনজন সেরা ক্রেতা নির্বাচিত করা হয় এবং প্রথম পুরষ্কার ছিল একটি রেফ্রিজারেটর।
জেলার দায়িত্বশীল গণের নাম ও পদবী
===========================
কোর ভলেন্টিয়ার ১ জন
==================
Md Jayed Hasan Emran
মডারেটর
===========
গাজীপুর জেলায় অবস্থানকারী কোন সদস্য ফাউন্ডেশনের সম্মানিত মডারেটর প্যানেল এ নেই।
জেলা এম্বাসেডর ৬ জন
=================
1. Sabbir Hossain
2. Yousuf Hossen Tonmoy
3. Rakib Shikdar
4. Khorshed Alom
5. Md Ridoy Hasan
6. রহিমা আক্তার স্বপ্না
উপজেলা এম্বাসেডর ১৮ জন
====================
গাজীপুর সদর উপজেলা
1. Beauty Akter Ria
2. Azizul Haque
3.মো মনির প্রধান
4. সুরাইয়া আক্তার লিজা
কালিয়াকৈর উপজেলা
5. Md Abdul Awal
6. Ali Babu
শ্রীপুর উপজেলা
7. F M Mehedi
8. Liton Ahammed
9. AfriDa KoNa
কাপাসিয়া উপজেলা
10. Md. Jahangir
11. Md Habibur Rahman Roni
পূবাইল ও কালিগঞ্জ উপজেলা
12. Sahera Khatun
13.ফয়সাল যুবরাজ
টঙ্গী অঞ্চল
14.উজ্জল মন্ডল
15. আমিনুল ইসলাম টংঙ্গী, গাজীপুর
বোর্ডবাজার জোন
16. Anik Sikder
17. এবি সিদ্দিকী
কোনাবাড়ী জোন
18. Momin Sorkar
কমিউনিটি ভলেন্টিয়ার = ৬৯ জন
Campus Ambassador ১৫ জন
======================
1. Ahsan Habib
ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
2. Md. Sabbir Hossen Rupok
ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
3. MMahbuba Mizan Purnima
শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ
4. Najmin Akter Jebin
ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
5. Priyoshi Islam Priyaa
গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজ
6. আল আমিন শেখ
আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ
7. AfriDa Kona
Asian University of Bangladesh
8. Md Al ImRan
কাজী আজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ
9.Tuhin Miah
শ্রীপুর কলেজ।
10. Papul Dewan
কালিয়াকৈর বিশ্ববিদ্যালয় কলেজ
11. Shamim Ahmed
কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ
12. Hridoy Chandra Das
টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
13. Md. Masum Billah
টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
15. Nahid Alam Akash
কাজী আজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ
এছাড়াও ফাউন্ডেশনের বিভিন্ন টিমে গাজীপুর জেলার ভলেন্টিয়ার গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
তার মধ্যে Digital Team এ ২ জন, Web Team এ ২ জন, 24/7 Live Support Team এ ১৮ জন, Registration Team এ ৮ জন হাট মনিটরিং টিমে ১ জন, প্রমোশন টিমে ৪ জন ভলেন্টিয়ার ভলেন্টিয়ারিং কাজে নিয়োজিত আছেন।
গাজীপুর জেলা সামাজিক ও ভলেন্টিয়ার কার্যক্রম
=====================================
১। ০১ ডিসেম্বর ২০১৮ ইং
ঐতিহাসিক " ভাওয়াল রাজবাড়ী " মাঠ পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।
২। ০৫ জানুয়ারি ২০১৯ ইং
ময়মনসিংহের এক প্রত্যন্ত অঞ্চলে মাত্র ৭০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি একটি কম্বল ও একটি ভেজলিন
৩। ০১ মে ২০১৯ ইং
বৈশাখের প্রখর রোদে ক্লান্ত পথচারী ও শ্রমজীবী মানুষদের তরল পানীয় পান করানো কর্মসূচি হয়।
৪। ১৭ মে ২০১৯ ইং
অতন্দ্র গাজীপুর জেলা ইফতার পার্টি। যেখানে থাকছে ৩০ জনের মতো দুস্থ, এতিম ও অসহায় মানুষদের সাথে অতন্দ্র গাজীপুর জেলার সদস্যগণ ইফতার করি।
৫। ২৫ জুলাই ২০১৯ ইং
গাজীপুর জেলার পক্ষ থেকে বন্যার্তদের জন্য সাহায্য এবং ত্রান প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের কাছে হস্তান্তর করা হয় এবং পরদিন স্যারের নির্দেশনায় জামালপুর জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৬। ০১ নভেম্বর ২০১৯ ইং
অতন্দ্র গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর এলাকার রোভারপল্লী ডিগ্রি কলেজে প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের স্বশরীর উপস্থিতিতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের তরুন উদ্যোক্তা সম্মেলন ২০১৯ উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
৭। ২৭ ডিসেম্বর ২০১৯ ইং
অতন্দ্র গাজীপুর জেলার পক্ষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি - ২০১৯ ইং পালনের অংশ হিসাবে সিরাজগঞ্জের কাজীপুর এর ভাঙ্গল কবলিত যমুনার চরাঞ্চলে আমরা মোট ১৪০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া ১টি কম্বল ও ১টি ভেসলিন।
৮। ০৩ এপ্রিল ২০২০ ইং
কোভিট ১৯ এর লকডাউন সময় দিন আনে দিন খায় এমন লোকের জন্য জরুরি খাদ্য দ্রব্য বিতরন কর্মসূচি পালন করা হয়। সেখানে প্রতি প্যাকেজে ছিল
চাউল ৩ কেজি, ডাল, আলু, তৈল, তেল,
সাবান, মাস্ক, লিফলেট।
৯। ১৬ জুলাই ২০২০ ইং
অতন্দ্র গাজীপুর ১০ম ব্যাচকে স্মরণীয় করে রাখতে এবং একইদিনে পর্যায়ক্রমে মোট ৭ টি জোনে বৃক্ষ রোপণ কর্মসূচি উৎযাপন।
১০। ০১ অক্টোবর ২০২০ ইং
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন উৎযাপনে অংশ হিসেবে "অতন্দ্র গাজীপুর" এর দুদিনের কার্যক্রমের অংশ হিসেবে এইদিন হজরত সালমান ফারসি (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।
১১। ০২ অক্টোবর ২০২০ ইং
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন উৎযাপনে অংশ হিসেবে "অতন্দ্র গাজীপুর" জেলার আয়োজিত প্রোগ্রাম এ একজন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
১২। ১৩ ডিসেম্বর ২০২০ ইং
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি - ২০২০
অতন্দ্র গাজীপুর "টেংরা মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়" ৮০ জন সহ মোট ১৬০ জনের মাঝে ১ টি করে কম্বল বিতরণ করা হয়।
১৩। ৭ ই মে ২০২১ ইং
গাজীপুর জেলার ৭ টি জোনে দুঃস্থ মানুষের মাঝে একযোগে এক ব্যাগ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
১৪। ৭ ই মে ২০২১ ইং
গাজীপুর জেলার কোনাবাড়ী জোন এ ইফতার পার্টি আয়োজন করা হয় সেখানে
৩ জন হতদরিদ্র মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
১৫। ২৪ ডিসেম্বর ২০২১ ইং
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২১
গাজীপুর জেলার উত্তর ছায়াবিথী নয়াবাড়ী এলাকায় সিরাজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে ছিন্নমূল শিশুদের মধ্যে শীতের উপহার হিসেবে একটি করে কম্বল বিতরন করা হয়।