আস্থা-বিশ্বাস আর ভালোবাসার গল্প
#সাপ্তাহিক_হাটবার
#গল্পে_গল্পে_সেল_পোস্ট
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমাদের আনন্দময় হাটবারের দিন।
হাটবারের গল্পে গল্পে সেল পোস্ট গুলোতে অসংখ্য গল্প পড়তে পড়তে নিজের গল্পটাও সবার সাথে ভাগাভাগি করতে মন চাইলো।
প্রথমেই অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
স্যার আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছেন নিজের স্বপ্ন পূরনের জন্য আমাদের কতোটা চেষ্টা করতে হবে,কতোটা উদ্যোমী আর পরিশ্রমী হতে হবে।সেই সাথে স্যার এও মনে করিয়ে দেন যে কাজ করতে গিয়ে ভালোবাসার সম্পর্ক গুলোকে ভুলে যাওয়া যাবে না।তাদের যত্নও নিতে হবে।
ভালোবাসার মানুষ গুলোর পছন্দের দিকেও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে,আমার প্রায়োরিটির লিস্টে তারাও যে আছে,সেটা মাঝে মাঝে ছোট্ট একটা গিফটের মাধ্যমেও প্রকাশ করা যায় বা কখনও ছোট্ট একটা শব্দ "আমি তো আছি" দিয়েও জানানো যায়।
আজকের এই হাটবারে "গল্পে গল্পে সেল" পোস্টে বলবো প্রিয় প্ল্যাটফর্মের তেমনই একজন আপুর কথা। যদিও আপুটা উনার শত ব্যস্ততার মাঝেও ছোটো বোনটার জন্য একটু "সারপ্রাইজ" এর কথা ভেবেছেন।
-------আস্থা-বিশ্বাস আর ভালোবাসার গল্প---------
মনটা সেদিন একটু খারাপই ছিলো,তাই বেশ রাত পর্যন্তই জেগে ছিলাম। দেশের বাহিরের সেশন ক্লাস সবে মাত্র শেষ হয়েছে।ভাবলাম একটা কবিতা পড়ি।
আর তাই কবি আনিস আহমেদ এর কবিতা বের করে পড়ছিলাম-
"সোনালী কি কেবলই রূপবতী কোন প্রেয়সীর ঢং
সোনালী কি কেবলই রোদ্দুরে ঝলসানো কোন রং
সোনালী কি স্বপ্নের আবর্তে চলমান কোন চিত্র
সোনালী কি সত্যের সঙ্গমে,মনের মুখরিত মিত্র ।"
হঠাৎ, রাত প্রায় ১ টায় একটা মেসেজ আসলো-"আপু একটা হেল্প লাগবে😢"
হুট করেই মোবাইলে মেসেজটা ভেসে উঠায়,একটু খটকা লাগলো,এতো রাতে কেউ কেনো লিখবে "হেল্প লাগবে"?? 🤔
দেখি এক বড় আপু মেসেজ দিয়েছেন।
আপুকে জিজ্ঞেস করলামঃ জ্বী আপু,কিভাবে হেল্প করতে পারি আমি?☺️
আপুঃ আমার একটা ছোটো বোন আছে,ও এখন পড়াশোনা করছে তার পাশাপাশি নিজেকে ভবিষ্যৎ উদ্যোগতা হিসেবে তৈরী করছে স্যারের সেশন পড়ে পড়ে।
ওর অনেক ইচ্ছে গ্রুপের বড় মিটআপ গুলোতে যাওয়ার।
কিন্তু ঢাকার বাহিরে থাকে ও,তাই চাইলেও আসতে পারে না।কিন্তু এবার মহা সম্মেলনে ওর জন্য আমি টিকিট নিয়েছি।ওকে অবশ্য বলেছি সে কথা,কিন্তু ওর জন্য অন্য একটা সারপ্রাইজ রাখতে চাই আমি।
আমিঃ বাহ,সারপ্রাইজ দেয়ার বিষয়টা কিন্তু খুব ভালো লেগেছে।তা আপু উনাকে কিভাবে সারপ্রাইজ দিবেন?
আর আমি এ ব্যাপারের কিভাবে আপনাকে হেল্প করবো?যদিও আমার কিন্তু দারুন লাগছে ব্যাপারটা। ছোটো বোনের প্রতি,বড় বোনের ভালোবাসা লুকিয়ে থাকবে এই "সারপ্রাইজে"। 💕💕💕
আপুঃ এবারের মহা সম্মেলনের থিম কালার তো গোল্ডেন, সেটা তো জানেন তাই না আপু?
আমিঃ জ্বী আপু।
আপুঃ আমি ভেবেছি এবার আমরা দু বোন একই রকম গোল্ডেন কালারের শাড়ি পরবো সম্মেলনে। তাই আপনার পোস্টে গোল্ডেন কালারের শাড়ি গুলো দেখে একটা পছন্দ করেছি।
ঐটা ২ টা নিবো আপু। তবে সেটা বোনকে না জানিয়েই।আমি সম্মেলনের ঠিক ২ দিন আগে ওকে শাড়িটা দিবো ভেবেছি।☺️☺️
আপুর কথাটা মন ছুঁয়ে গেলো আমার-
"দু-বোন এক সাথে,একই রকম শাড়ি পরে মহা সম্মেলনে প্রবেশ করছে" দৃশ্যটা ভাবতেই মনটা ভালো হয়ে গেলো।
আপুকে বললাম,আমিও কিন্তু আপু আসছি মহা সম্মেলনে গোল্ডেন কালারে সেজে🙈🙈।
আপনাদের দু বোনের সাথে দেখা অবশ্যই অবশ্যই করবো।
ইনশাআল্লাহ ভুলে যাবো না।এরপর আমরা ৩ বোনে একসাথে ছবি তুলবো🙈🙈🙈
৩ জন স্বর্ণ কন্যার সেজে🙈🙈🙈
আপু হাসছিলো আমার কথা শুনে,তবে কথাও দিয়েছেন আমার সাথে অবশ্যই দেখা করবেন।
আপুর অর্ডার গুলো কনফার্ম করলাম।
এই যে আপুর আমার প্রতি বিশ্বাস বা আমার আপুর প্রতি আস্থা- এই সবই সম্ভব হয়েছে প্রিয় ফাউন্ডেশনের থেকে পাওয়া "নৈতিক " শিক্ষা থেকে।
তাই তো আমরা বলি," আমরা এখানে প্রডাক্ট কিনি না,কিনি বিশ্বাস।বিক্রি করি ভালোবাসা।"
এই যে আমরা আমাদের এই পরিবারে নির্বিঘ্নে কেনাকাটা করছি,কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ না রেখে,ভালোবেসে-বিশ্বাস করে,
এই সবই সম্ভব হয়েছে প্রিয় স্যারের জন্য।
স্যার আমাদের জন্য নিরাপদ কেনাকাটার ব্যবস্থা করে দিয়েছেন।আর তার সাথে তিনি সাপ্তাহিক হাটবারও রেখেছেন,যেখানে প্রতি সপ্তাহে কয়েক লক্ষ টাকার বিশ্বাস আদানপ্রদান হয়।
যেখানে আমরা নিরাপদ, আমাদের মূলধন নিরাপদ,আমাদের উদ্যোগ নিরাপদ,
যেখানে আমরা নিজেদের মেলে ধরতে পারছি,নিজের পরিচিতি ঘটাতে পারছি।
প্রতি হাটবারে উৎসবের মতো পরিবেশ বিরাজ করে আমাদের প্রিয় প্ল্যাটফর্মে।
ভালো থাক ভালোবাসার এই ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের সকল নিবেদিত প্রান ভাই ও বোনেরা।
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৭৫৭
তারিখ- ০১/০৩/২০২২
🍀 Wahida Khanom
⚜️ফাউন্ডেশনের একজন আজীবন গর্বিত সদস্য।
⚜️সদস্যঃ Promotion Team NBMEGF
⚜️ভলেন্টিয়ার এগ্রো ফোরাম।
জেলাঃ জয়পুরহাট।
ব্যাচ নংঃ ১৫
রেজিষ্ট্রেশন নংঃ ৭০৫৭৭
রক্তের গ্রুপঃ বি পজিটিভ
পেজঃ Budget Bazz (বাজেট বাজ)
পেজ লিংকঃ
https://www.facebook.com/BudgetBazz