বগুড়া জেলা প্রতিবেদন
🔴বগুড়া জেলার প্রতিবেদন🔴
বগুড়া জেলার সংক্ষিপ্ত পরিচিতি
(বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা)
বগুড়া জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এছাড়াও বগুড়া শিক্ষানগরী নামে পরিচিত৷
বগুড়ার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট, উত্তর পশ্চিমে জয়পুরহাটের অংশবিশেষ,পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে নওগাঁ, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জের অংশবিশেষ এবং দক্ষিণ পূর্বে সিরাজগঞ্জের অবশিষ্ট অংশ বিদ্যমান। বগুড়ার পূর্বে জামালপুর থাকলেও এর স্থলভাগ সংযুক্তভাবে অবস্থিত নয়।
বগুড়া জেলা ১৮২১ সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। জেলায় উপজেলার সংখ্যা মোট ১২ টি। পৌর সভার সংখ্যা ১২ টি, ইউনিয়ন রয়েছে মোট ১০৮[৩] টি। এছাড়া জেলায় ২,৬৯৫ টি গ্রাম, ১,৭৫৯ টি মৌজা রয়েছে। বগুড়া জেলার উপজেলা গুলি হল -
০১.শাজাহানপুর উপজেলা
০২.আদমদিঘী উপজেলা
০৩.বগুড়া সদর উপজেলা
০৪.ধুনট উপজেলা
০৫.দুপচাঁচিয়া উপজেলা
০৬.গাবতলী উপজেলা
০৭.কাহালু উপজেলা
০৮.নন্দীগ্রাম উপজেলা
০৯.সারিয়াকান্দি উপজেলা
১০.শেরপুর উপজেলা
১১.শিবগঞ্জ উপজেলা,
১২.সোনাতলা উপজেলা
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান : মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর, শাহ সুলতান বলখী (র.) এর মাজার প্রভৃতি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:
✅মেজর জিয়াউর রহমান (১৯৩৬-১৯৮১) প্রাক্তন প্রেসিডেন্ট
✅প্রফুল্ল চাকী (১৮৮৮-১৯০৮), ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা
✅মোহাম্মদ আলী (মৃত্যু ১৯৬৯), পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
✅খাদেমুল বাশার (১৯৩৫-১৯৭৬), বীর উত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনী প্রধান
✅আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭), সাহিত্যিক ও গল্পকার
মহাদেব সাহা, সাহিত্যিক
✅রোমেনা আফাজ, সাহিত্যিক
✅মনোজ দাশগুপ্ত - কবি ও লেখক প্রমুখ
🔴নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন বগুড়া জেলা🔴
২০১৮ সালে একটি চ্যাটিং গ্রুপ ক্রিয়েট করার মধ্য দিয়ে গুটিকয়েক সদস্যকে নিয়ে বগুড়া জেলায় "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
🔴বর্তমান মেম্বার সংখ্যা - ৩৫০ এর অধিক
🔴এক্টিভ মেম্বার- ১০০ জন (প্রায়)
🔴উদ্যোক্তার সংখ্যা
🔴পুরুষ= ৩০ জন
🔴মহিলা= ২০ জন
🔴দায়িত্বশীল
🔘কোর ভলেন্টিয়ারের ও মডারেটর =০১ জন
🔘 জেলা এম্বাসেডর=০৫ জন
🔘এক্টিভ এম্বাসেডর =০৩ জন
🔘 উপজেলা এম্বাসেডর= ১২ জন
🔴মিট আপ
✅ মিট আপ ( ফিজিক্যাল) = ৫০ এর অধিক
✅ অনলাইন মিট আপ= ৩০ এর অধিক
🔴 বগুড়া জেলার সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ মূলত ইকবাল বাহার জাহিদ স্যার এর মাধ্যমে শূরু হয়
বগুড়া জেলা এর শিবগঞ্জ উপজেলার একজন অসহায় ছেলে কে তার নানার ভিটায় থাকার জন্য একটি ঘর তৈরি করে দেন ইকবাল বাহার জাহিদ স্যার
❄️ ২০১৯-২০-২১ সালে ৩৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন তা প্রতিটি উপজেলায় সমভাবে বন্টন করা হয়।
🔘২০২১ সালে বন্যার মধ্যে ১০০ টি পরিবারের মাঝে ত্রান সহায়তা দেওয়া হয়।
🔘১০০০ তম দিন উদযাপন উপলক্ষে দুটি এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
🔘 করোনা কালীন লকডাউন এর সময়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বগুড়া জেলার কিছু সদস্য দের নিকট আত্মীয় বা পরিচিত জনদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।
🔘 ১০০০ তম দিনে বগুড়া জেলার একজন প্রবাসী অন্য একজন সদস্য কে তাঁর ব্যবসার উন্নতির জন্য এক কালীন ২০ হাজার টাকা সহায়তা দেয়।
🔘 একজন অসহায় বৃদ্ব মহিলা কে একটি গরু ক্রয় করে দেওয়া হয়।
🔘 বগুড়া জেলার একজন সদস্যের বাবার চিকিৎসার জন্য এক কালিন অর্থ সহায়তা দেওয়া হয়। এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।।
🔘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর ঢাকায় অনুষ্ঠিত প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়া থেকে অংশগ্রহণ।
🔘 বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সরকারের বিধিনিষেধের কারণে ঢাকায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না হওয়ায় বগুড়া জেলার পক্ষ থেকে ঐতিহাসিক মহাস্থানগড়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
🔴বিভিন্ন ফিজিক্যাল মিট আপ এ আমন্ত্রিত অতিথি বৃন্দ
🔘১০০০ তম দিন উদযাপন
✅স্থান পর্যটন মোটেল,
বনানী, বগুড়া।
🔘প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক বগুড়া,
জেলা প্রশাসক মহোদয় অসুস্থ থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক
জনাব আব্দুল মতিন সাহেব।
🔘১০০ তম সেশন চর্চা উদযাপন
✅স্থান রোচাস রেস্টুরেন্ট,
মফিজ পাগলার মোড়, বগুড়া
🔘প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপাধ্যক্ষ মোহদয়, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া।
🔘বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সরকারি আজিজুল হক কলেজের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও যুব উন্নয়ন অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
🔘৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
স্থান কবি নজরুল ইসলাম সরক বগুড়া
🔘প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, সরকারি আজিজুল হক কলেজ।
🔘 ২০০ তম সেশন চর্চা উদযাপন উপলক্ষে মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের বগুড়া জেলার অনলাইন মিট আপে প্রধান অতিথির আসন অলংকৃত করন।