তেজগাঁও জোনের প্রতিবেদন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
তেঁজগাও জোন, হল এমন এক এরিয়া ,
যেটি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রান কেন্দ্র।
যেখান থেকে পরিচালনা করার জন্য রয়েছে
জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়।
এছাড়া আরও অনেক মন্ত্রণালয় রয়েছে এখানে।
তেঁজগাও জোনে রয়েছে দেশী বিদেশী অনেক অফিস ও কার্যলয়।
শিক্ষার জন্য রয়েছে একাধিক সরকারি ও বেসারকারি স্কুল ,কলেজ 'ও বিশ্ববিদ্যালয়।
ইবাদত ও উপাসনার জন্য রয়েছে ,মসজিদ' মন্দির ও গির্জা।
স্বাস্থ্যসেবার সুবিধার্থে রয়েছে একাধিক উন্নত মানের সরকারি ও বেসরকারি হাসপাতাল।
বাংলাদেশের সাথে জড়িত ইতিহাস রক্ষার জন্য রয়েছে বিভিন্ন জাদুঘর,
এবং বিনোদনের জন্য রয়েছে অনেক পার্ক,ও উন্মুক্ত জায়গা ।
কর্মসংস্থান ও ব্যবসায়ের জন্য রয়েছে শিল্প -কারখানা ও পাইকারী বাজার ও অনেক ছোট বড় ব্যবসায়ের জায়গা।
আমাদের জোনে রয়েছে আন্তর্জাতিক মানের শপিংমল, হোটেল রেষ্টুরেন্ট।
সর্বপরি তেঁজগাও জোন হল একটি উর্বর জায়গা,
যেখানে আমরা কাজ করলে ভাল একটি অবস্থান তৈরি করতে পারবো।( ইনশাআল্লাহ)
আমি এখন তুলে ধরবো "নিজের বলার মত গল্প ফাউন্ডেশন" এর তেজগাঁও জোন এর কার্যক্রম ও সফলতা ....
তেজগাঁও জোন তৈরীর সৃষ্টিলগ্ন,
পহেলা ফেব্রুয়ারী 2019
প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশনায় , এবং কোর ভলেন্টিয়ার সাইফুল ইসলাম ভাইয়ের তত্বাবধানে এই জোনটি প্রতিষ্ঠিত হয়।
আমাদের তেজঁগাও জোনে আজীবন সদস্য সংখ্যা রয়েছে ১৩৫ জন।
এরমধ্যে কমিউনিটি ভলান্টিয়ার হয়েছেন, (..........)জন
উদ্যোক্তা আছেন, (............) জন এবং
ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছেন, (০৬) জন
তেজগাঁও জোনটি ৪ টি থানায় গঠিত হয়েছে।
১)তেজগাঁও থানা
২)তেজগাঁও শিল্পঅঞ্চল থানা
৩)হাতিরঝিল থানা ,এবং
৪)শেরে-বাংলা নগর থানা
তেজগাঁও জোনের, জোন এম্বাসেডর হিসেবে প্রথম দায়িত্বপ্রাপ্ত হন ,
১/সেলিমরেজা। এবং
২/মোঃ আরমান
এরপর পর্যায়ক্রমে জোনের এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন ,
মাহবুব আলম ও মাইনুদ্দিন ভাই।
বর্তমান আমাদের জোনের দুজন ভাই জেলা এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন,
১) মাহবুব আলম এবং
২) মোঃ আরমান
#এছাড়াও আমাদের বর্তমান জোন ও থানা এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন ১০ জন।
#এদের মধ্যে তেজগাঁও জোন এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন
১)ফারহান ফাহাদ ,এবং
২)হামিদা লিমা
#তেজগাঁও থানা এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন
১)তারেক আকন্দ
২)ফারহা আরা
#তেজগাঁও শিল্পঅঞ্চল থানা এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন ,
১)আবুল খায়ের
২)মাসুদ রানা
#হাতিরঝিল থানা এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন
১)মোঃরিপন আলী
২)শিউলি রহমান
#শেরে-বাংলা নগর থানা এম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন
১)নাঈম সরদার
২)তাহমিনা মিশু
#এ ছাড়া তেজগাঁও জোন ৬ জন ভাই বোন কমিউনিটি ভলেন্টিয়ার হিসাবে আছে।
#তেজগাঁও জোনের সামাজিক কাজঃ
২০১৯ সালের মাঝামাঝি সময় কোভিড পরিস্থিতিতে যখন কিছু পরিবার চাকরীচ্যুত হন,
ঠিক তখনেই কিছু সংখ্যক পরিবারের মাঝে কয়েকদিনের বাজার সামগ্রীর সামান্য ব্যবস্থার মাধ্যমে তেজগাঁও জোনের সামাজিক কাজ শুরু হয়।
২৪ শে অক্টোবর ২০২০ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ এক হাজার, তম দিন উদযাপন উপলক্ষে ,
তেজগাঁও জোনে প্রথম প্রিয় স্যারকে আমন্ত্রনের মাধ্যমে
তেজগাঁও'শ্রম কল্যাণ কেন্দ্র' হল এ একটি অফলাইন মেঘা মিট আপ এর আয়োজনের মাধ্যমে
১৫ জন হাফেজে কুরআনের মাঝে,
পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়
ও ৫০ জন এতিমদের মাঝে ১ বেলার খাবারের ব্যবস্থা করা হয়।
পহেলা জানুয়ারি ২০২০ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও স্টুডেন্টদের ক্যাম্পাস ভিত্তিক উদ্যোক্তা ক্লাব তৈরির প্রজেক্টে ৩০ টি বইয়ের ,
সমপরিমাণ মূল্য বর্তমান জেলা এম্বাসেডরদের কাছে হস্তান্তর করা হয়েছে।