খাগড়াছড়ি জেলা টিম কর্তৃক আয়োজিত “অফলাইন মিটআপ ও ঈদ পুনর্মিলনী"।
🎆🌃ঈদ মোবারক 🌃ঈদ মোবারক🌃🎆
সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় অনেক অনেক ভালো আছিআলহামদুলিল্লাহ।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর খাগড়াছড়ি জেলা টিম কর্তৃক আয়োজিত “অফলাইন মিটআপ ও ঈদ পুনর্মিলনী" প্রোগ্রাম গতকাল অত্যন্ত চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
Arpan Chakma দাদা ও আমি RaFiquL IsLaM এর চমৎকার উপস্থাপনার মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শপথ নামা এবং প্রিয় ফাউন্ডেশনের প্রতিবেদন পাঠের মধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন Arpan Chakma দাদা, উপজেলা প্রতিনিধি, পানছড়ি উপজেলা, প্রিয় ফাউন্ডেশনের প্রতিবেদন পাঠ করি আমি RaFiquL IsLaM। এরপর সকলের পরিচয় এবং প্রিয় ফাউন্ডেশন সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশের মাধ্যমে আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখেন Kawosar Alam ভাইয়া, জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি জেলা।
গত ৩০শে এপ্রিল ২০২২ ইং তারিখে সড়ক দুর্ঘটনায় নিহত নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ঢাকা জেলা প্রতিনিধি Md Nurul Amin Khan ভাইয়ের আত্মার শান্তির মাগফিরাত কামনায় সকলেই ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আজকের মিটআপ ও ঈদ পুনর্মিলনীকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা করেছেনঃ
১। কাউসার আলম, জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।
২। অর্পণ চাকমা, উপজেলা প্রতিনিধি (পানছড়ি)
৩। মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি (রামগড়)
৪। অঞ্জনা চাকমা, উপজেলা প্রতিনিধি (খাগড়াছড়ি সদর)
৫। মোঃ ওমর ফারুক (কমিউনিটি ভলেন্টিয়ার)
৬। মোঃ শাখাওয়াত হোসেন নয়ন (আজীবন সদস্য)
৭। মোঃ ইব্রাহিম খলিল (আজীবন সদস্য)
৮। দর্শন চাকমা (আজীবন সদস্য)
৯। মোঃ জিহাদুল আলম (আজীবন সদস্য)
১০। মোঃ সারোয়ার বিন (আজীবন সদস্য)
১১। এম এস আই সাইফুল্লাহ (আজীবন সদস্য)
১২। জয়ন্ত চাকমা (আজীবন সদস্য)
১৩। কেয়ামনি চাকমা (আজীবন সদস্য)
১৪। বেলাল হোসেন সহ খাগড়াছড়ি জেলা টিমের সকল আজীবন সদস্যবৃন্দ।
সার্বিক তত্তাবধান এবং সহযোগিতার মাধ্যমে পাশে ছিলেন Md Kamal Hossain Titu ভাই এবং S M Sohail ভাই।
প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ছিলেনঃ
১। Oitijzo-ঐতিহ্য (ঐতিহ্য পরিবার)
২। TWILLBD (নজিবুন নেছা জীবন আপু)
৩। PIZOR(Sawranika Dewan দিদি)
স্থানঃ FNF রেস্টুরেন্ট, মহাজন পাড়া, খাগড়াছড়ি সদর।
তারিখঃ ০৪/০৫/২০২২ ইং
উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকল ব্যস্ততা এবং প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আপনাদের সদয় উপস্থিতির মাধ্যমে আজকে আমাদের খাগড়াছড়ি জেলা টিমের "অফলাইন মিটআপ ও ঈদ পুনর্মিলনী" প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করেছেন। অনেকেই বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েও আমাদের সাথে উপস্থিত থেকেছেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
আর যারা বিভিন্ন সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উপস্থিত থাকতে পারেন নাই আপনাদের জন্যও অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
কৃতজ্ঞতায় ও শুভকামনায়ঃ
__________________________________________________________________
RaFiquL IsLaM
ব্যাচ ৩য় l রেজিঃ ২০৭৯৩
উপজেলা এম্বাসেডর (রামগড়)। খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বর্তমান অবস্থানঃ বনানী-ঢাকা।
মোবাইলঃ 01729 458236
ব্লাড গ্রুপঃ A+
কো-ফাউন্ডারঃ টিম-𝐎𝐢𝐭𝐢𝐣𝐳𝐨-ঐতিহ্য
পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/OitijzoOfficial