শরীয়তপুর জেলায় অফলাইন মিটাপের খন্ড চিত্র
❤আসসালামু আলাইকুম।❤
আলহামদুলিল্লাহ্! চমৎকার ভাবে সম্পূর্ণ হলো আমাদের পজিটিভ শরীয়তপুর জেলার সেপ্টেম্বর মাসের মাসিক অফলাইন মিট-আপটি।
অজস্র কৃতজ্ঞতা আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।যিনি স্বপ্ন গড়ার লক্ষ্যে তৈরি করে দিয়েছেন এই বিশাল প্লাটফর্ম।আরো ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের প্লাটফর্মের প্রিয় ভাই বোনদের প্রতি। সবার সাথে ভালোবাসাটা আরো গভীর হয়েছে বিভিন্ন মিটআপের মাধ্যমে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ -কাউসার মির্জা ভাই,সুকান্তদাদা,আরফান উদ্দিন আলামিন ভাই,মাইশা আপু,হাসান মাহমুদ উজ্জ্বল ভাইয়া,আবু আশরাফ ভাইয়া+ ভাবি,সুরাইয়া আপু,শারমিন আপু কে উপস্থিত হয়ে মিটআপ সফল করার জন্য।
❤❤❤মিট আপে গুরুত্ব ❤❤❤
#মিটআপে_কেন_আসবেন_বা_থাকবেন..??
👉মিটআপের মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায়।
👉মিটআপের মাধ্যমে নেটওয়ার্ক বৃদ্ধি পায়।
👉 মিটআপের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হওয়া যায়।
👉নিজেকে ব্রান্ডিং করা যায় ।
তাই, প্রিয় ভাইয়েরা আসুন আমরা সবাই মিটআপে অংশগ্রহণ করি, নিজেদের সফলতার পথ সুগম করি।
প্রিয় স্যারের কাছ পাওয়া উদ্যোক্তা হওয়ার মূলমন্ত্র
হলো----
স্বপ্ন দেখুন ,
সাহস করুন,
শুরু করুন,
লেগে থাকুন,
ইনশাআল্লাহ্
সফলতা আসবেই।
উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করি। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করি আমরা। টাকা নেই,আমাকে দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে—এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যাই। আসলে উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই, তবে মনকে সেভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা।
কিছু শুরু করার আগে আসলে প্রথমেই অভিজ্ঞদের কথা শুনবো। কীভাবে ঝুঁকি নিয়েছেন তারা কীভাবে মোকাবিলা করেছেন সে সব গল্পগুলো মনের মাঝে গেঁথে ফেলবো।
উদ্যোক্তা হওয়ার জন্য নানা ধরনের কর্মশালায় যোগ দেওয়া উচিত। ট্রেড শো, সম্মেলন, ওয়েবিনারয়ের মতো ইভেন্টগুলোতে আমাদের উদ্যোক্তা মনকে স্থির করে। এই জাতীয় ইভেন্টগুলো নেটওয়ার্কিংয়ের জন্য দুর্দান্ত সুযোগ, এবং শিল্প জুড়ে সংযোগ থাকায় সাফল্যের জন্য আপনাকে প্রস্তুত করবে।
একজন উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সমস্যা সমাধান করার ক্ষমতা। আমাদের দ্রুত চিন্তা করতে হবে, বিভিন্ন কোণ থেকে পরিস্থিতি বিবেচনা করতে হবে এবং সৃজনশীল সমাধান করতে হবে যা এর আগে অন্য কেউ করেনি। এই ধরনের দক্ষতা বিকাশের জন্য, চ্যালেঞ্জিং পরিস্থিতির সন্ধান করতে হবে আমাদের ।
আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনার জন্য মস্তিষ্ককে খাটাতে হবে। আমাদের প্রতিক্রিয়া এবং সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে, অন্যের চিন্তাভাবনা এবং ধারণাটি আন্তরিকভাবে শুনতে হবে। কোন ফলাফল বা সমাধানে ফোকাস করে পথ আমাদেরই বেছে নিতে হবে।
আমাদের নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাইলে জীবন যাপনের ক্ষেত্রে সুশৃঙ্খল হওয়া খুবই জরুরি। তাহলেই আপনার কাজে সুশৃঙ্খলা থাকবে। পেশাগত এবং ব্যক্তিগত উভয় জায়গায় সময় নষ্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
উদ্যোক্তা হলে ভালো হতো, একবার এমন ভেবেই বসে থাকলাম—তাহলে পথ কখনই সহজ হবে না। প্রতিদিন নিজের লক্ষ্যটি নিয়ে ভাবতে হবে। নিজেই নিজেকে প্রেরণা দিতে হবে।
সফল উদ্যোক্তারা একটা কথা খুব বলেন তা হলো যে জিনিসটি নিয়ে ব্যবসায় নামছেন পুরোপুরি সেটি সম্পর্কে জানতে হবে। এটি কীভাবে তৈরি হয়, কী কী কাজে লাগে। অন্যকে দিয়ে তৈরি করে বা অন্যের জ্ঞান নিয়ে সফলতা আসার সম্ভাবনা খুব কম। অহংকার এড়িয়ে চলতে হবে। আমাদের নিজের ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে হাত থাকতে হবে। আমাদের কর্মীদের কাজের ধরন কী তা দেখার জন্য বিভিন্ন ভূমিকাতে তাদের পাশাপাশি কাজ করতে হবে।এতে আমাদের কাজের সম্পর্কে ধারণা থাকবে এবং একটি দল হিসাবে সহযোগিতা এবং বন্ধনের সুযোগ তৈরি করবে।
নিজে কথা বেশি বলার চেয়ে শ্রোতা হওয়া জরুরি। এই বিষয়টি জীবনের প্রতি ক্ষেত্রেই লালন করা উচিত। মনোযোগ দিয়ে সবার কথা শোনা এরপর নিজের বিচার বুদ্ধি দিয়ে তা বিবেচনা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষত যখন কঠিন বা অস্বস্তিকর কোনো আলোচনা হয়, তখন উপস্থিত থাকার বিষয়ে এবং অন্য ব্যক্তি কী বলছেন কী বলা হচ্ছে তা তাতে মনোযোগ দেওয়া ভালো।
আমার এ ফাউন্ডেশনে পথচলা সেই ১০ম ব্যাচ থেকে।উদ্যোক্তা হওয়ার শিক্ষা অর্জন করছি প্রতিনিয়ত।
⭐ইনশাআল্লাহ্ লেগে আছি, থাকবো,সফলতা আসবেই।
🌸🌸ধন্যবাদান্তে,🌸🌸
🍁মোসা:সালমা আক্তার
🍁১০ম ব্যাচ,রেজি:১৩৭৬১
🍁কমিউনিটি ভলান্টিয়ার
🍁শরীয়তপুর সদর উপজেলা এম্বাসেডর
🍁রেজিস্টেশনটীম মেম্বার
🍁বর্তমান অবস্থান :শরীয়তপুর সদর
🍁পেশা:শিক্ষিকা+উদ্যোক্তা
🍁পেজ:ইশরাত কারুকুঞ্জ
🍁https://www.facebook.com/Ishratkarukunjo