শেরপুর জেলায় অফলাইন মিটাপ
🥀আলহামদুলিল্লাহ! দীর্ঘদিনের বিরতির অবসান ঘটিয়ে অত্যন্ত ফলপ্রসূ এক মিট আপ সম্পন্ন হলো শেরপুর জেলার সকল স্বপ্ন বাজ তরুন তরুণীদের অংশগ্রহণের মধ্য দিয়ে। 🥀
🥀নকলা উপজেলা এম্বাসেডর মোঃ তৌহিদ হাসান খানের সঞ্চালনায় সকাল ১০.০০ টায় মিট আপ শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও স্যারের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুপার এক্টিভ সদস্য কৌশিক আহমেদ কাওসার, অতঃপর স্যারের প্রিয় শপথ বাক্য পাঠ করে শুনান সবার প্রিয় আপু একমাত্র নারী জেলা এম্বাসেডর রুনা হাসান রিমি। 🥀
🥀প্লাটফর্মের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা এম্বাসেডর গোলাম মোস্তফা ভাই। অতঃপর একে একে সবাই নিজেদের পরিচয় ও নিজেদের উদ্যোগ এবং "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" কিভাবে সকলকে সহযোগিতা ও সাহস সঞ্চার করছে তা উল্লেখ করেন। 🥀
🥀প্রিয় জেলা এম্বাসেডর খাইরুল আহসান নিউটন ভাই ও জেলা এম্বাসেডর সোহানুর রহমান ভাই, একমাত্র নারী জেলা এম্বাসেডর রুনা হাসান রিমি আপু ও নীলফামারীর মেয়ে লুনা আপুর সফল উদ্যোক্তা হওয়ার গল্প সকলকেই অনুপ্রানিত করেছে কিছুটা সময়ের জন্যে হলেও। সবশেষ প্রিয় মডারেটর জনাব আহম্মেদ ফারুক ভাই এর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। 🥀
🥀অতঃপর যোহরের নামাজ ও সকলে মিলে লাঞ্চ শেষে প্রিয় জেলা এম্বাসেডর খাইরুল আহসান নিউটন ভাই এর তুলির ছোঁয়া ও ডিজি সাইন আইটি নামক প্রতিষ্ঠান দুটি পরিদর্শন শেষে জামালপুরের বিখ্যাত নকশিপল্লীর কয়েকটি দোকান পরিদর্শন ও স্যাম্পল স্বরুপ কিছু পণ্য কেনাকাটা করেন অনেকেই। 🥀
🥀অবশেষে আসরের নামাজ আদায় ও হালকা চা পান শেষে সন্ধ্যার আগেই শেরপুর ফিরে আসি। আজকের মিট আপের শেরপুর জেলার সর্ব কনিষ্ঠ হবু নারী উদ্যোক্তা নুরী আক্তার নীরার উদ্যোম ও সাহস সবাইকে ব্যাপক আকারে অনুপ্রেরণা দিয়েছে। সর্বোপরি সকলের প্রচেষ্টায় এমন সুন্দর মিট আপ উপহার দেওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।