লালবাগ জোনের অফলাইন মিটাপে অন্যরকম আয়োজন
আসসালামু আলাইকুম সবাইকে
আলহামদুলিল্লাহ _আলহামদুলিল্লাহ
লালবাগ জোন মানে ব্যাতিক্রমী কিছু আয়োজন
আর এই বারের অফলাইনে ব্যাতিক্রমী আয়োজন হলো
প্রশ্নপত্রের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা।
২২/ ৭/ ২০২২ রোজ শুক্রবার লালবাগ জোন চমৎকার ভাবে ঈদ পুনর্মিলনী ও নতুন দায়িত্বশীলদের সংবর্ধনা অনুষ্ঠান এবং ৩ লক্ষ ৫০ হাজার আজীবন সদস্য সেলিব্রেশন করে। তার মধ্যে ব্যাতিক্রম আয়োজন ছিলো কুইজ প্রতিযোগিতা।
কুইজ প্রতিযোগিতায় ৩৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করে তাদের মধ্যে সর্বোচ্চ উত্তর দাতা থেকে ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের কে বিশেষ পুরুষ্কার দেওয়া হয়।
কুইজের প্রশ্ন ও উত্তর গুলো নিচে দেওয়া হলোঃ
১) নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কোন সালে ও কত তারিখ থেকে পথ চলা শুরু হয় এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে?
🍁উত্তরঃ ২০১৮ সালের ১ জানুয়ারী
প্রতিষ্ঠাতাঃ Iqbal Bahar Zahid স্যার।
২)নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে কতোটি স্কিল শিখানো হয়?
🍁উত্তরঃ ১৬ টি।
৩) SOD মিনিং কি?
🍁উত্তর রঃ স্ট্যাটাস অব দ্যা ডে।
৪) লালবাগ জোনে কতোটি থানা রয়েছে?
🍁উত্তরঃ ৬ টি।
৫) লালবাগ জোনে আজকে কতো তম সেশন চলছে?
🍁উত্তরঃ ৩২৯ তম।
৬)লালবাগ জোনে সর্বপ্রথম কতো জন জোন এম্বাসেডর দেওয়া হয় এবং তাদের নাম কি?
🍁উওরঃ৩ জন
(১) মোঃরনি
(২) শাহারুজ জামান
(৩) আব্দুল ফাহাদ জাকির
৭)লালবাগ জোনে বর্তমানে কমিউনিটি ভলেন্টিয়াররা কতো জন?
🍁উওরঃ১২ জন।
৮)লালবাগ জোনে বর্তমানে ক্যাম্পাস এম্বাসেডর, কমিউনিটি ভলেন্টিয়ার,থানা এম্বাসেডর,জোন এম্বাসেডর, ডিস্ট্রিক্ট এম্বাসেডর সহ কতো জন মোট দায়িত্বশীল আছেন?
🍁উওরঃ৪১ জন
৯) ঢাকা জেলা মোট কতোটি জোন রয়েছে?
🍁উওরঃ১১ টা
১০)লালবাগ জোনের ২০২২ উদ্যোক্তা মেগা সম্মেলন কতো গুলো নতুনত্ব কাজ হয়েছে এবং কি কি?
🍁উওরঃ ১০ টা
১) ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে সদস্যদের পরিবর্তন গুলো লিফলেট লিখে স্যার কে অভ্যর্থনা।
২)তাঁতের গামছা দিয়ে উত্তরীয় প্রধান স্যার কে।৩)লালবাগ কেল্লার গেটের আদলে ক্রেস্ট প্রধান স্যার কে।
৪)প্রোগ্রাম উপস্থিত সকল কে বেইজ প্রদান।
৫)প্রোগ্রাম উপস্থিত সকলকে লেমন জুস দিয়ে আপ্যায়ন।
৬)ভিডিও প্রতিবেদন।( প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন)
৭)স্পন্সার প্রমোটিং ভিডিও।(প্রজেক্টেরের মাধ্যমে প্রদর্শন)
৮)গল্প টা ভালোবাসার নামে ব্যতিক্রমী ভিডিও তৈরী।( প্রজেক্টেরের মাধ্যমে প্রদর্শন)
৯)এক লক্ষ রেজিষ্ট্রেশন মেম্বার সেলিব্রেশন কেক কেটে।
১০) প্রতিটি স্পন্সর ও সম্মাননা ক্রেস্টে নতুনত্ব