চট্টগ্রাম জেলা ঈদ পূর্ণমিলনী প্রোগ্রাম-২০২২ সম্পন্ন
সুপার এষ্টিভ সুপার জেলা সেরা হবে চট্টগ্রাম জেলা
আসসালামু আলাইকুম
আজ ১৫ মে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র চট্টগ্রাম জেলার উদদ্যোগে ঈদ পূনমিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
প্রোগ্রামের শুরুতে ফটিকছড়ি উপজেলা এম্বয়াসেডর Muhammad Jobaer Islam এর সুমধুর কন্ঠে কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।
প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোর ভোলান্টিয়ার Zahid Islam প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর ভোলান্টিয়ার Md Mohi Uddin ভাই।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট এম্ব্যাসেডর A.M Reaz Kamal Heron,
অনুষ্ঠানে আরো যারা বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট এম্বাসাডর মোঃ মুরশিদ মির, B H Sonia জোন এম্বাসাডর Shirin Sultana, Bithi Hossain, Riaz, জুবায়ের ভাই, আমান উল্লাহ, মাহফুজ সুজন, সহ জোন এবং উপজেলার বিভিন্ন দায়িত্বশীলগন।
আজকের প্রোগ্রামের সঞ্চলনায় ছিলেন Reaz Kamal Heron ও সিরিন সোলতানা আপু।
আজকের প্রোগ্রামে সবচেয়ে বড় একটা সারপ্রাইজ ছিল চট্টগ্রাম জেলার প্রবাসী ভাইদের পক্ষ থেকে চমৎকার কিছু ঈদ উপহার। আমাদের জন্য ঈদ উপহার দেয়ার জন্যে প্রবাসী ভাইদের প্রতি প্রতি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।
আজকের প্রোগ্রাম সফল করতে যেসকল দায়িত্বশীলগন সহযোগিতা করেছেন সকলের প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা না পেলে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা হয়ত সম্ভব হতোনা। আমরা আশাবাদী এইভাবেই মিলেমিশে কাজ করে প্রিয় চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।