চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা অফলাইন মিটআপ |
আসসালামু আলাইকুম
আজ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা থেকে আমার প্রথম অফলাইন মিটআপ আয়োজন করি।
আমি দায়িত্ব পাওয়ার পর থেকে খুব ইচ্ছে ছিলো একটা মিটআপ করবো কিন্তু পরিস্থিতি সময় সুযোগ অনুকূলে ছিলোনা।
আলহামদুলিল্লাহ শুকতারা রেষ্টুরেন্ট খুব মনোরোম পরিবেশে আমরা মিটআপ করি সদস্যদের কথা শুনি।
খোলামেলা একটা রেষ্টুরেন্ট সামনে প্রজেক্ট তার পাশে বাশের তৈরি রেষ্টুরেন্ট। পড়ন্ত বিকেলের চমৎকার আবহ।।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
কমিউনিটি ভলান্টিয়ার MD Motaher Hossain Afcer
পবিত্র কুরআন তিলওয়াত দিয়ে মিটআপ শুরু হয়
শপথ পাঠ তারপর আমরা আমাদের আয়োজন শুরু করি।।
একে একে সদস্যরা তাদের উদ্যাগের কথা বলেন তাদের স্বপ্নের কথা বলেন।
এর মাঝে সবাই আসরের নামাজ পড়েন। তারপর আমরা সবাই মিলে নাস্তা করি এবং সবাই আড্ডায় মেতে উঠি।
সংক্ষিপ্ত আকারে চলে আমাদের পন্য প্রদর্শনী। মজার বিষয় হলো আমাদের বায়োজিদ জোন এম্বাসাডর
Kazi Md. Amzad Hosain ভাইর সব গুলো পন্য সেল হয়ে যায়।
Md Rashed ভাইয়ার চিপস নিয়ে এক কাড়াকাড়ি অবস্থা ভাইয়া সবাইকে গিফট দেয় সেই সাথে আমি কিনে নেই ১ কিলো চিপস।
প্রোগ্রামের শেষ মুহূর্তে আসেন আমাদের কর্নফুলি জোন এম্বাসাডর Mohammad Ibrahim ভাইয়া।
আমি প্রতিটি সদস্যদের কাছে কৃতজ্ঞ যারা ভালোবেসে আমার ডাকে সাড়া দিয়েছেন।।
আপনাদের এই ভালোবাসায় আমি শিক্ত হতে চাই বার বার।।
সার্বিক সহযোগিতায় ছিলেন আমার ভাই সহযোগি
সহ সকল সদস্যদের
যারা আমার পাশে থেকে আমাকে মিটআপ টি সফল করার জন্য সহযোগিতা করেছেন।।
আমাদের ফাউন্ডেশনের কয়েকজন ভাইয়াদের সহযোগিতায় তৈরি ইমাম ট্রেড। আমাদের কোর ভলান্টিয়ার Mohammed Iftekher Alam ভাইয়া আমার অনুরোধে ডিটারজেন্ট পাউডার স্পন্সর করেন।।
আমরা উপস্থিত সকল সদস্যদের ডিটারজেন্ট পাউডার উপহার হিসেবে দেই ভাইয়ার পক্ষ থেকে।
আমাদের বায়োজিদ জোন এম্বাসাডর ভাইয়ার থেকে মশলা নিয়ে স্পন্সরশিপ @Sanzida আপুকে দেই।
এছাড়া যারা স্পন্সরশিপ নিয়েছেন তাদের গিফট ও আগামিকাল ইনশাআল্লাহ পৌছে দিবো।।
আমি অফলাইন মিটআপ গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটা আনন্দ ময় মিলনমেলায় পরিনত করতে।