চাঁদপুর জেলার, শাহারাস্থি উপজেলার ডায়নামিক লিডার দের উদ্দোগে একটি অসাধারণ মিটআপ।
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ
এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরী পার।
আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে হয়ে গেলো নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের চাঁদপুর জেলার, শাহারাস্থি উপজেলার ডায়নামিক লিডার দের উদ্দোগে
একটি অসাধারণ মিটআপ। নিজ জেলাকে সংগঠিত করা, উদ্দোক্তা ক্লাব গঠন করা, নারী উদ্দোক্তার সংখ্যা বৃদ্ধি ঘটানো সহকারে পুরোনো হারিয়ে যাওয়া প্রিয় ভাই বোনদের পুনরায় পিরিয়ে আনা ছিলো এই মিটআপ এর মূল উদ্দেশ্য।
আলহামদুলিল্লাহ চমৎকার কিছু পরিকল্পনা উঠে এসেছে। আর তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
ধন্যবাদ ও ভালোবাসায় আমি
মুহাম্মাদ আব্দুল মান্নান

কন্টেন্ট - মেজবাহ আহমেদ জেলা সমন্বয়ক / মডারেটর চাঁদপুর।
