কক্সবাজার জেলা ঈদ পূর্ণ মিলনী অফলাইন মিটআপ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
ছুম্মা আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম?
আশা করছি সকলেই ভালো আছেন??
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় Iqbal Bahar Zahid স্যার এর প্রতি। যিনি এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন আমাদের সবার জন্য।
খুব সুন্দর ও প্রাণবন্ত সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা ঈদ পূর্ণ মিলনী অফলাইন মিটআপ।


আজ ০৫/০৮//২২ তারিখ রোজ শুক্রবার,
বিকেল ৩ টায় কলাতলি পয়েন্টে কক্সবাজার জেলা টিম এর মিটআপ এর আয়োজন হয়।





Md Nooruddin Mia ভাই, Mohammad Sayed ভাই, ইয়াছিন ভাই।
উপস্থিত হয়ে ধন্য করেছেন,
Jabed Bdcox ভাই
Jahangir Alam ভাই
Gias Mahamud ভাই
Mamunur Rashid প্রবাস থেকে কাছে ছিলেন।
এবং আরো নতুন নতুন মূখ এবং ফাউন্ডেশন এর ভাই ও বোন উপস্থিত ছিলেন।
আরো অনেকে ফেন্ড লিস্টে নাই বিদায় ম্যানশন দিতে পারছি না।
সকলের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান ও ভালোবাসা রইল আজীবন।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের মিট-আপ সফল ও প্রাণবন্ত হয়েছে। আলহামদুলিল্লাহ







ভাল কাজের জন্য আপনার “ইচ্ছা শক্তিই” যথেষ্ট ।
সফলতার জন্য ধৈর্য্য সহকারে লেগে থাকার বিকল্প নেই।