৫ই সেপ্টেম্বর আমাদের ফুলগাজি উপজেলার প্রথম ফিজিক্যাল মিট আপ অনুষ্ঠিত হয়েছে।
পারিবোনা এ কথাটি বলিওনা আর,, একবার না পারিলে দেখ শতবার।
নিশ্চয়ই জ্ঞান ধারণের পর থেকেই কথাটি শুনে এসেছি সবাই তবে সব সময় আমরা কি তা মানি।
আজ একটা অন্যরকম কাজের প্রাপ্তির অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। মন থেকে চাইলে উপর ওয়ালা কখনোই নিরাশ করেন। তাই পারবোনা না বলে বার বার প্রচেষ্টা করলে অবশ্যই আমরা সফল হবো ইনশাআল্লাহ
সবাই নিশ্চয়ই অবগত আছেন গতকাল অথাৎ ৫ই সেপ্টেম্বর আমাদের ফুলগাজি উপজেলার প্রথম ফিজিক্যাল মিট আপ অনুষ্ঠিত হয়েছে। যেটি আমাদের সবার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের নিজ উপজেলা। স্যারের শৈশব কেটেছে এই এলাকায়। ফেনী জেলার একটি উপজেলা ফুলগাজি উপজেলা প্রত্যন্তই একটা গ্রাম ছিলো এক সময় যদিও যুগের সাথে তাল মিলিয়ে আজ গ্রাম গুলোও অত্যাধুনিক হচ্ছে।
আমরা এতদিন সবাই মিলে জেলাভিত্তিক কাজ গুলো করে গিয়েছি। বেশ কিছু দিন আগে স্যার বলেছিলেন আমরা শুধু জেলা পর্যায়ে না থেকে উপজেলা,,ইউনিয়ন পর্যায়ে যেনো আমাদের এই প্লাটফর্মের শিক্ষা গুলো ছড়িয়ে দিই স্যারের সেই দিক নির্দেশনাকে সামনে রেখে বর্তমানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উপজেলা পর্যায়ের মানুষদের কাছে ভালোবাসার প্লাটফর্ম এর ভালো মানুষের কার্যক্রম গুলো পৌঁছে দিতে। সেই পেক্ষিতেই কাল আমাদের ফুলগাজি উপজেলার প্রথম মিট আপ ছিলো। অনলাইনের পাশাপাশি একটি ফিজিক্যাল মিট আপে বাড়ে আন্তরিকতা,, বাড়ে নেটওয়ার্ক বাড়ে সম্পর্ক বৃদ্ধি। যে কোন ভালো কাজে আপনি সাড়া পাবেন দৃষ্টান্তস্বরূপ উদাহরণ দিতে পারি আমরা কালকের মিট আপ টা কে।
স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন, সফলতা আসবেই।
এই অমূল্য বাণীকে বুকে ধারণ করে প্রথম ফুলগাজি মেসেঞ্জারে বলেছিলাম যে একটা ফিজিক্যাল মিটাপ করি আমরা সবাই মিলে,,,, আশানুরূপ কোন সাড়া না পেয়ে ভেবেছি কিছুই হবেনা। পরে যখন ২/৩ জনের সাড়া পাই তখন ভাবলাম যে যদি ৫ জন হয় ৫ জন নিয়েই মিট আপ হবে। শুরু তো একবার করি। সাড়া না পেয়ে মন খারাপ কেন করবো। ১০ জন আন এক্টিভ পারসন থেকে ১ জন এক্টিভ পারসন ভালো বলে আমি মনে করি। সেই কথা স্মরণ রেখে জেলা প্রতিনিধি ও দ্বায়িত্বশীল দের অনুমতি ক্রমেই মিট আপের আয়োজন শুরু করি। আপনারা হয়তো একটু অবাক হবেন একদম একটা আনএক্টিভ উপজেলা থেকে মাত্র ২ দিনের মাথায় আমাদের আয়োজনে ১৫+ মেম্বার হয়েছে শেষ পর্যন্ত। হয়তো সংখ্যায় বেশী নয় তাই বলে যে এক সময় বেশী হবে না তাও কিন্তু নয়। আমাদের এই প্লাটফর্মই তো শুরু মাত্র ১৬৪ জন কে দিয়ে সেই জায়গায় সময়ের ব্যাবধানে আজ ৩ লক্ষেরও অধিক শিক্ষার্থী নিয়ে আমাদের এই প্লাটফর্ম।
আলহামদুলিল্লাহ সকলের উপস্থিতে আমার পরিচালনা ও সঞ্চালনায় Muhammad Manjurul Islam এর কন্ঠে সুমধুর কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। আরেকটা কথা না বললেই নয় মনজুর ভাইয়া পুরো প্রোগ্রাম সফলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিলেন ভলান্টিয়ারিং করে গেলেন। পাশাপাশি অনেক সুন্দর একটা প্লেস নির্বাচন করেছেন যা হয়তো আপনারা লাইভে দেখেছেন।
অনেক কৃতজ্ঞতা ভাইয়ার প্রতি।
এরপর শপথ পাঠ করেন কামরুল ইসলাম বাবু ভাই।
এর যথারীতি একে একে আমাদের দ্বায়িত্বশীলবৃন্দ আমাদের কে এগিয়ে যাওয়ার সাহস দেন পাশাপাশি কিছু দিকনির্দেশনা দেন।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের জেলা প্রতিনিধি Kamal Mozumder Pervez ভাইয়া,,, জেলা প্রতিনিধি ও সমন্বয়ক Mohammed Forkan ইসলাম ভাইয়া উপস্থিত ছিলেন মডারেটর Manik Laal ভাইয়া।
পাশাপাশি অনেক দূর থেকে এসে আমাদের সাথে উপস্থিত ছিলেন Nasima Bhuyian আপু।
আমাদের ফুলগাজির উপজেলার একজন সদস্য পাশাপাশি রমনা জোনের এক্টিভ একজন পারসন Anisur Patoary ভাইয়া এই অনুষ্ঠান কে সফল করার জন্য ঢাকা থেকে এসে যোগদান দিয়েছেন আমাদের সাথে। পাশাপাশি ভাইয়া স্পনসর হিসেবেও ছিলেন এই প্রোগ্রাম সফলের পিছনে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া আপনার প্রতি।
পাশাপাশি উপস্থিত ছিলেন ফুলগাজির ক্যাম্পাস এম্বাসেডর Kazi Abdul Motin ও এক্টিভ একজন কমিউনিটি ভলান্টিয়ার Asma Akter আপু। যার হাতের তৈরি মজার পিঠা খাওয়ারও সৌভাগ্য হয়েছে সবার যদিও আমি ভাগে পাইনি। ছিলেন মমতাজ আপু,, সাজেদা খানম আপু সহ আরো যারা উপস্থিত ছিলেন সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি সবসময় আপনাদের এভাবে পাশে পাবো।
এতক্ষণ যাদের কথা বললাম তাদের আপনারা হয়তো লাইভেও দেখেছেন। ক্যামেরার সামনে না থেকেও পেছন থেকে গাইডলাইন ও দিকনির্দেশনা অনবরত দিয়ে গেলেন Abu Taher ভাইয়া।
পাশাপাশি ধন্যবাদ Mohammed Iftekher Alam ভাইয়াকে।
আমাদের সিনিয়র দের থেকে শেখার অনেক কিছুই আছে। শুধু মাত্র হাইলাইট হওয়ার উদ্দ্যেশ্যে নয় বরং পর্দার অন্তরালে থেকে কিভাবে ভলান্টিয়ারিং করা যায় তা আমাদের দ্বায়িত্বশীল দের দেখলেই বুজা যায়।
সর্বশেষ ধন্যবাদ Amina Jannat Lopa আপুকে যিনি স্বল্প সময়ের ভিতরে আমাদের অর্ডারকৃত নাস্তা গুলো তৈরি করে দিয়েছেন।সবাই আপনার নাস্তার অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। এটাও আমি ভাগে পাইনি তাই স্বাধ নেয়া হলোনা ইনশাআল্লাহ আবার অর্ডার করবো।
সর্বশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে সবার উপস্থিতে সাফল্যমণ্ডিত একটা মিটআপ হয়েছে।
ইনশাআল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাবে আমাদের ঐতিহ্যবাহী ফুলগাজি উপজেলা।