রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অফলাইন মিটআপ |
আসসালামু আলাইকুম



সফল ভাবে শেষ হলো রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী জেলা টিম কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অফলাইন মিটআপ।


উক্ত মিটআপের আলোচ্যবিষয় ছিলোঃ ঈদ শুভেচ্ছা বিনিময়, পরিচয়পর্ব ও খেলাধুলায় এবং পুরস্কার বিতরণী সহ নোয়াখালী জেলাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং আগামীতে সম্মেলন করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ......
উক্ত মিটআপে জ্ঞানগভীর আলোচনা করেছেন নোয়াখালী জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর Akm Fakhrul Islam ভাইয়া এবং ফজলুর রহমান ভাইয়া।
উক্ত মিটআপে সুদূর প্রবাস থেকে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নোয়াখালীর জেলার গর্ব কোর ভলান্টিয়ার এবং মডারেটর Abdul Karim Munna ভাইয়া।
উক্ত মিটআপে অংশগ্রহন কারী নোয়াখালী জেলার সকল দায়িত্বশীল, এবং বিভিন্ন উপজেলার দায়িত্বশীল ও আজীবন সদস্য ভাই বোনদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর মাননীয় Iqbal Bahar Zahid স্যার এর প্রতি,, যার জন্য আমরা ভালো মানুষের এতো বড় একটা প্লাটফর্ম পেলাম।
প্রিয় গ্রুপে নোয়াখালী জেলার কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য,, আসুন একসাথে হাতেহাত রেখে কাজ করি আপনার আমার স্বপ্নের জেলা প্রাণের জেলা নোয়াখালী জেলাকে গড়ে তুলি,,, ভালো মানুষ হই,,এবং নিজেকে উদোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করি।