খাগড়াছড়ি, রামগঞ্জ উপজেলা টিমের মিটআপ
✴️✴️✴️POST NO: 324✴️✴️✴
✴️মিটআপ✴️মিটআপ✴️মিটআপ✴️
✴️রামগড় উপজেলা অফলাইন মিটআপ✴️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।
"নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর রামগড় উপজেলা টিম কর্তৃক আয়োজিত “অফলাইন মিটআপ" অত্যন্ত সুন্দর ও চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
আজকের অফলাইন মিটআপ সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা করেছেনঃ
১। মোঃ রফিকুল ইসলাম, রামগড় উপজেলা প্রতিনিধি
২। মোঃ ওমর ফারুক, উপজেলা প্রতিনিধি (রামগড়)
৩। মোঃ খুরশেদ আলম (আজীবন সদস্য)
৪। মোঃ জিহাদুল আলম (আজীবন সদস্য)
৫। জিয়াউর রহমান (আজীবন সদস্য)
৬। মোঃ আজিজ খন্দকার (আজীবন সদস্য)
৭। মোঃ আব্দুল্লাহ আল নোমান (আজীবন সদস্য)
৮। মোঃ শাহাদাত জামিল (আজীবন সদস্য)
৯। মোঃ নাহিদ ফরাজী (আজীবন সদস্য)
১০। ছুপান্তি ত্রিপুরা ((আজীবন সদস্য)
১১। মোঃ সোহাইল মজুমদার (আজীবন সদস্য)
সার্বিক তত্তাবধান ও সহযোগিতায় অনলাইনে পাশে ছিলেন
কাউসার আলম ভাইয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও জেলা সমন্বয়ক, Monisha Chakma didi, জেলা প্রতিনিধি, Arpan Chakma dada, জেলা প্রতিনিধি, Kamal Hossain Titu ভাইয়া, কমিউনিটি ভলান্টিয়ার, S M Sohail ভাই, উপজেলা প্রতিনিধি, দীঘিনালা, Anjana Chakma didi, খাগড়াছড়ি সদর উপজেলা প্রতিনিধি।
তারিখঃ ২২/১০/২০২২ ইং
রোজঃ শনিবার
সময়ঃ বিকেল ৪ ঘটিকা
স্থানঃ ফাইভ স্টার চিকেন রেস্টুরেন্ট, রামগড়
আয়োজনেঃ রামগড় উপজেলা টিম, খাগড়াছড়ি।
উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকল ব্যস্ততা এবং প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আপনাদের সদয় উপস্থিতির মাধ্যমে আজকে আমাদের রামগড় উপজেলার "অফলাইন মিটআপ" প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করেছেন। আপনাদের নিয়েই এগিয়ে যেতে চাই বহুদুর। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি প্রতিনিয়ত আমাদেরকে গুরুত্বপূর্ণ মিটআপ গুলোর মাধ্যমে ভালোমানুষ হওয়ার পাশাপাশি একজন উদ্যোক্তা হওয়া ও স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন।