বরিশাল মহিলা কলেজে উদ্যোক্তা ক্লাব গঠনের চিঠি প্রদান
উদ্যোক্ত ক্লাব গঠনে আজকে আমরা বরিশাল সরকারি মহিলা কলেজে আমাদের বরিশাল জেলা টিম।
বরিশালের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের উদ্যোক্তা ক্লাব গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বরিশাল জেলা টিম। ইনশাআল্লাহ বরিশালের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে আমাদের উদ্যোক্তা ক্লাব।
প্রিয় মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের নির্দেশনা মোতাবেক উদ্যোক্তা ক্লাব গঠনের দায়িত্ব নিয়ে বরিশাল জেলা টিমের পক্ষ থেকে উদ্যোক্তা ক্লাব গঠন করার লক্ষ্যে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুজ্জামান মহোদয়ের কাছে স্যারের স্বাক্ষরিত চিঠি প্রদান করে বরিশাল জেলা টিম।
চিঠি প্রদানে উপস্থিত ছিলেন।
Ruhul Amin
বরিশাল বিভাগীয় সমন্বয়ক,কোর ও মডারেটর।
Ishita Jahan
বরিশাল জেলা প্রতিনিধি।
Shanto Islam
বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি।
সারমিন আক্তার নার্গিস
কমিউনিটি ভলেন্টিয়ার।
Neshad Khan Emon
কমিউনিটি ভলেন্টিয়ার।
এভাবেই ধারাবাহিকভাবে বরিশাল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্যারের স্বাক্ষরিত চিঠি এবং স্যারের লিখা বই পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছি ইন-শা-আল্লাহ।
এভাবে এগিয়ে যাবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বরিশাল জেলা টিম ইনশাআল্লাহ।
ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিশেষভাবে আমাদেরকে স্যারের লেখা বই স্পন্সর করে সহযোগিতা করেছেন যিনি তার জন্য। তিনি আর কেউ নয় সবার পরিচিত ও ভালোবাসার মানুষ Mezbah Ahamed ভাই মডারেটর ও জেলা সমন্বয়ক (চাঁদপুর) স্বত্বাধিকারী: কৃষানের হাসি এগ্রো। তার শারীরিক সুস্থতা ও তার ব্যবসায়িক সাফল্য কামনা করছি আমরা।
আরো বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় Sagar Banik দাদাকে। দাদা যত্ন সহকারে বইগুলো কুরিয়ার করা ও সার্বিক সহযোগিতা করেছেন আমাদের।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। বরিশাল জেলা টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া প্রিয় স্যারের জন্য।