জাগ্রত কিশোরগঞ্জ জেলার অনলাইন সেশন চর্চা ক্লাস টানা #৪০০_তম_দিন ফিজিক্যাল মিটআপের মাধ্যমে উদযাপন
জাগ্রত কিশোরগঞ্জ জেলার অনলাইন সেশন চর্চা ক্লাস টানা #৪০০_তম_দিন ফিজিক্যাল মিটআপের মাধ্যমে উদযাপন হলো শুকরিয়া। আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের দিক নির্দেশনায় শুরু করা হয়েছিল জাগ্রত কিশোরগঞ্জ জেলার অনলাইন সেশন চর্চা ক্লাস যা আজ টানা ৪০০ তম দিন পূর্ণ হলো শুকরিয়া। আজকের মিটআপে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৪ ইং জানুয়ারি মহা সম্মেলন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।কিভাবে ই টিকেট কাটতে হয় এই বিষয় সম্পর্কেও লাইভ টিকেট কেটে দেখানো হয়েছে এবং প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত মিটআপ উপস্থিত সম্মানিত জেলা এম্বাসেডর, উপজেলা এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার সহ আজীবন সদস্যগন।
বিরতি
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কি এবং কেন???
মিটআপে উপস্থিত আজীবন সদস্যদের জন্য প্রিয় ফাউন্ডেশনের সংক্ষিপ্ত মূল্যবান প্রোফাইল সরবরাহ করেছেন বিচরণ মার্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর Sagar Banik দাদা। এই প্রোফাইল আমাদের ফাউন্ডেশন সম্বন্ধে আরো বুঝতে ও জানতে সকলের দারুন সহায়ক হয়েছে। বিচরণ টিমের প্রতি জাগ্রত কিশোরগঞ্জ টিমের পক্ষ থেকে ধন্যবাদ ও ভালোবাসা।
মহা সম্মেলনে আমরা আসছি কিশোরগঞ্জ জেলা থেকে আপনি আসছেন তো???
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি নিজেই খেয়াল রাখুন।