বন্দরনগরী চট্টগ্রাম জেলা কতৃক ৫ম মহাসম্মেলন প্রস্তুতি অফলাইন মিটআপ সম্পূর্ণ হলো ,আলহামদুলিল্লাহ।




২৪ই নভেম্বর ২০২২ইং ,রোজ বৃহস্পতিবার।
বন্দরনগরী চট্টগ্রাম জেলা কতৃক ৫ম মহাসম্মেলন প্রস্তুতি অফলাইন মিটআপ সম্পূর্ণ হলো ,আলহামদুলিল্লাহ।






আজকের মিটআপে আরো উপস্থিত ছিলেন কোর ভলান্টিয়ার MD Noor ভাই। প্রিয় ভাই প্লাটফর্ম নিয়ে চমৎকার সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন। নুর ভাইয়ের বক্তব্য বেশকিছু শিক্ষনীয় বিষয় ফুটে উঠেছিল। নতুনরা অনুপ্রাণিত হওয়ার মতো আলোচনা ছিল।
আজকের মিটআপে আরো উপস্থিত ছিলেন কান্ট্রি এম্বাসাডর ও মডেরেটর Md Khairul Islam ভাই। প্রিয় ভাই মহা সম্মেলনে অংশ গ্রহণের গুরুত্বের উপর খুবই চমৎকারভাবে বক্তব্য রাখেন। মহা সম্মেলনে অংশ গ্রহণ করলে কি কি উপকার পাওয়া যাবে এবং বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন।
মিটআপে আলোচনার শুরুতে চট্রগ্রাম জেলার পক্ষ থেকে প্রবাস থেকে আসা নুর ভাই ও খায়রুল ভাইকে ফুল দিয়ে বরন করে নেয়ার পাশাপাশি চট্টগ্রাম জেলার বেইজ পরিয়ে দেয়া হয়।
আজকে মিটআপে শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন চট্রগ্রাম জেলার সম্মানিত জেলা প্রতিনিধি এবং চট্রগ্রাম বিভাগীয় ব্লাড ম্যানেজমেন্ট টিমের প্রধান Reaz Kamal Heron নানা ভাই।








