বন্দরনগরী চট্টগ্রাম জেলা কতৃক ৫ম মহাসম্মেলন প্রস্তুতি অফলাইন মিটআপ সম্পূর্ণ হলো ,আলহামদুলিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
২৪ই নভেম্বর ২০২২ইং ,রোজ বৃহস্পতিবার।
বন্দরনগরী চট্টগ্রাম জেলা কতৃক ৫ম মহাসম্মেলন প্রস্তুতি অফলাইন মিটআপ সম্পূর্ণ হলো ,আলহামদুলিল্লাহ।
শুরুতেই হাজার হাজার শুকরিয়া আদায় করছি মহান আল্লাহতালার নিকট যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পরিস্থিতিতে সুস্থতা দান করেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার প্রাণপ্রিয় মেন্টর Iqbal Bahar Zahidস্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রম এবং একাগ্র চেষ্টায় আমরা সবাই যুক্ত হতে পেরেছি এমন সুন্দর, বিনয়ী, সহযোগিতা মনসম্পন্ন, বন্ধুত্বসুলভ এবং ভালোবাসায় ভরপুর একটা প্লাটফর্মে।
এই আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও কোর ভলেন্টিয়ার এবং মডারেটর জনাব - Md Mohi Uddinভাইয়া। মহাসম্মেলনকে সফল করার জন্য এবং সকলের সুন্দর অংশগ্রহণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম জেলা থেকে সর্বোচ্চ টিকিট ক্রয় করতে দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করেন।
এছাড়াও আজকের মিটআপে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলার সম্মানিত কোর ভলান্টিয়ার Zahid Islamভাই। ভাইয়া চট্টগ্রাম জেলা বিভিন্ন বিষয় নিয়ে তথ্যবহুল আলোচনা করেন এবং মহা সম্মেলন সফল করতে দিকনির্দেশনা মুলুক আলোচনা করেন।
আজকের মিটআপে আরো উপস্থিত ছিলেন কোর ভলান্টিয়ার MD Noor ভাই। প্রিয় ভাই প্লাটফর্ম নিয়ে চমৎকার সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন। নুর ভাইয়ের বক্তব্য বেশকিছু শিক্ষনীয় বিষয় ফুটে উঠেছিল। নতুনরা অনুপ্রাণিত হওয়ার মতো আলোচনা ছিল।
আজকের মিটআপে আরো উপস্থিত ছিলেন কান্ট্রি এম্বাসাডর ও মডেরেটর Md Khairul Islam ভাই। প্রিয় ভাই মহা সম্মেলনে অংশ গ্রহণের গুরুত্বের উপর খুবই চমৎকারভাবে বক্তব্য রাখেন। মহা সম্মেলনে অংশ গ্রহণ করলে কি কি উপকার পাওয়া যাবে এবং বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন।
মিটআপে আলোচনার শুরুতে চট্রগ্রাম জেলার পক্ষ থেকে প্রবাস থেকে আসা নুর ভাই ও খায়রুল ভাইকে ফুল দিয়ে বরন করে নেয়ার পাশাপাশি চট্টগ্রাম জেলার বেইজ পরিয়ে দেয়া হয়।
আজকে মিটআপে শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন চট্রগ্রাম জেলার সম্মানিত জেলা প্রতিনিধি এবং চট্রগ্রাম বিভাগীয় ব্লাড ম্যানেজমেন্ট টিমের প্রধান Reaz Kamal Heron নানা ভাই।
এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সম্মানিত দায়িত্বশীল এবং আজীবন সদস্যবৃন্দ।
Riaj ADভাইয়া (পতেঙ্গা জোন এম্বাসেডর) ।
Mohammad Ibrahim ভাইয়া (কর্ণফুলী জোন এম্বাসেডর)।
Bithi Hossain আপু (পতেঙ্গা জোন এম্বাসেডর) ।
Khurshid Mahal আপু (আনোয়ারা উপজেলা এম্বাসেডর) ।
Muhammad Arif Hossen ভাইয়া (মাটিরাঙ্গা উপজেলা এম্বাসেডর)।
Fahmida Jerin আপু (কমিউনিটি ভলেন্টিয়ার) ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের ৫টি জোনের সদস্য এবং উপজেলার সম্মানিত প্রিয় ভাই-বোনেরা সহ সুপার একটিভ কমিউনিটি ভলেন্টিয়ার ও আজীবন সকল সদস্যবৃন্দ।
সকলের উপস্থিতিতে আমাদের আয়োজনটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছেন। উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞ এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। আন্তরিকভাবে ধন্যবাদজ্ঞাপন করছি যারা এই আয়োজন সাফল্যমণ্ডিত করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত নিরলসভাবে কাজ করেছেন নিঃস্বার্থভাবে। আশা করছি সামনে ও এইভাবে সকলে উপস্থিত হয়ে চট্টগ্রাম জেলাকে এগিয়ে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ ।