ক্যাম্পাস উদ্যোক্তা ক্লাব পটুয়াখালী
24 November at 06:53
আসসালামু আলাইকুম
#উদ্যোক্তা_ক্লাব_গঠনে_পটুয়াখালী_জেলা_টিম।
#সুবিদখালী_মহিলা_কলেজ_মির্জাগঞ্জ_পটুয়াখালী
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার একটি শীর্ষস্থানীয় এবং
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।
• আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
মাশাআল্লাহ, কলেজ ও ক্যাম্পাসে উদ্যোক্তা ক্লাব গঠন
নিঃসন্দেহে স্যারের যুগ উপযোগী ভালো উদ্যোগ। দেখা যায় যে,
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ও ইউনিভার্সিটি লেভেল এর স্টুডেন্ট
পড়াশোনার পাশাপাশি জীবন ও জীবিকা নিয়ে একটা চিন্তাভাবনার
মধ্যে থাকে ও সিদ্ধান্তহীনতায় ভুগে, এমত অবস্থায় স্যারের ৯০
দিনের ক্লাস ও সেশন চর্চার মাধ্যমে একটা স্টুডেন্ট সঠিক লক্ষ্য
নির্ধারণ করতে পারবে জীবনের মোড় ঘুরে যেতে পারে।
শুকরিয়া আল্লাহর কাছে আমরা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে
পেরেছি। কলেজ ও ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে স্যারের দেওয়া চিঠি
পৌঁছাতে সক্ষম হয়েছি। এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষগন বিষয়টি পজিটিভ ভাবে নিয়েছেন এবং
সহযোগিতার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন।
আমি বিশ্বাস করি এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পটুয়াখালী
জেলার টিম আরো সামনের দিকে এগিয়ে যাবে।
পটুয়াখালী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের উদ্যোক্তা ক্লাব
গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি পটুয়াখালী জেলা টিম।
ইনশাআল্লাহ পটুয়াখালী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে
আমাদের উদ্যোক্তা ক্লাব।
প্রিয় মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের নির্দেশনা মোতাবেক
উদ্যোক্তা ক্লাব গঠনের দায়িত্ব নিয়ে পটুয়াখালী জেলা টিমের পক্ষ
থেকে উদ্যোক্তা ক্লাব গঠন করার লক্ষ্যে সুবিদখালী মহিলা কলেজের
অধ্যক্ষ ডাঃমো আবদুর রহমান মহোদয়ের কাছে স্যারের স্বাক্ষরিত
চিঠি প্রদান করে পটুয়াখালী জেলা টিম।
চিঠি প্রদানে উপস্থিত ছিলেনঃ
Md Hasibul Hasan ভাইয়া
(পটুয়াখালী জেলা প্রতিনিধি ও মডারেটর)
Saiful Arefin ভাইয়া
(পটুয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা সম্মনায়ক)
সহ উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা টিমের প্রাণপ্রিয় ভাই ও
বোনেরা।