পতেজ্ঞা জোনের মাসিক মিটাপ
আসসালামু আলাইকুম
"মাসিক মিটআপ --------- মাসিক মিটআপ "
🔶 পতেঙ্গা জোনের মাসিক মিটআপ ও ৫ম উদ্যোক্তা
মহাসম্মেলন সম্পর্কে প্রস্তুতি মিটআপ।
🏄♂️🎈আমরা অত্যান্ত আনন্দিত ও আনন্দের সাথে
জানাচ্ছি যে,আমাদের পতেঙ্গা জোনের অফলাইন মাসিক
মিটআপ আজ অনুষ্ঠিত হয়ে গেলো।
🏊♂️স্থান: গোল চত্তর, সাগড়পাড়, সীবিচ পতেঙ্গা,চট্টগ্রাম
🏊♂️তারিখ :২৮-১০-২০২২ ইং, রোজ: শনিবার সময়:
বিকাল ৩:৩০ টা।
🏊♂️আলহামদুলিল্লাহ উক্ত মাসিক অফলাইন মিটআপে
উপস্থিত ছিলেন সম্মানীত ডিস্ট্রিক্ট এ্যাম্বাসেডর রিয়াজ
কামাল হিরণ( নানা ভাই), জোন এ্যাম্বাসেডর রিয়াজ
মোর্শেদ তুহিন ভাই, বীথি হোসেন আপু,মাহফুজর রহমান
সুজন ভাই সহ কমিউনিটি ভলেন্টিয়ার এবং আজীবন সদস্য
ভাই ও আপুরা।
🎋 প্রধান অতিথি : কোর ভলেন্টিয়ার এমডি নূর ভাই।
🎋 আয়োজনে:পতেঙ্গা জোনের সকল দ্বায়িত্বশীল ভাই ও
আজীবন সদস্যবৃন্দ।
♥️🎈 কৃতজ্ঞতা প্রিয় মেন্টর জনাব
Iqbal_Bahar_Zahid স্যারের প্রতি,যিনি আমাদেরকে
নিজের বলার মত একটা গল্প ফান্ডডেশনে একতাবদ্ধ
করেছেন।যেখানে আমাদের একটাই স্লোগান
আমরাই_ক্রেতা_আমরাই বিক্রেতা সেই সাথে আমরা ক্রয়
করি বিশ্বাস। ♥️।
👉মিটআপ মানে কথা বলার জড়তা কাটানো,নিজের
ভয়কে দুরে ঠেলে দেওয়া।
👉নিজের প্রতি আত্নবিশ্বাস বাড়ানো।
👉মিটআপ মানে নিজেকে আবার নতুন করে জানা।
👉মিটআপ মানে একটা সাধারণ সম্পর্ককে ভালোবাসা ও
দক্ষতায় রুপান্তর করা।
👉মিটআপ মানে মনকে বুঝতে পারা।
👉মিটআপ মানে নেটওয়ার্কিং এর সর্বোচ্চ স্থানে নিজেকে
টেনে তোলা।
👉মিটআপ মানে কমিউনিকেশন স্কিলকে চূড়ান্ত রুপ দেয়া।
👉মিটআপ মানে নিজেকে ও জগৎকে নতুনভাবে
আবিষ্কার করা।
👉মিটআপ মানে জ্ঞানের পরিসীমা বৃদ্ধি করা, একই
কাজকে ভিন্ন ভাবে করে তোলা।
🌷🔶আমাদের পতেঙ্গা জোনের সদস্য প্রিয় ভাই ও
বোনদের আন্তরিকতার মানবন্ধনকে আরো শক্তিশালী
করতে এ এক অসাধারণ আয়োজন।
🔶শুভেচ্ছান্তে🔶
✍️ এস এম লিটন
✍️ উপজেলা এ্যাম্বাসেডর
✍️ কমিউনিটি ভলেন্টিয়ার
✍️ এগ্রো ফোরাম সদস্য
✍️ স্যোশাল মিডিয়া ফিডব্যাক টিম মেম্বার
✍️রেজিষ্ট্রেশন নাম্বার :৫৬২৩১
✍️ব্যাচ নং ১৩
✍️নিজ জেলা: রাজবাড়ী।
✍️বতর্মান অবস্থান : পতেঙ্গা জোন,চট্টগ্রাম।
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর একজন
আজীবন সদস্য।