অভাবের সংসারে অনেক কষ্ট ও জীবনের সাথে সংগ্রাম করে ২০০৫ সালে গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম












আমাদের প্ল্যাটফর্মে অগণিত ভাই-বোন পেয়েছি, যারা নিঃস্বার্থভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে, আমাদের প্রিয় প্ল্যাটফর্ম কে এগিয়ে নিয়ে যাচ্ছেন সম্মানিত কোর ভলান্টিয়ার মডারেটর জেলা এম্বাসেডর উপজেলা এম্বাসেডর ভলেন্টিয়ার সহ আজীবন সদস্য ভাইবোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো মানুষের প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মানুষের জীবন টা খুব ছোট , কিন্তু এই ছোট জীবনের গল্প গুলো লিখে বা বলে কখনোই শেষ করা যায় না। তাই জীবনের গল্প গুলো লিখতে গেলে হাজারো কলম ফুরিয়ে যাবে কিন্তু জীবনের গল্পের কিছু টা অংশ হয় তো লেখা হবে। বাকিটা গল্প অসমাপ্তই রয়ে যায়।













আমার স্বপ্ন আমি এক জন সফল উদ্যোক্তা এবং সফল মানুষ হওয়ার। বেকার যুব সমাজের মাঝে বেকারত্ব দূর করা। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। পরিবার ও সমাজ নিয়ে ভালো থাকতে পারা। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারা, মৃত্যুর আগ পর্যন্ত যেনো ভালো মানুষ হিসেবে থাকতে পারি। ইনশাআল্লাহ সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব এবং নিজের সফলতা অর্জন করব।


ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখতে গিয়ে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ভিডিওটি দেখতে পাই, ভিডিওটি দেখে ভালো লাগা কাজ করে সেখান থেকে ফাউন্ডেশনের যুক্ত হবার জন্য আগ্রহ প্রকাশ করি।
একদিন দেখি ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে পোস্ট করে এবং আমি ১৮ তম ব্যাচে নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে সক্ষম হই, এবং রহিমা আক্তার স্বপ্না আপু আমাকে গাজীপুর ম্যাসেঞ্জার গ্রুপে এবং Siddekun Simla আপু আমাকে ময়মনসিংহ জেলা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেন, আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ ও আপনাদের সফলতা কামনা করছি। দোয়া ও ভালো বাসা রইল।








আরও অনেক কিছু শিখতে পেরেছি তা একমাত্র সম্ভব হয়েছে স্যারের জন্য এবং এই প্লাটফর্মের মাধ্যমে। তাই আমি স্যার এর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।



















Mohammad Mahmudul Islam, Feroz Alam, মনির প্রধান, Momin Sarker, Salim Ahmed,আজীবন সদস্যগণ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম। সবাই সবাইকে অনেক ভালবাসে এবং সহযোগীতা করে সকলের অনুপ্রেরণায় আমার পথ চলা। গাজীপুর জেলার সকল দায়িত্বশীল ভাই বোনেরা সত্যিই প্রকৃত পক্ষে মহৎ মানুষ তাদের কোন তুলনা হয় না। সুন্দরভাবে অতন্দ্র গাজীপুর টিমকে নির্দেশনা ও ভালবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




বর্তমান যুগে সবার সাথে যোগাযোগে করার জন্য আমাদের সব চেয়ে খুব বেশি প্রয়োজন সেটা হল মোবাইল। বর্তমানে মোবাইল ছাড়া যেন এক মুর্হুত চলে না। আর মোবাইল চালাতে খুব বেশি প্রয়োজন ইন্টারনেট প্যাকেজ এবং মিনিট। আর আমরা যারা অনলাইনে বিজনেস করি তাদের ত ইন্টারনেট ছাড়া চলেই না। আর সে কথা মাথায় রেখে আমি চলে আসলাম আপনাদের কাছে ইন্টারনেট প্যাকেজ সকল সিমের বান্ডেল অফার নিয়ে। আমার কাছে পাবেন সকল সিমের ইন্টারনেট বান্ডেল অফার। এখন কথা হল আপনারা আমার কাছে থেকে কেন কিনবেন। আমার কাছে যে আফার প্যাকেজ গুলো পাবেন সে গুলোর মুল্য রেগুলার মুল্য থেকে অনেক কম। যা আপনি নিজে যদি সরাসরি মোবাইল থেকে বা ফ্লেক্সিলোডের দোকান অথবা বিকাশ থেকে ক্রয় করেন তাহলে মুল্য নিবে আমার দেওয়া মুল্য থেকে অনেক বেশি। আর পেমেন্ট করার ও কোন জামেলা নাই। ঘরে বসে যে কোন সময় প্যাকেজ ক্রয় করতে পারবেন বিকাশ পেমেন্ট এর মাধ্যমে খুব সহজেই। আর খুব সহজেই প্যাকেজ ক্রয় করতে যুক্ত হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। গ্রুপ লিংক-


আমার প্রফাইল লিংকঃ-
আমার পেইজ লিংকঃ- https://www.facebook.com/profile.php?id=100086986718445


লেখার মাঝে ভূলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন

Date:- ১২/১২/২০২২ইং
ধন্যবাদন্তে







গর্বিত আজীবন সদস্য হিসেবে ভলেন্টিয়ারিং করছি।