রাজধানী ঢাকার জেলার প্রাণকেন্দ্র গুলশান জোন প্রতিবেদন- নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন গুলশান মডেল জোন এর ভূমিকা_
👉গুলশান জোন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র।।
সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলসানজোনের আওতায় রয়েছে।।
👉ঢাকা ক্যান্টনমেন্ট ও বারিধারা ডিওএইচ এর মত একটি গুরুত্বপূর্ণ স্থান গুলশান এর আওতায়।
👉 গুলশান জোন একটি মডেল জোন কারন, অনলাইনে মিটিং পরিচালনা করা, গুলশান জোন সর্বপ্রথম শুরু করে।
👉 গুলশান জোন সবসময় অসহায় ও পথশিশুদের পাশে দাঁড়ায়, তাই গুলসানজোনের যত প্রোগ্রাম হয় তার ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতেই থাকে অসহায় পথশিশু ও গরিব মানুষের সাহায্যে গুলসানজোনের সকল সদস্যদের অবদান।।।
👉 যেখানে প্রতিটি জেলা বা প্রতিটি জোন একেকটা প্রোগ্রাম করছে, সেই জায়গায় গুলশান জোনের আওতাধীন থানাগুলো এক একটা প্রোগ্রাম করছে যা এক একটা জেলা বা জোনের প্রোগ্রামের থেকেও জাঁকজমকপূর্ণ।। যার স্বয়ং সাক্ষী গুলসান জোনের খিলক্ষেত ও ভাটারা থানা আয়োজিত প্রোগ্রামগুলোতে স্যার নিজে উপস্থিত থেকেছেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন।।।
👉 গুলসানজোন বাহিরের চাকচিক্য বিশ্বাসী না। তারা সবসময় আর্ত মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে যাচ্ছে সম্পূর্ণভাবে। তাই কখনো কখনো রাতের আঁধারেও রাস্তার অসহায় মানুষদের মাঝে গুলসানজোন খাবার বিতরণ করে।
👉 ইতিমধ্যে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।
👉শীত বস্ত্র বিতরণ
👉 বন্যার্তদের পাশে দাঁড়ানো
👉ঈদের খুশি ভাগ করে নেয়া
👉বৃক্ষরোপন কর্মসূচী
👉উদ্যোক্তাদের সাথে দাঁড়ানো সহ
আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো গুলসান জোনের নিয়মিত কাজের তালিকায় আছে।।
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন ১ম ব্যাচ থেকে যাত্রা শুরু করেন।
আমাদের মাঝে রয়েছেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রথম ব্যাচের শিক্ষার্থী শ্রদ্ধেয় সানজানা শাহজাহান
আমাদের প্রিয় গুলশান মডেল জোনের _____
👇👇👇👇👇👇👇
☑️উদ্যোক্তার সংখ্যা_৩৬৮ জন।
উল্লেখযোগ্য ঃ
👉 মেগাহাট বিডি ওBdkidooziওনার অফ ফখরুদ্দিন ইমেল
👉দিশা বেকারি ওনার অফ দিশা মাহমুদ
👉অর্ফি ফ্যাশন ও পেলমেস্ট্রো অনার অফ আব্দুল করিম নিজাম
👉মিগাটোনা কালেকশন ওনার অফ আফসানা আশফিয়া হক
👉 TVendor অনার অফ নাসির উদ্দিন তিতুমীর
👉rosepetals bd অফ ফারজানা খানম জিতু
👉এমএ পাস চাওয়ালা অনার অফ মোঃশহিদুল ইসলাম
👉NS Natural Food অনার অফ নবী হোসেন
👉শিকড় রেস্টুডেন্ট এন্ড ক্যাপ অনার অফ শিউলি আক্তার
👉 কে এম রেন্ট এ কার অনার অফ কে এম শাহাদাত হোসেন
👉 আমিন টেক ওনার অফ মোঃ আমিনুল ইসলাম 👉 খাদিজা ফ্যাশন ওনার অফ খাদিজা লিপি।।।
এছাড়া গুলশান জোনে রয়েছে অসংখ্য উদ্যোক্তা যাদের মধ্যে অনেকেই নিজেদের দেশের গন্ডি পার করে বিদেশের মাটিতেও নিজেদের পণ্য পৌঁছে দিচ্ছে।।।
☑️মেম্বার এর সংখ্যা -১০০০+জন।
☑️একটিভ মেম্বার কত ৫০০+জন।
☑️রেজিস্টার্ড মেম্বার কত-৭৫০জন।
☑️দায়িত্বশীল মোট সংখা:৩৫
☑️জেলা এম্বাসেডর ____৩ জন।
📍ফখরুদ্দিন ইমেল
📍 আব্দুল করিম নিজাম
📍আফসানা আশফিয়া হক
☑️জোন এম্বাসেডর_____ ৮ জন।
📍 সানজানা শাহজাহান
📍দিশা মাহমুদ
📍নাসির উদ্দিন তিতুমীর
📍মোহাম্মদ সালাউদ্দিন জীবন
📍 ফারজানা খান জিতু
📍 কেএম শাহাদাত হোসেন
📍 শরিফ রবিউল করিম নাদিম
☑️থানা এম্বাসাডর_____ ২০ জন।
📍মোঃ মীর ফয়সাল
📍লাবনী হোসেন
📍 মোহাম্মদ আমিনুল ইসলাম
📍 জাফরিন আক্তার
📍শরীফ বিন আহমেদ
☑️ক্যাম্পাস এম্বাসেডর - ৩ জন।
☑️মোট দায়িত্বশীল সংখ্যা __৩৪জন।
☑️অনলাইন মিট আপ কয়টি হয়েছে ৩০টি।
☑️ফিজিক্যাল মিটআপ হয়েছে -৮৫ টি
☑️সেশান চর্চা ক্লাস হয়েছে ৬০০+দিন।
☑️ গুলশান জোন সম্মেলন হয়েছে _৫ টি টি
☑️ফিজিক্যাল মেলা হয়েছে _ ৬টা
☑️উদ্যোক্তা ক্লাব রয়েছে_৬ টা
☑️স্যারের দেওয়া চিঠি পাঠানো হয়েছে ৯ টা শিক্ষা প্রতিষ্ঠানে এবং আরো চলমান রয়েছে।
☑️ গুলশান জোন থানা মাসিক অনলাইন মিট আপ হয়েছে মোট ১০০+ টি।
☑️ফিজিক্যাল মিটআপ হয়েছে ২০২২ এ মোট _৩২টি।
👉মানবিক ও সামাজিক কাজঃ
১।অসহায় মানুষের মাঝে খাবার ও পোশাক বিতরন ২।শীতবস্ত্র বিতরন
৩।রাতের ঢাকায় ঘরহীন অসহায় মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরন।
৪।বৃক্ষরোপণ কর্মসূচি।
৫।রমজান মাসে একাধিক বার ইফতার আয়োজন
৬।এতিমখানার বাচ্চাদের মাঝে ইফতার আয়োজন
৭। বর্নাত দের মাঝে ত্রান সামগ্রী দেয়া।
৮।সিলেটের বন্যার্ত মাঝে ত্রানসহ সরাসরি ভলেন্টিয়াররা করা।(তদারকি সালাউদ্দিন জীবন)
৯।আমার প্রান প্রিয় নুরুল আমিন ভাইয়ের মৃত্যু তে শোকাবহ গুলশান জোন সামার্থ্য অনুযায়ী কিছু টাকা সম্মান দেখানো হয়েছে।
১০।প্রিয় নাসিমা রুপা আপুর অস্বুস্থতায় গুলশান জোন সামার্থ্য অনুযায়ী কিছু টাকা সম্মান দেখানো হয়েছে।
১১।গুলসান জোনের যে কোন সদস্যদের সুবিধা অসুবিধাতে সর্বোচ্চ সহায়তা করা হয়।।
১২।ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়াঃ
#বাচ্চাদের নতুন পোশাক দেয়া
#কোরবানির মাংস রান্না করে বিতরন (ফারজানা জনাব আপু দিয়েছেন ২০+ মাংস।এবং আলাদা বাভে নাজনীন আপু রান্না করে দিয়েছেন আরও ১০০ জনের খাবার)