ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা মিটআপ
বিসমিল্লাহির রাহমানির রাহীম,,,,,
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটি উপজেলা মিটাপ থেকে মেলা পর্যন্ত আমরা মুক্তাগাছা টিম।
অতি আনন্দের সঙ্গে আপনাদের সকলের অবগতির জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলামঃ
আপনারা অবগত আছেন যে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা কর্তৃক ০২/১২/২২ ই তারিখে এক অফলাইন মিট আপের আয়োজন করা হয়েছিল। উপজেলাকে এগিয়ে নিতে আমাদের এবারের আয়োজন উদ্যোক্তা মেলা!!
আপনারা জেনে খুশি হবেন যে, উক্ত মেলায় আমাদের ফাউন্ডেশনের দায়িত্বশীলদের উপস্থিতির পাশাপাশি উপস্থিত থাকবেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ডিসি স্যার ও উনার ওয়াইফসহ আরও উপস্থিত থাকবেন জেলা জুটিসিয়াল শিক্ষা অফিসার সহ বিশিষ্ট কর্মকর্তাগন।
এবং তারা আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আশা করছি আপনাদের সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দারুণ প্রাণবন্ত একটা মেলা উপহার দিতে পারব ইন-শা-আল্লাহ,,,
উক্ত আয়োজনকে সাফল্যমন্ডিন্ত করতে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি,,,
আমাদের ফাউন্ডেশনের দায়িত্বশীলদের উপস্থিতিতে কোর ভলান্টিয়ার, জেলা এম্বাসেডর, মডারেটরদের সাথে নিয়ে ২১ তারিখে তিনদিন ব্যাপি মেলার উদ্বোধন করবেন আমাদের ডিসি স্যার।
উক্ত মেলা ২১ তারিখে সকালে শুরু হয়ে চলবে ২৩ তারিখ সন্ধা পর্যন্ত। এমনকি সেল ভালো হলে আরো ২/৩ দিন বাড়ানো হতে পারে। এবং সেটা একদম ফ্রী তে। কোন স্টল ভাড়া লাগবে না। শুধুমাএ ডেকোরেশনটা আর ব্যানার স্টলের উদ্যোক্তাগন নিজেদের মতো করে নিজেদের খরচে সাজিয়ে নিবেন। উপজেলার সর্বত্র মেলার প্রচারনা থাকবে। মাইকিং আর লিফলেটের মাধ্যমে প্রচারণা করা হবে। সো, আশা করছি মেলায় ব্যাপক জনসমাগম ঘটবে। অতএব, ফ্রী তে উদ্যোক্তাদের ব্র্যান্ডিং এবং ধুমধাম বেচাকেনা চলবে। এছাড়াও থাকবে আরো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। এইসবকিছু পেতে যাচ্ছি শুধুমাএ "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এর মেম্বার হওয়ার কারনে। এছাড়াও সেখান থেকে বাছাইকৃত কিছু উদ্যোক্তাদের জন্য থাকবে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা। ট্রেনিং শেষে থাকবে সেলাই মেশিনসহ আরও আকর্ষণীয় সব পুরুস্কার!!
তাই যারা যারা স্টল নিতে ইচ্ছুক
নাম, ঠিকানা ও পন্যের বিবরণ নিয়ে দ্রুত আমার সঙ্গে অথবা লায়লা আপুর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
কারন নামের লিস্ট জমা দিতে হবে নির্বাহী অফিসারের কাছে।
ধন্যবাদান্তে
আয়োজক কমিটি, মুক্তাগাছা
Rabeya Haque Munni আমি নিজে,
লায়লা আরজুমান আপু,
Selima Poly আন্টি,
S M Sumon ভাইয়া।
সার্বিক তত্বাবধায়ন এ আছেন,
কোর ভলান্টিয়ার ও মডারেটর
Julekha Khatun Suma আপু
সহ সকল দায়িত্বশীলগন।।