"বেকার থাকবো না একদিনও"
"বেকার থাকবো না একদিনও"
পৃথিবীর অনেক দেশ পাঠ্যসূচি,কারিগরি শিক্ষার পাশাপাশি উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়ার কারনে আমাদের চাইতেও তাদের জিডিপি অনেক গুন বৃদ্ধি পেয়েছে। অথচ তারা পূর্বে আমাদের চেয়েও নিম্নগামী অর্থনীতির দেশ ছিল। তবে আশার কথা হলো আমাদের "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর মেন্টর, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট জনাব Iqbal Bahar Zahid স্যার স্বপ্ন দেখেন যে, আমাদের দেশের শিক্ষার্থীরা একদিন স্বপ্ন দেখবে বা Aim in Life লিখবে "আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি শিক্ষকতা করতে চাই, আমি বিসিএস ক্যাডার হতে চাই এবং কেউ বলবে ও লিখবে আমি উদ্যোক্তা হতে চাই" - এই স্বপ্নটা আমাদের প্রিয় মেন্টর শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে দিতে চান।
"বেকার থাকবো না একদিনও" শ্রদ্ধেয় স্যারের এই স্লোগানকে বাস্তবায়ন করতে
সারা দেশে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভিত্তিক "ক্যাম্পাস
উদ্যোক্তা ক্লাব" গঠনের লক্ষ্যে ক্যাম্পাস অর্গানাইজিং টিম কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ৩০ই জানুয়ারি ২০২৩ রোজ- সোমবার চট্রগ্রাম জেলায়
চারটি কলেজে অধ্যক্ষ বরাবর আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব Iqbal Bahar
Zahid স্যারের চিঠি প্রদান করা হয়েছে।
কলেজ গুলো হলো:
- সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।
- ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।
- সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।
- সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজ, চট্টগ্রাম।
চিঠি প্রদানে উপস্থিত ছিলেন :
- পতেঙ্গা জোন এম্বাসেডর।
- ক্যাম্পাস অর্গানাইজিং টিম মেম্বার এবং ক্যাম্পাস এম্বাসেডর।
- Mohammad Ibrahim ভাই।
- কর্ণফুলী জোন এম্বাসেডর।
এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। চট্টগ্রাম
বিভাগীয় সমন্বয়কারী চট্টগ্রাম জেলার সম্মানিত কোর ভলেন্টিয়ার প্রিয় Zahid Islam
ভাইয়ের পরামর্ষ অনুযায়ী কাজে যাঁরা এই মহৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে
সহায়তা করেছেন, তাঁদের সবাইকে জানাই ফাউন্ডেশন তথা চট্টগ্রাম জেলা টিমের
পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।