অত্যান্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিন ব্যাপি উদ্যোক্তা কর্মশালা।
আলহামদুলিল্লাহ
আল্লাহর অশেষ রহমতে
অত্যান্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিন ব্যাপি উদ্যোক্তা কর্মশালা।
প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের বাস্তবমুখি বানি" বেকার থাকবো না এক দিনও" কে স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিতে এবং বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ হিসাবে ৩ র্মাচ ২০২৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাই ১০০+ স্টুডেন্টের উপস্থিতিতে " দিন ব্যাপি উদ্যোক্তা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে স্টুডেন্টদের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহোযোগি অধ্যাপক জনাব, শফিকুজ্জামান জোয়ারদার স্যার, সিনেট সদস্য রাঃ বিঃ।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনর সম্মানিত কোর ভলেন্টিয়ার এবং মডারেটর Sagar Banik দাদা
ঢাকা ডিসট্রিক্ট এম্বাসাডর শাকিল খান ভাই
নওগাঁ ডিসট্রিক্ট এম্বাসাডর মোঃ রকিবুল ইসলাম ভাই
রাজশাহী ডিসট্রিক্ট এম্বাসাডর যথাক্রমে Deloara Sayeda আপা, Sabina Lipi আপা, Mohammad Kawser Ali ভাই, Alamin Hossain ভাই
চাপাইনবয়াবগঞ্জ ডিসট্রিক্ট এম্বাসাডর Sabbir Hossain Arhs ভাই,
জয়পুরহাট ডিসট্রিক্ট এম্বাসাডর @RH Rimon ভাই
বগুড়া ডিসট্রিক্ট এম্বাসাডর Nasrin Islam Rita আপা
পাবনা ডিসট্রিক্ট এম্বাসাডর এম এ আল মামুন ভাই এবং কৃষক মাসুদ ভূইয়া ভাই
নাটোর ডিসট্রিক্ট এম্বাসাডর আমি আব্বাছ উদ্দিন এবং Md Shahabuddin ভাই Sharmin Shopna আপা
প্রোগ্রামের সকল ডিজাইন করেন Masud Bhuiyan ভাই
স্পন্সরশীপ নিয়ে প্রোগ্রামকে সফল করেন আমার প্রতিষ্ঠান রহিমা কৃষিশোধন,
পাবনা জেলার বিশিষ্ট উদ্যোক্তা Nasir Nasir ভাই ( ধরনি পল্লি উন্নয়ন সংস্থা, হেল্প ),
পাবনা জেলা প্রতিনিধি M. A. Al Mamun ভাই ( কটোন এন্ড কটোন),
নওগাঁ জেলা বিশিষ্ট উদ্যোক্তা Rana ভাই ( রানা গ্রুপ), বগুড়া ডিসট্রিক্ট এম্বাসাডর নাসরিন আক্তার রিতা আপা ( রিতাস কালেকশন, বগুড়ার দই ),
নাটোর ডিসট্রিক্ট এম্বাসাডর মোঃ শাহাবুদ্দিন ভাই ( বনলতা, নাটোরের কাঁচাগোল্লা ),
নওগাঁর সুপার একটিভ কমিউনিটি ভলেন্টিয়ার Tamanna Haque ( হৈমন্তী, নওগাঁর বিখ্যাত প্যারা সন্দেশ)
আয়োজনটির সারবিক সহোযোগিতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের The Dream Talk Family বিশেষ করে Fardin Antor প্রতিষ্ঠাতা , Nisat Taslima Ethu প্রেসিডেন্ট, Ishret Jahan Taniya executive member, Rokon Ahmed executive member of The Dream Talk
আমাদের আয়োজনে ফুল সরবরাহ করেছেন যশোর জেলার সুপার একটিভ উপজেলা এম্বাসেডর Kibria Imran ভাই
ব্যাস্ততা এবং অসুস্থতা সত্ত্বেও
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিন ব্যাপি কর্মশালার সার্বিক বিষয়ে সার্বক্ষনিক দিকনির্দেশনা ও সহোযোগিতা করেছেন রাজশাহী বিভাগের সম্মানিত কোর ভলেন্টিয়ার এবং মডারেটর Selina Akter আপা
প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar জাহিদ স্যারের মহত উদ্যোগকে স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিতে আমরা সম্মেলিত ভাবে অসাধারণ একটি প্রোগ্রাম উপহার দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ ।
শুভাকাঙ্ক্ষী গনের প্রতি দোয়ার দরখাস্ত জানাচ্ছি
আমি কৃষক আব্বাছ উদ্দিন
ব্যাচঃ৬ রেজিঃ১৯০৭
জেলা সমন্বয়ক নাটোর জেলা
ক্যাম্পাস বিষয়ক সমন্বয়ক নাটোর জেলা
প্রশিক্ষক এ্যগ্রোফোরাম
প্রতিষ্ঠাতা রহিমা কৃষিশোধন