পটুয়াখালী জেলার ২০২৩ সালের কর্মপরিকল্পনা, নবীন বরন ও গেট টুগেদার মিটআপ।












অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি , আগামী ০৩/০২/২০২৩ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে #সাগরকন্যা_পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত পটুয়াখালী জেলার ২০২৩ সালের কর্মপরিকল্পনা, নবীন বরন ও মহা সম্মেলনে পরবর্তী গেট টুগেদার মিটআপ। । উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হবে #চিকেন_পয়েন্ট_পটুয়াখালী সদর
সময়ঃ সকাল ১০ ঘটিকায়
উক্ত আয়োজনে পটুয়াখালী জেলার সকল ভাইবোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।


১। ২০২৩ সালের কর্মপরিকল্পনা।
২। নবীন বরন।
৪। মহা সম্মেলনে পরবর্তী গেট টুগেদার।
৫। পটুয়াখালী সদর বিসিক মেলায় পটুয়াখালী জেলার উদ্যোক্তাদের উপস্থিত ও প্রস্তুতি নিয়ে আলোচনা।
৬। প্রবাসী প্রিয় আলতাফ হোসেন ভাই এর সাথে নতুন পুরাতন সবার সাথে সৌজন্যে স্বাক্ষাৎ।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণবন্ত একটা আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ ।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায়
পরিশেষে , কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর স্বপ্নের কারিগর লক্ষ তরুণ/তরুণীর আইকন জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার আইডিয়ার কারনে আজকে আমরা দূরে থেকেও অতি কাছে হতে পেরেছি একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পেরেছি। তৈরি হচ্ছে বিশাল এক নেটওয়ার্ক।