ইউনিক ডুবাই টিমের সম্মানিত কমিউনিটি ভলেন্টিয়ার আমাদের সকলের চেনা মুখ ফেনীর কৃতী সন্তান প্রিয় Hashem Khondokar ভাই।




"প্রবাসীরা বাংলাদেশের অক্সিজেন"

"আমাদের প্লাটফর্মের প্রবাসীরা যখনই বাংলাদেশে আসবেন আমাদের প্লাটফর্মের ঢাকা টীম ঢাকার বিমানবন্দরে আপনাদের অভ্যর্থনা জানাবেন।"

তেমনি আজ ইউনিক ডুবাই টিমের সম্মানিত কমিউনিটি ভলেন্টিয়ার আমাদের সকলের চেনা মুখ ফেনীর কৃতী সন্তান প্রিয় Hashem Khondokar ভাই। বন্দরনগরী চট্টগ্রাম জেলার শাহ্ আমানত বিমান বন্দরে সকাল ৭:১৫ মিনিটে অবতরণ করেন।
প্রিয় ভাইকে অভ্যর্থনা এবং স্বাগত জানানোর জন্য আমি পতেঙ্গা জোন এম্বাসেডর Mahfujur Rahman Sujan এবং কর্ণফুলী জোন এম্বাসেডর Mohammad Ibrahim ভাইয়ের নেতৃত্বে পতেঙ্গা জোন এবং কর্ণফুলী জোনের কয়েকজন প্রিয় ভাই বোনেরা একত্রিত হয়েছিলাম। প্রিয় ভাইকে একে একে ফুল ও ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানানোর পাশাপাশি প্রিয় ভাইকে সাথে নিয়ে কিছু আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি নিরাপদে ও সম্মানের সাথে এয়ারপোর্ট ত্যাগ করতে সহায়তা প্রদান করতে সহায়তা করি।
















(পতেঙ্গা জোন এম্বাসেডর)।