প্রশিক্ষণের বিশ্বরেকর্ড ২০০০ তম দিন উদযাপনের সফলভাবে সম্পন্ন করেছে সাগরকন্যা পটুয়াখালী জেলা টিম।
আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন। প্রিয় প্লাটফর্ম বিশাল মাইলফলকে ভালো না থেকে কি পারি।
আলহামদুলিল্লাহ
#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন এর বিশ্ব রেকর্ড ২০০০ তম দিন উদযাপনের অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের এই দিনে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মেন্টর, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
জনাব Iqbal Bahar Zahid স্যার কে। যার অবদানে আমরা পেয়েছি বিশাল এই মায়াময় প্লাটফর্ম। আল্লাহ পাক প্রিয় স্যারে কে নেক হায়াত ও সুস্থতা দান করুন।











#Sajida_Rahman আপু
Shathi Akter আপু
#Atik_Mussabbir_AR Rakib ভাই
ভাই সহ পটুয়াখালী জেলা সমন্বয়ক ডাক্তার সাইফুল আরিফিন ভাই শাওন ভাই, আরো অনেক ভলান্টিয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি পটুয়াখালী জেলার সকল দায়িত্বশীল ও আজীবন সদস্যদের কে, আপনাদের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ করায়, আজকের অনুষ্ঠানটির প্রাণ ফিরে পেয়েছে ও সফল ভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।