চুয়াডাঙ্গা জেলায় (NBMEGF) এর ২০০০তম দিন উৎযাপন
বাংলাদেশের ৬৪ জেলা ও বিশ্বের ৫০ টি দেশের সাথে চুয়াডাঙ্গা জেলা ও ২০০০ তম দিন উদযাপন করল।১০০০তম দিন উদযাপন করেছিলাম এবার ২০০০তম দিনও উদযাপন করলাম। এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।
স্যারের নির্দেশনা অনুযায়ী প্রধান অতিথিকে AV দেখানো সহ ফাউন্ডেশনের লিফলেট বিতরন করা হয়েছে।৫০+ উপস্থিতিতে আমাদের ২০০০তম দিন উদযাপন ও নতুন পুরাতন উদ্দোক্তাদের গল্পে যুুব উন্নয়ন অধিদপ্তরের হলরুম ছিলো মুখরিত।
আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম জেনে ও দেখে যুুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুম আহামেদ স্যার আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রশাংসা ও স্যারের জন্য দোয়া করেন।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মাসুম আহামেদ উপ পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,চুয়াডাঙ্গা।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সোহেল তামজিদ হিরো।