টানা ২০০০ তম দিন উদযাপন উপলক্ষে ফেনী জেলা কতৃক এক মেগা মিটআপ আয়োজন করা হয়েছে।
আসসালামু আলাইকুম,
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড টানা ২০০০ তম দিন উদযাপন উপলক্ষে ফেনী জেলা কতৃক এক মেগা মিটআপ আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জনাব হালিম উল্লাহ স্যার,
সহকারী মহা ব্যবস্হাপক -- বিসিক ফেনী।
অনুষ্ঠান সঞ্চালনা; জে এম ফারুক ,
কোরআন তেলওয়াত : মোতাহের হোসেন ভাই,
শপথ পাঠ : বিবি জয়নব মুক্তা,
জাতীয় সংগীত : এমিনা জান্নাত লোপা,
উপস্থিত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
মোহাম্মদ ফোরকান,
জেলা সমন্নয়ক -- ফেনী।
,,,,,,আরও উপস্থিত ছিলেন

কান্ট্রি এম্বাসেডর -- কাতার।









কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য গন।
উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ