তাহলে কি আমাকে দিয়ে হবে না? জীবন যুদ্ধে আমি কি হেরে গেলাম?







অফুরন্ত ভালোবাসা ও সীমাহীন কৃতজ্ঞতা জানাই আমার জন্ম দাতা বাবা - মায়ের প্রতি। আল্লাহর ইচ্ছায় যাদের উছিলায় এত সুন্দর পৃথিবীতে আমার আগমন ঘটেছে।


যিনি এতগুলো ভালো মানুষের মিলন মেলা তৈরী করে দিয়েছেন আমাদের জন্য। যার অনুপ্রেরণায় এবং নির্দেশে আমি আজ আমার জীবনের গল্প লিখতে বসেছি।
সকলেই আমাকে সাপোর্ট ও সহযোগীতা করে পাশে থাকবেন।আমিও থাকবো ইনশাআল্লাহ।





২০০৯ সালে এইচ এস সি পাশ করি।পাশ করার পর খুব ইচ্ছে অনার্সে ভর্তি হবো। কিন্ত সেটা চিন্তা করাও যেন কষ্টসাধ্য ছিলো।





আস্তে আস্তে আরো বাধা আসতে থাকে। তবুও চেষ্টা করে যাচ্ছি, যেনো লেখাপড়া শেষ করে একটা চাকরি পেয়ে সকলের আশা ও তাদের ভুল বুঝাটার অবসান ঘটাতে পারি।

















"হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে,
বাধা- বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে?
আবারও প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হই। এবার আমার মনে ভীষণ জিদ চাপে, আমাকে পারতেই হবে। কেন পারবো না? বার বার এই প্রশ্ন জাগে মনে। আবার স্যারের সেশন পড়তে শুরি করি। নতুন করে স্বপ্ন দেখি। জীবনের প্রয়োজনে চলে আসি কক্সবাজার। সমুদ্রের সামনে দাড়িয়ে ভাবছি "সত্যিই কি আমি জীবন যুদ্ধে পরাজিত সৈিনক"? আরেকবার কি শেষ চেষ্টা করে দেখা যায় না? সবাই যখন সমুদ্র স্নানে ব্যস্ত তখন আমি চেয়ে আছি সেই ছোট ছোট শিশুগুলোর দিকে, যারা জীবিকার তাগিদে ফেরিওয়ালার কাজে ব্যস্ত।

নিজের এলাকা মুক্তাগাছায় শোরুম নেওয়ার চিন্তা করি ও সবার চাহিদা মতে তা শুরু করলাম। যেখানে থাকবে কক্সবাজারের শুটকি,এবং বিভিন্ন বার্মিজ আইটেম। যা আমাদের এলাকায় সচরাচর পাওয়া যায় না।
আগষ্ট মাসের শেষ সপ্তাহের দিকে আমার শোরুম এর শুভ উদ্বোধন টা করতে চাচ্ছি। যাতে আমিও হতে পারি সফল একজন।


তারপরও আজ আমাদের ফাউন্ডেশনের ভাই -বোনদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করার কিছু উদ্দেশ্য ছিলো। যা আমি নিজের জীবন থেকে শিখেছি।
যেমন :-
১. আমি না বুঝে শুধু লাভের কথা চিন্তা করে উদ্যােগ নিয়েছি।
২. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি।
৩. ধৈর্য্য না ধরে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।
৪. নিজের সাথে রাগ করে সময় নষ্ট করেছি।
আমার জীবন থেকে প্রায় চার বছর হারিয়ে গেছে শুধু সিদ্ধান্তহীনতার মাঝে। যার ফলে আমি সফলতা থেকে অনেক পিছিয়ে গেছি। আশা করছি আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
"জীবনে বড়,সফল ও সুখী হতে হলে পজেটিভিটির কোন বিকল্প নেই। আপনি পারবেন,কেন পারবেন না? সবাই পারলে আপনিও পারবেন।"
বাণীতে,
আমাদের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার।


এত কষ্ট করে সকলের মূল্যবান সময় নষ্ট করে আমার লেখা পড়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। লাইক কমেন্ট করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। সকলকেই অসংখ্য ধন্যবাদ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৫৬
Date:- ০৮/০৮/২০২৩ইং
শাকিলা সুলতানা
ব্যাচ : ২২
রেজিষ্ট্রেশন : ১১৯২৮৬
জেলা : ময়মনসিংহ
বর্তমান অবস্থান : কক্সবাজার।