সপ্তাহে দুটো করে ডায়ালাইসিস নিতে হচ্ছে।চরম বাস্তবতার মুখোমুখি হই এবং হাতাশায় ভুগি।


আসসালামু আলাইকুম








নরসিংদী জেলার, পলাশ থানার ,জয়নগর গ্রামের নানু বাড়ীতে আমার জন্ম।

আমার প্রথম ভালোবাসা ও আদর্শ আমার বাবা। বাবার আদর্শেই আজও পথ চলছি ভালোবেসে।




৫ভাইয়ের পর আমার জন্ম হওয়ার কারনে খুবই আদরের ছিলাম।৫ভাইয়ের মধ্য মনি হয়ে হেসে খেলে আনন্দ ভালবাসায় বড় হতে থাকি। ছোটবেলা থেকেই আমি খুব শান্ত স্বভাবের ছিলাম যার জন্য সবাই আমাকে ভীষণ ভালোবাসতেন। সেই সুবাদে আমার শৈশব কৈশোর খুবই আনন্দ এবং সুখের কাটে।


আমার লেখাপড়ায় হাতে খড়ি আমার বড় ভাইয়ের হাতে। চাকরির সুবাদে ভাইয়া নারায়ণগঞ্জে থাকতেন। তাই আমার লেখাপড়ার পার্ট শুরু হয় সেখান থেকেই। মেট্রিক, ইন্টার, ডিগ্রী, মাস্টার্স ( অর্থনীতি), সম্পন্ন করি নারায়ণগঞ্জ থেকেই।
এরপর ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হতে পর্যায়ক্রমে বিএড ও এমএড সাফল্যের সাথে শেষ করি।


২০০৬ সালে পারিবারিকভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। শুরু হয় জীবন যুদ্ধ।























📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৫৬
Date:- ০৮/০৮/২০২৩ইং
আপনাদের ভালোবাসায় সিক্ত
আমি মমতাজ বেগম
ব্যাচ :-২০
রেজিস্ট্রেশন:- ১০৯৩৫৬
নিজ জেলা:- নরসিংদী
জোন :- মতিঝিল
বর্তমান অবস্থান ঢাকা, বাসাবো
থানা :- সবুজবাগ
কাজ করছে :- হোমমেড ফুড, জামদানি প্রোডাক্ট ইত্যাদি নিয়ে
এবং আমার একটি পেজ আছে
স্বত্বাধিকারী :- Ria's closet