প্রাণের শহর বাণিজ্য নগর চট্টগ্রামে #উদ্যোক্তা মিলন মেলা|


আলহামদুলিল্লাহ গতকাল (১১/১১/২০২৩) ছিল আমার প্রাণের শহর বাণিজ্য নগর চট্টগ্রামে #উদ্যোক্তা মিলন মেলা,
অনেক প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চমৎকার একটি আয়োজন সু-সম্পন্ন হল। অনুষ্ঠানের আয়োজনে এবং ক্যামরার পিছনের ভাই এবং বোনদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তবে তাদের অক্লান্ত পরিশ্রমের সুফল বয়ে আসল প্রাণের মিলন মেলায় প্রিয় ভাই - বোনদের হাসি খুশি আর উজ্জাসে। পুরো ১০০+ মেম্বারে হলরুমটি কানায় কানায় পরি পূর্ণ ছিল।
আরো উপস্থিত ছিলেন সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ
ফাউন্ডেশন উপদেষ্টা তারভীর শাহরিয়ার রিমন, ডাক্তার বিদুৎ বড়ুয়া, মো: নাজমুল হাসান, সুমেন কানেনগো।
আগত অতিথিদের চমৎকার আলোচনায় হলরুমটি মাতিয়ে রেখেছিলেন সারাক্ষণ।
চমৎকার এই প্রোগ্রামের আহবায়ক ছিলেন সম্মানিত এবং প্রিয় ভাই Md Tarek Uddin Noman ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।
