ছোট বেলায় চিত্র নায়িকা সাবানার সিনেমা দেখে নিজে ব্যবসায়ী হবার স্বপ্ন শুরু।
রনি আক্তার
ব্যাচ : ১১- রেজি : ২৮৪৪৬
ডিসট্রিক্ট এম্বাসেডর, নিজের বলার মত একটা গল্প ফাইন্ডেশন
নরসিংদী জেলা।
ছোট বেলায় সাবানা ম্যাম এর বাংলা ছবিতে দেখতাম একটা সেলাই মেশিন চালিয়ে আস্তে আস্তে বিশাল কোম্পানির মালিক হয়ে যায়। আর সেই থেকেই আমার চিন্তা বড় হয়ে আমি একজন ব্যবসায়ী হব আর এক নামে আমাকে সবাই চিনবে।
সেই ভাবনা থেকেই ২০১২ তে আমার ব্যবসায়ী জীবন শুরু আমি কিন্তু কন্টিনিউ করতে পারি নাই। তখন তো অনলাইন বিজনেস এতটা জনপ্রিয় হয়ে উঠেনি। অনলাইন বিজনেস কিভাবে করতে হয় আমি জানতাম না কিন্তু করোনার সময় মোবাইলে সময় দিতে দিতে জানতে পারলাম নিজের বলার মত একটি গল্প প্লাটফর্ম এর কথা। সেই থেকে ফাউন্ডেশন এ যুক্ত হই।পথচলা শুরু ১১তম ব্যাচ থেকে। টানা ৯০ দিন স্যারের সেশন পড়লাম এবং গ্রুপে সময় দিলাম আর সেখান থেকেই আমি শিখে গেলাম একজন সফল উদ্যোক্তা হতে গেলে আমাকে কি কি করতে হবে।
শিখে গেলাম কিভাবে অনলাইন এ নিজের বিজনেস এ ব্র্যান্ডিং করতে হয়। আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করলাম আমার অনলাইন বিজনেস আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশনে প্রচুর সময় দিলাম। বিভিন্ন ভাবে ভলান্টিয়ার কাজ এর সাথে যুক্ত হয়ে নিজেকে ও নিজের বিজনেস কে ব্র্যান্ডিং করলাম। যার ফলে এখন আজ আমি একজন সফল নারী উদ্যোক্তা আলহামদুলিল্লাহ।
আমার সব শিক্ষা নিজের বলার মত গল্প প্লাটফর্ম থেকে। আমি শিখেছি কিভাবে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হবে কিভাবে সব সময় পজিটিভ থাকতে হয় আর কি ভাবে নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হলে ধৈর্য্য ধরে লেগে থাকতে হয়। যে আমি অনলাইন বিজনেস বুঝতাম না সেই আমি স্যারের শিক্ষা নিয়ে এই প্লাটফর্মে আজ সেল করছি লক্ষ লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ
আপনার কোন দুঃখ বা কষ্ট কথা, যা মনে হলেই চোখ ভিজে ওঠে? আমার কোনো দু:খ আগে ছিল না তবে এখন আমার মা নেই তাই মায়ের কথা মনে হলেই অনেক কাদি। দোয়া করি সব সময় ওপারে ভালো থাকুক আমার মা। আমার জীবনে এখন পর্যন্ত তেমন কোন ভুল নেই। সামনেও কোনো ভুল করতে চাই না ইনশাল্লাহ। সংসার এবং বিজনেস এর পাশাপাশি আমার পড়াশোনা এখনো চলছে। আমি ফ্যাশন ডিজাইন এর ২য় বর্ষের ছাত্রী। আমার ব্যবসায়ের প্রথম মূলধন ছিল ১০ হাজার টাকা। বাটিকের সব ধরনের পন্য এবং সব ধরনের প্রিণ্টের বিছানার চাদর। অনলাইন ব্যবসার বয়স ২ বছর এর বেশি। বর্তমানে আমার সেল ২ লক্ষ টাকার বেশি। বর্তমানে আমার মূলধন প্রায় ১০ লক্ষ টাকা। আর এখন থেকে আমি নিজেই উৎপাদন করছি দেশীয় পন্য বাটিক নিজেকে দেখতে চাই একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে। আমার একটি পেইজ আছে যার নাম রংধনু বুটিকস।
আমার অনলাইনে যা সেল হয় এর ৮০% সেল হয় নিজের বলার মত একটা গল্প ফাইন্ডেশন থেকে।
জীবনে অসৎ হবার চেয়ে সৎ হওয়া জরুরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন- ‘তুমি জান ক্ষুদ্র যাহা ক্ষুদ্র তাহা নয়,/সত্য যেথা কিছু আছে বিশ্ব সেথায় রয়।” সত্য চিরন্তন। সত্যই জীবন। সত্যই চাওয়া-পাওয়া। সত্যের জন্যই আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ। তাই আমি সব সময় সৎ ও পজিটিভ থাকার চেষ্টা করি। আমিই নিজেকে একজন ভালো মানুষ মনে করি কারণ আমি একজন পজিটিভ মানুষ। সৎ থাকার চেষ্টা করি। বাবা মা কে ভালোবাসি। কথা দিয়ে কথা রাখি।
আমি বিশ্বাস করি আগামী ৫ বছরের মধ্যে রংধনু বুটিকস হবে স্বনামধন্য ব্র্যান্ড। দেশ এবং দেশের বাইরে থাকবে আমার শোরুম। আমি সৃষ্টি করবো শত শত মানুষের কর্ম সংস্থান এবং আমার মত এমন আরো অনেকের সৃষ্টি হবে নিজের বলার মত গল্প।
ইকবাল বাহার জাহিদ স্যার কে স্যালুট জানাই । স্যার আপনাকে কৃতজ্ঞতা জানানোর যদি বিশেষ কোন ভাষা আমার জানা থাকত তাহলে সে ভাষায় ই আপনাকে কৃতজ্ঞতা জানাতাম।
সব সময় ভালো থাকবেন প্রিয় স্যার।