মনের মধ্যে লালিত স্বপ্ন বড় কিছু হওয়া….
সোহেলীয়া আখতার।
অনলাইন ভিত্তিক পেজ: Shohelia's Dream/ সোহেলীয়া"স ড্রিম এর স্বত্বাধিকারী।
নিজ জেলা রাজশাহী
রাজশাহীর মেয়ে । ছোট বেলা থেকে পড়াশোনাই ভালোই ছিলাম।
জীবনে বড় কিছু হবো ,ভালো মানুষ হবো এই লক্ষ্যেই এগিয়ে গেছি সবসময়।
এক এক করে সব ধাপ ভালো ভাবে পাশ করলেও কেন জানি সবকিছুই আমার অল্পের জন্য মিস হয়ে যেতো। আর আমি হতাশায় ডুবে যেতাম কিন্তু কখনও ভেঙে পড়ি নাই হেরে যাই নাই ।
এরপর বাঙালি মেয়েদের যা হয় । বিয়ে,সংসার,বেবী সব সামাল দিয়ে ১ম শ্রেনীর কর্মকর্তা হওয়ার স্বপ্ন একসময় পরিত্যাগ করতে হলো ।
চাকরি করেছিলাম ইংলিশ মিডিয়াম স্কুল এ । কিন্তু ঢাকায় আমার পর মেয়েদের রেখে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও আর চাকরি কনটিনিউ করতে পারি নাই।
স্বপ্ন কিন্তু দেখতে ভুলি নাই , মনের মধ্যে লালিত ছিল বড় কিছু হওয়ার।
লক ডাউনে সবাই যখন আতঙ্কিত ,মোবাইল এ বেশি সময় কাটাতে যেয়ে অনেক কিছুর সাথে সাথে নিজের আত্মবিশ্বাস টা যেন আবার ফিরে পেলাম এবং নিজের একটা পরিচয় তৈরি করতে সাহস পেলাম উদ্যোক্তা হওয়ার।
দেশের প্রতি ভালোবাসা আমার জন্ম থেকেই। আমি আমার রাজশাহী কে বড় ভালোবাসি । তাই রাজশাহীর মেয়ে হিসেবে রাজশাহী সিল্ক এর প্রসারে রাজশাহী সিল্ক নিয়ে আমার উদ্যোগ শুরু করলাম।
রাজশাহী সিল্ক ঐতিহ্য বাহী পন্য তার বাজার হারাতে বসেছে । আমি একা হয়তো পারবো না কিন্তু এর পূর্বের অবস্থা ,আভিজাত্য ফিরিয়ে আনতে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাবো। এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার অনলাইন ভিত্তিক shohelia's Dream এর শূভসূচনা।
"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" আমাকে
একজন সৎ ও পজিটিভ মানুষ হতে তৈরী করছে প্রতিনিয়ত । এবং দেশের প্রতি, মানুষের প্রতি দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পেয়েছে এই গ্রুপে যুক্ত হয়ে।
একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ ।
একজন ভালো মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং বুক ফুলিয়ে সাহসিকতার সাথে বেঁচে থাকা যায় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এ থেকে আমি ধারণ করছি।
আজ আমি একজন নারী উদ্যোক্তা শত বাধা পেরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করেছি । আমার মা ছিলেন আমার অনুপ্রেরণা ও শক্তি । কিন্তু খুব কষ্ট হয় আমার মা তা দেখে যেতে পারেননি।ভাবলেই চোখ ভিজে যায়।
জীবনের কোন ভুল :ভুল তো মানুষ মাত্রই হয়। জীবনেব কোন কোন সিদ্ধান্ত ভুল হয়েছে আবার তা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছি।
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকের ডিগ্রি অর্জন।
আমার ব্যবসার প্রথম ১০,০০০ টাকা মূলধন নিয়ে আমি আমার উদ্যোগ শুরু করেছিলাম
রাজশাহী সিল্কের সকল ধরনের পণ্য যেমন রাজশাহী সিল্কের শাড়ি, থ্রিপিস,ওড়না, শীতের শাল, পুরুষদের শার্ট,পাঞ্জাবির সাথে আছে আমার নিজস্ব ডিজাইনের আমার ইউনিক পণ্য রাজশাহী সিল্ক কাপড়ের তৈরি স্যান্ডেল ও ব্যাগ।
প্রায় দেড় বছর হলো আমি আমার উদ্যোগ পরিচালনা করছি। মাসিক সেল ২০ থেকে ৩০ হাজার টাকা এবং মূলধন প্রায় ২ লাখ টাকা ।
নিজের বলার মতো গল্প সংগঠনে পরিচিতি পেতে শুরু করেছি । আমার কাছে একটি সম্ভবনাময় ফাউন্ডেশন বলে মনে হচ্ছে যা আমার উদ্যোগকে সফলতা এনে দিতে পারবে ।
জীবনে সৎ ও পজিটিভ থাকাকে শতভাগ ধারণ করি।
ছোট থেকে পরিবার আমাকে শিখিয়েছে সৎ ও পজিটিভ থাকতে, অন্যায়ের সাথে কখনো আপোষ করিনা । মানুষের জন্য কাজ করি ও আজীবন করতে চাই।
ঐতিহ্যবাহী পণ্য রাজশাহী সিল্ক এর জৌলুশ হারাতে বসেছিল। এই দেশীয় পণ্যের প্রসারে আসার উদ্যোগ Shohelia's Dream কে সাথে নিয়ে পথচলা।
আগামী ৫ বছরের মধ্যে আমি আমার প্রতিষ্ঠান Shohelia's Dream এর মাধ্যমে রাজশাহী সিল্ক পণ্যকে দেশ ও বিদেশে সমাদৃত করতে চাই। তার সাথে আমার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে নিজের নাম সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই।
একজন নারী শতো বাধা অতিক্রম করে ৫০ বৎসরে ঘুরে দাঁড়াতে পারে তা দেখিয়ে দিতে চাই।
দেশের জন্য কাজ করে যেতে চাই।
ধন্যবাদ সবাইকে।