চাকরি করব না , চাকরি দিবো
আমি শেখ সোমা, জেলা কিশোরগঞ্জ। আর দশটা মানুষের মতো আমারও স্বপ্ন ছিল আমিও চাকুরী করবো । সেই লক্ষ্য নিয়েই পড়াশুনা করেছিলাম ।সপ্ন ছিল একদিন অনেক বড় চাকরী করবো। অনার্স / মাস্টার্স শেষ করলাম, বয়সও প্রায় শেষের দিকে ।
আমি তখন হন্যে হয়ে চাকুরী খুঁজছিলাম। তখন চাকুরী না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম । কিন্তু মনে ছিল সাহস কিছু একটা করতে হবে আমাকে। আমি জানতাম পরিকল্পনা আর ইচ্ছা শক্তি থাকলেই জীবনের সফলতা সম্ভব। আমার ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবো । কিন্তু বয়স শেষ কি করবো ?মেয়ে হয়ে জন্মেছি তাই সহজে কিছু ভাবতে ভয় পেতাম কারন মেয়েরা কিছু করতে চাইলে সমাজে অনেক বাধা বিপত্তি আসে। তাই সমাজকে তোয়াক্কা না করে পরিবারের সাপোর্ট নিয়ে নেমে গেলাম নিজের লক্ষ্যে ।এভাবেই শুরু হল আমার উদ্যোক্তা জীবন ।
উদ্যোক্তা হওয়ায় জীবনে আমাকে অনেক কিছু দিয়েছে । আজ সমাজে আমাকে মাথা উঁচু করে চলার পথ দেখিয়েছে । যারা দুদিন আগে আমাকে নিয়ে সমালোচনা করত চাকুরী হয় নাই বলে । তারা আজ আমার পথ অনুসরণ করছে । আমি আজ সমাজে নিজের পরিচয় দেওয়ার মতো একটা যায়গা তৈরি করতে সক্ষম হয়েছি ।
জীবনে চলার পথে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে । আজ আমি জীবনের একটা কষ্টের কথা বলবো, চাকরীর জন্য হন্যে হয়ে যখন ঘুরছি কোথাও চাকরী পাই নাই ।
একজন বন্ধুর মাধ্যমে চাকরী ভাইভাতে পাশ করিয়ে দিবে বলে অনেক গুলো টাকা দেই তাকে।কিন্তু চাকরী হয় নাই আমার সব টাকা সে নিয়ে যায়। সেই টাকা দিতে গিয়ে আমার জীবনটা উল্টা পাল্টা হয়ে যায় । অনেক কষ্ট করে সেই টাকা পরিশোধ করি ।
সেই কথা ভাবলে আজো চোখে নিজের অজান্তেই জল চলে আসে ।এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল । পরিবারের কাউকে না বলে চাকরীর জন্য বন্ধুকে অনেক গুলো টাকা দিয়েছিলাম । আমি অনার্স মাস্টার্স শেষ করেছি । আমার বিজনেস এর মূলধন ছিল মাত্র ১৫০০ টাকা ।আমি কাজ করছি হ্যান্ডপেইন্ট নিয়ে । শাড়ি, পাঞ্জাবী , ওয়ান পিস , টুপিস , বেবি ড্রেস , কাঠের গহনা ইত্যাদি নিয়ে ।
আমার বিজনেস এর বয়স এখন প্রায় ২৫ মাস । বর্তমানে আমার মাসিক সেল ৩৫/৪০ হাজার টাকা আলহামদুলিল্লাহ । আমার বর্তমান মূলধন চার লক্ষ্য টাকা । আমার সেল এর প্রায় ৮০% আসে নিজের বলার মত একটা গল্প ফাইন্ডেশন থেকে ।
একজন মানুষ যদি জীবনে সৎ থাকে তবে কোন ভাবেই সে হেরে জেতে পারে না । জীবনে চলার পথে সৎ থাকাটা খুব জরুরী । তাই আমি সব সময় সৎ থাকার চেষ্টা করি । এবং এমন ভাবে চলি জেন সমাজ আমাকে ভালো ভাবে । আমি গর্ব করে বলতে পারি আমি একজন ভাল মানুষ ।
আমার সপ্ন আগামী পাঁচ বছর পরে আমি নিজেকে পাছজন প্রতিষ্ঠিত মানুষের সারিতে দেখতে চাই । আমার সপ্নের একটা শপ / আউটলেট থাকবে একদিন । সপ্ন দেখি আমার প্রতিষ্ঠানে কাজ করবে হাজার বেকার যুবক- যুবতী ভাই বোনেরা । সবাই আমার জন্য দোয়া করবেন । সবাই ভাল থাকবেন ।