রোজ প্যাটালস মানে গোলাপের পাপড়ি আর আমার হাত ধরে এই গোলাপের সৌরভ পৌছে যাবে সকলের কাছে।
ফারজানা খানম জিতু
গুলশান জোন এ্যম্বাসেডর
ফাউন্ডার রোজ পেটালস(rosepetalsbd)
ছোট থেকেই একটা স্বপ্ন ছিল ডাক্তার/শিক্ষক হব পাশাপাশি নিজের একটা ব্রান্ডশপ থাকবে। ডিজাইনের প্রতি একটা ঝোক ছিল ছোট থেকেই। কিন্ত ইন্জিনিয়ারিং পড়ার শেষবর্ষে অনাকাক্ষিত কিছু ঘটনা আমার জীবন টাকে একেবারে পাল্টে দেয়। পড়ালেখায় গ্যাপ।আত্মীয় বন্ধু ছাড়া একা হয়ে গেলাম।
২০০৭-২০১৪এই সময়টা আমার জীবনের একটা কঠিন সময় ছিলো। ২০০৭ থেকে ২০১২ সাল অবধি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করি।
এরপরেই পড়ালেখার জন্য জব ছেড়ে একটা কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে জয়েন করি । আবার ভার্সিটি শুরু করে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইন্জিনিয়ারিং টেকনোলোজিতে বিএসসি কমপ্লিট করি।
চেষ্টা করি সরকারি চাকরির।কিন্ত ৯ টা চাকরির লিখিত পরীক্ষায় পাশ করার পরেও জব হয়নি।.
অফিসের পরে টিউশনি শুরু করলাম। আমার কাজ শুরু হত ভোর ৬ টায় আর শেষ হত রাত ১১/১২ টায়। তখনই ভাবতে শুরু করলাম নতুন কিছু করার ।
হঠাৎ ই খুব অসুস্থ্য হয়ে পড়ি। ভুল ট্রিটমেন্টে মৃত্যপ্রায় অবস্থা থেকে একেবারে শূন্য হাতে ফিরে আসি আল্লাহর রহমতে। তারপর আবার শুরু করি বেচে থাকার লড়াই।নামমাত্র মুজুরীতে সেলাই করতাম।নতুন কিছু করার লক্ষ্যে খরচের বাইরে ৬৮০ টাকা জমিয়ে কিছু কাচামাল কিনে ২ টা জামা তৈরী করে সেটা আমার কলিগদের মাঝে সেল করি।ওই টাকা দিয়ে আবার কাচামাল কিনি,এভাবেই শুরু আমার উদ্যোক্তা জীবন।
এখন আমি কাজ করছি,হাতের কাজের ড্রেস,কুশন কাভার,বেবী কাথা,বেডশীট,হাতে বানানো গহনা।পাইকারী ও খুচরা ভাবে সেল করি।
শুরুতে কাজ করতাম অফলাইনে। সঠিক গাইড লাইন ও অনভিজ্ঞতার কারনে সামনে এগোতে পারছিলাম না।এক সময় আমাকে দিয়ে হবে না এই ভাবনায় পরে গেলাম।অনলাইনে পেজ ওপেন করলাম।কিন্তু মার্কেটিং রুলস না জানার ফলে এগোতে পারিনি।
এরপরই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন যুক্ত হই ১০ব্যাচে। আলহামদুলিল্লাহ স্যারের ৯০ টি ভিডিও সেশন,আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ৪বছর অনলাইনে ব্যবসায়ে আজ আমার মাসিক সেল ২০০০০-৮০০০০/ সেলের ৫০% ফাউন্ডেশন থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ। বর্তমান আমার মূলধন ৫লক্ষ টাকা।
আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি সততার সাথে কাজ করি।ইনশাআল্লাহ সারাজীবন এই সততা ধরে রাখব। কেননা সৎ ও পজিটিভিটির কোন বিকল্প নেই।
আজও আমার চোখ ভিজে উঠে একা যখন ভাবি আমি এই ব্যস্ত ঢাকা শহরে ৬ মাস ভাত খেতে পাইনি।টং দোকানের ১টা পাউরুটি আর এক কাপ চা খেয়ে দিন কাটিয়েছি সেটাও নিয়মিত পাইনি।৩/৪ দিন শুধু পানি খেয়েও কাটিয়েছি।ভাত খাবার জন্য কতটা অস্থির হয়েছিলাম। ঢাকতে আমার রক্তের সম্পর্কের আত্মীয়দের রূপ পরিবর্তন দেখেছি।এত বিপদেও নিজের প্রখর আত্মসম্মানবোধের কাছে নিজেকে হেয় করিনি।
আমার জীবনের এত ভুলের বসবাস যা গল্পকথাকেও হার মানায়। আমার সব থেকে বড় ভুল আমার সরলতা। আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি আর ঠকে যাই। উদ্যোক্তা ও ব্যক্তিগত জীবন ২ স্থানেই এই কারনে আমি সমস্যায় পড়ি।
প্রিয় প্লাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন দিয়েছে আমায় নতুন এক জীবন। আমার স্বপ্নহীন চোখে বুনেছে হাজার স্বপ্নের জাল। মাথা উচু করে বাচতে শিখিয়েছে।
আলহামদুলিল্লাহ আগামী ৫বছরে, আমি চাই আমার কাজ পৌছে যাবে দেশের গন্ডি পেড়িয়ে বিদেশের মাটিতে। রোজ প্যাটালস মানে গোলাপের পাপড়ি আর আমার হাত ধরে এই গোলাপের সৌরভ পৌছে যাবে সকলের কাছে। আমি মূলত অসহায় নারীদের নিয়ে কাজ করি সমাজে তাদের সময় উপযোগি শক্ত অবস্থান তৈরি করার জন্য।
ইনশাআল্লাহ সফল হবোই আমি।