“নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন", সোসাইটি রেজিস্ট্রেশন দ্বারা প্রত্যয়িত।
রেজি. নং: S-13399/2020.
নিজে স্বপ্ন দেখি ও তরুণদের স্বপ্ন দেখাই – এটা আমার সামাজিক দায়বদ্ধতা যা আমি কোন প্রকার পারিশ্রমিক ছাড়া করি এবং প্রতিদিন ৫-৬ ঘণ্টা সময় ব্যয় করি এই কাজে। প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের ৬৪ জেলার ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ ৬৬৬,০০০ তরুণ-তরুণীদের মাঝে ছড়িয়ে গেলো।
৪টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প” – “চাকরী করবো না চাকরী দেব” ঃ
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারশীপ, ১৬ টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩। বাংলাদেশের ১০০০ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য “নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা ক্লাব” - "বেকার থাকবো না একদিনও"
৪। ভলান্টিয়ারিং শেখা ও চর্চা এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম
গত ২৬ শে অগাস্ট ২০২০ “নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্ম ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়েছে, সোসাইটি এক্ট ২১, ১৮৬০ সাল (নং এস-১৩৩৯৯/২০২০)
গত ১৯৩৫ দিন ধরে ২২ টি ব্যাচের মাধ্যমে চলেছে আমাদের এই অনলাইন কর্মশালা। একদিনের জন্যও আমাদের এই কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ৪ বছর কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। এবং বাংলাদেশে প্রথম বারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” এই প্লাটফর্মে চালু হয়েছে।
আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে। ৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হবার সকল কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কিভাবে একজন ভালোমানুষ হয়ে বুক ফুলিয়ে বাঁচে থাকতে হয়, কিভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।
গত ১৯৩৫ দিনে একদিনের জন্যও আমাদের এই অনলাইন কর্মশালা বন্ধ ছিল না, যা একটি ইতিহাস। এটা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা এখন ৬৬৬,০০০ এরও বেশী।