See More Post

অবাক হলেন অনলাইনে এতো সুন্দর আয়োজন যেখানে করোনা মহামারির কোন ঝামেলা নেই,হাটে যাওয়ার ঝামেলা নেই।

আসসালামু আলাইকুম 


সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই মহামারির মধ্যে সুস্থ রেখেছেন তারজন্য আলহামদুলিল্লাহ। তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি মা-বাবা ভাইয়ের প্রতি যারা আমাকে তাদের আদর্শ অনুযায়ী বড় করেছেন। তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদকে যিনি এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করেছেন।


অনলাইন কোরবানি হাট


🌹গল্পে গল্পে সেল পোস্ট 🌹


স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন 

স্ত্রী  - কি গো এবার মনে হয় আমাদের কোরবানি আর দেওয়া হবে না।এই শহরেই আটকা থাকতে হবে।


স্বামী - কেনো???


স্ত্রী - এই মহামারিতে কি করে গ্রামের বাড়ি যাবো? আর কোরবানি কিভাবে দিবো??


স্বামী - ঠিক বলেছো খুবিই চিন্তার বিষয়, এই মহামারিতে সব কিছু কেমন যেনো থেমে আছে। 


স্ত্রী - তাহলে কি এবার আর আমাদের কোরবানি দেওয়া হবে না???


স্বামী - দেখি কি করি এর মধ্যে কি করে গরুর হাটে যাবো বলো? চারদিকে যে পরিমাণ মহামারি তাতে তো গরুর হাটে যেতে ভয় পাচ্ছি। 


স্ত্রী - থাক তাহলে এ বছর এগুলো বাদ দেও। আল্লাহ বাঁচালে সামনের বছর দিবো।


স্বামী- তা কি করে হয় বলো আমাদের তো কোরবানি দেওয়ার হক আছে। নিশ্চয়ই আল্লাহ কোন না কোন পথ দেখাবেন।


স্ত্রী - হুম ঠিক বলেছো, দেখো কি করবা।


স্বামী - এই সুনছো,  গতকাল আরিফ বলছিলো অনলাইনে নাকি গরুর ছাগলের একটা হাট বলেছে, কি যেনো নাম বলছিলো, ও হ্যা নিজের বলার মতো একটা গল্প গ্রুপ।ওখানে নাকি সব কিছু পাওয়া যায়। আর সব কিছু ১০০% খাঁটি পণ্য। চলো তো গ্রুপটাকে সার্চ দিয়ে দেখি কি কি পাওয়া যায়।


স্ত্রী - আচ্ছা চলো দেখি।


স্বামী - স্ত্রী একসাথে নিজের বলার মতো গল্প গ্রুপে ঢুকে সব কিছু দেখতে লাগলো।MD Ikbal ভাইয়ের গরু,Md Abdullah Al Mamun ভাইয়ের গরু,Al Fahad Razib ভাইয়ের গরু।


এনাদের গরু দেখলেন


স্ত্রী - আচ্ছা আমরা যদি এ বছর গরু না দিয়ে ছাগল দেই তাহলে হবে না???


স্বামী - কেনো হবে না??  অবশ্যই হবে।


স্ত্রী - তাহলে দেখো তো গ্রুপে ছাগল পাও কিনা???


স্বামী - আচ্ছা 


স্বামী স্ত্রী একসাথে গ্রুপের সব কিছু দেখতে দেখতে হঠাৎ করে লিমা খাতুন নামে একজন ব্যাক্তিকে দেখলেন ২ টা ছাগল বিক্রি করবেন।


স্বামী - এই দেখো লিমা আপু নামে একজন ছাগল বিক্রি করবে।


স্ত্রী - চলো তাহলে লিমা আপুর সাথে কথা বলি। তারা আমাকে ইনবক্সে নক করলেন ছাগল কেনার জন্য,  জানতে চাইলেন সব কিছু। 


আমি- সাথে সাথে তাদের সব কিছু বললাম ছাগলের বিস্তারিত ছাগল নিজে হাতে বাড়িতে লালন পালন করা, ২০/২২ কেজি মাংস হবে,দুটি ছাগলের দাম ২৫০০০ হাজার টাকা।আর ছাগল আপনাদের দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ। 


স্বামী স্ত্রী খুশি হলেন এবং অবাক হলেন অনলাইনে এতো সুন্দর আয়োজন যেখানে করোনা মহামারির কোন ঝামেলা নেই,হাটে যাওয়ার ঝামেলা নেই। এবং আমার সাথে তাদের কথা বলে ভালো লেগেছে এবং ছাগল নিবে বলে কনফার্ম করেছেন।


কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারকে কারণ আজ তার জন্য এই মহামারির মধ্যে সবাই এতো সুন্দর একটা প্লাটফর্মের মাধ্যমে আজ অনেকেই ঘরে বসে পবিত্র কোরবানির সব কিছু কেনা কাটা করতে পারতিছেন। হাটে যাওয়ার কোন ঝামেলা নেই। নেই কোন মানুষের ভিড়ের মধ্যে কেনা কাটা।অসংখ্য ধন্যবাদ স্যারকে এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। 



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮২

১৮-০৭-২০২০


লিমা খাতুন 

৯ম ব্যাচ

রেজিঃনং- ১২৫৯৮

জেলা খুলনা 

কমিউনিটি ভলান্টিয়ার 

সদস্য সাপ্তাহিক হাট মনিটরিং টিমের 

পেশা-শিক্ষিকা +ব্যাবসায়ী

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।