বৃষ্টি সবার জন্যই পড়ে, কিন্তু ভিজে কেউ কেউ। প্রিয় স্যারের এমন হাজারো বাণী কতই না পরিবর্তন এনেছে আমাদের জীবনে। বিশেষ করে প্রিয় স্যার এবং প্রিয় গ্রুপের এত এত প্রিয় মুখগুলোর কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। কারণ এত শেখার সুযোগ ও এত অর্জন আর কোথায় পাবো।
গ্রুপ থেকে যা যা শিখলাম তার থেকে দু-একটি না উল্লেখ করলে হয়তো অপূর্ণই থেকে যাবে আমার লিখাটি।
🔷 আমার এগিয়ে যাবার ইচ্ছাই আমাকে বহুদূর নিয়ে যাবে।
🔷 নিজের জন্য নয় মানুষের জন্য ভাল কিছু করাটাই এক সময় নিজের জন্য বড় কিছু হয়ে ফিরে আসে।
🔷 অর্জিত জ্ঞান কিভাবে মানুষের সেবায় কাজে লাগাতে হয়।
🔷 ভালো মানুষের মূল্যায়ন সকল ক্ষেত্রেই।
🔷 সমস্যা থেকে বেরিয়ে আসবে নতুন কোনো সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি।
বদলে যাবার গল্পঃ
গ্রুপে যুক্ত হবার পর থেকে স্যারের ক্লাস গুলো নিয়মিত করতাম এবং গ্রুপের সকল রুলস গুলো মেনে চলতাম। জাস্ট এতোটুকুই - বিশ্বাস করেন আর না করেন এই দুটি কাজই আমার জীবনে এত পরিবর্তন এনেছে যা অকল্পনীয়।
🔶 আমি এখন সমস্যাকে সম্ভাবনা হিসেবে দেখি।
🔶 চ্যালেঞ্জ নিতে ভালবাসি।
🔶 প্রতিটি কাজ নিজের শতভাগ দিয়ে করি।
🔶 সততা এবং ভালো কাজে আনন্দ খুঁজে পাওয়া।
🔶 কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় তা এখন আমার জানা।
🔶 গ্রাহককে জিতিয়ে দিয়ে কিভাবে জয়ি হওয়া যায়। এই গ্রুপ থেকে সেই মন্ত্র শিখতে পারাও আমার অন্যতম আরেকটি সফলতা।
পরিসমাপ্তিতে বলব- এই গ্রুপে যুক্ত থাকলে আমাদের জীবন বদলে যাবে প্রতিদিন।
হবে সুন্দর।
হবে রঙিন।।।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮২
১৮-০৭-২০২০
👱ইছমত হাসান
👬কমিউনিটি ভলান্টিয়ার
🕴মেম্বারঃ রেজিষ্ট্রেশন টিম
🕴মেম্বারঃ অনলাইন হাট মনিটরিং টিম
👨🎓ব্যাচঃ অষ্টম
🖋️রেজি.নংঃ ৯২৫৩
🇧🇩 জেলাঃ ফেনী
🇧🇩বর্তমান অবস্থানঃ ঢাকা
📱01877788173
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।