আস্সালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি।
সপ্তাহ ঘুরে চলে এলো আমার হাটের আসর 😍
আমি জানি কেউই কিন্তু ভুলেননি হাটের কথা, এ প্লাটফর্মের আমরা সবাই এখন এই হাটের দিনটির জন্য অপেক্ষা করি।
💁
সপ্তাহের মঙ্গলবারটা আসা মাত্রই মনে পড়ে যায়, নানান স্মৃতিকথা! সেইখান থেকে কিছু অনুভূতি শেয়ার না করে থাকতে পারলাম না......
তবে যখনই স্মৃতি কথা গুলো মনে আসে,
চোখের টলমল পানিগুলো,
পুরো চোখ থেকে জমাট বেঁধে,
একটা কোনে এসে,
গড়িয়ে পড়ে মাঝে মাঝে।
কিছু কথা কখনো ভোলার নয়, এইরকমই আমাদের অন্তর ছুঁয়ে যাওয়া কিছু স্মৃতি আজ ভীষণ মনে পড়ছে। হয়তো এই প্লাটফর্মে এতো এতো নতুনত্ব না থাকলে মনে পড়তো না। আবার স্বপ্নও পূরণ হতো না।
দেখুন না, মায়ের সরকারি চাকুরীর সুবাধে কখনও গ্রামে থাকার সুযোগ হয়নি। জন্ম থেকে দেখে আসছি পাখির খাঁচার মতো বাসা বাড়ি। ছোট বেলা থেকে বাসায় বারান্দা থেকে রাস্তা দিয়ে হেটে যাওয়া মানুষ দেখতে দেখতে সময় পার হতো।
খেলাধুলো গুলোও ছিলো ভিন্ন, আমি আর আমার বোন মিলে পাশের বাসার আন্টি আন্টি খেলতাম😃। আর না হলে আমার ভাই বাসায় বই/খাতা সাজিয়ে দোকান দিতো, আর তার কাস্টমার ছিলাম আমরা ২ বোন।
আমার এখনো মনে আছে, আমাদের এলাকার আশে পাশের গ্রাম গুলোতে তখন মেলা হতো, কখনও যাওয়া হয়নি সে মেলায়, খুব মন চাইতো, যদি একটি বার যেতে পারতাম! মনটা খুবই কান্না করতো, কিন্তু কোন সুযোগ নেই, কে নিয়ে যাবে😔 ? বাবাও ছিলেন প্রবাসী। বিকেল হলেই বাসায় বারান্দায় ঝুলে থাকতাম আর দেখতাম! ছোট ছোট বাচ্চারা হাট থেকে বিভিন্ন খেলনা নিয়ে আসতো। খুব অসহায় হয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। খালি মনে হতো, যদি একটি বার এর জন্য খেলনা গুলো একটু ধরে দেখতে পারতাম, আজও ধরা হয়নি সে খেলনা। কান্নায় আজো ভেঙে পড়ি 😭😭।
দিন যতো যাচ্ছে, ততো বেশি আধুনিক জীবনে ঢুকে যাচ্ছি, কখনও আর দেখা হলোনা সেই গ্রাম্য হাট বা গ্রাম্য মেলা। আল্লাহর রহমতে আধুনিক যুগের সেই বাণিজ্যমেলাই একমাত্র ভরসা😊।
এ প্লাটফর্মে এসে জীবনের অনেক না পাওয়া পূরণ হচ্ছে। যে হাট-বার স্যার আমাদের উপহার দিলো তার জন্য, অনেক অনেক ভালবাসা স্যার এর প্রতি। ব্যক্তিগত ভাবে আমার কাছে এ হাট-বারটা একটা উৎসব এর মতো।
আমার ছোট বেলায় না দেখা হাটকে আমি খুঁজে পাই এখানে।
আমার চোখের সামনে শুধু ভেসে উঠে আমার ছোট বেলার কল্পনা করা হাটের দৃশ্যটি। হাটে আমি ছুটে বেড়াচ্ছি এদিক থেকে ওদিক।
তবে আজকে আমার এ হাট, আর ছোট বেলার হাটের সব চেয়ে বড় পার্থক্য হলো
👇👇
আজ আমিও হাটে সদাই-পাতি নিয়ে বসি😁 Bivor Fashion নিয়ে।
💞💞💞
আমি ব্যবসায়ী নই, তবে উদ্যোক্তা হয়ে ওঠার চর্চা করছি। আমার সদাইপাতি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভোর ফ্যাশন এই বন্ধি।
নানা রং এর কাস্টমার সামাল দিতে হচ্ছে আমাকেই। সে এক ব্যস্ততায় দিন যায় আমার।
এর ফাঁকে ফাঁকে আবার নিজেরও কিছু সদাই-পাতি করতে হয়। সব মিলেই আমি এখন মহাব্যস্ত। আলহামদুলিল্লাহ্।
💁
কিছুটা ইমোশনালহয়ে পড়েছি! 🤔🤔 ভাবনা যেনো যায় বহুদুর। ও গল্পে গল্পে আপনারা ভুলে যাবেন না আবার!!! সময় কিন্তু বেশি নেই, তাড়াতাড়ি সব গুছিয়ে নেন। হাটের সময় বেশি বাকি নেই।
গত হাটে আমার আসতে আসতে দেরি হয়ে গেছিলো, এই বার কিন্তু আরও সকাল সকাল রওনা করতে হবে🙆🙆।
আমার স্টল নাম্বার কেউ কিন্তু ভুলবেন না!
💞 ৭০৯৩ 💞
অবশ্যই অবশ্যই আমার স্টলে আসবেন। চা নাস্তারও ব্যবস্থা রাখছি ☕🍪🍷🍔🍜।
💃 হোক সবার ধুমছে বেচা-কেনা 💃
হ্যাঁ তবে সব সময় আমার সাথে থাকতে, আমার পেজটা নিজের মনে করে লাইক দিতে ভুল করবেন না।
👇
https://m.facebook.com/100348695023856
কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর _💝 "জনাব ইকবাল বাহার জাহিদ" _স্যার কে।
স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনলাইন হাটের আসর উপহার দেওয়ার জন্য। এটা আমার দেখা পৃথিবীর ইতিহাসে বিরল একটি অনলাইন হাট। অনেক জাঁকজমকপূর্ণ ভাবে আমরা এ হাট প্রতি সপ্তাহে উপভোগ করছি। আবারো কৃতজ্ঞতা প্রিয় স্যার সাথে স্যালুট।
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৫
২১-০৭-২০২০
ধন্যবাদান্তে,
নিঝুম আমিন
কমিউনিটি ভলেন্টিয়ার
সদস্যঃ সাপ্তাহিক হাট মনিটরিং টিম
৮ম ব্যাচ
রেজি-৭০৯৩
ফেনী জেলা
নিজের বলার মতো একটি গল্প
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।