See More Post

আর একটা কথা বলবো ও শুধু আমার জীবন সঙ্গী নয় আমার খুবই ভালো বন্ধু, বান্ধবী, শিক্ষক এবং ও আমার পৃথিবী....

বিসমিল্লাহির রাহমানির রাহীম....


### রাস্তা পার হতে ভয় পাওয়া এক জন নারীর উদ্যোক্তার গল্প  ###


#আসসালামু #আলাইকুম সবাই কে ##

       **কেমন আছেন সবাই? 


 আমি আলহামদুলিল্লাহ্ আল্লাহ অশেষ রহমতে ভালো       আছি। শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার দরবারে যিনি এখন ও পযর্ন্ত  আমাকে সুস্থ রেখেছেন। #আলহামদুলিল্লাহ্ 


" কৃতজ্ঞতা ও ধন‍্যবাদ জানাচ্ছি  আমাদের সকলের প্রাণপ্রিয় মেন্টর জনাব "@ Iqbal Bahar Zahid sir কে" তিনি আমাদের কে এতো সুন্দর ভালো মানুষের প্লাটফর্ম তৈরী করে দেয়ার জন্য। আল্লাহর  কাছে  প্রার্থনা করি আল্লাহ্ যেন  স‍্যার এবং  স‍্যারের পরিবারের  সবাই কে সুস্থতা  এবং  নেক হায়াত দান করেন  আমীন.....


*** জীবন সঙ্গী " বিশেষ করে এক জন নারী তার মা বাবাকে ছেড়ে, এক বুক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে জীবন সঙ্গী বা স্বামীর কাছে আসে। সে রকম ভাবে আমি ও এসেছি কিন্তু আমার আসাটা  একটু ভিন্ন রকম। কি লিখবো ? পড়বেন তো ? স‍্যার তো আগেই  বলেছেন নিজের গল্প  লিখার জন‍্য এবং গ্রুপের বড় ভাইয়ারা বলেছেন লিখার জন্য ওকে লিখি তা হলে পড়বেন কিন্তু.......


প্রথমত, বলি আমাদের বিয়ে হয়েছে মোবাইলে মাধ্যমে আমরা কেউ কাউকে দেখি নাই। আত্মীয় স্বজনদের দেখার মাধ্যমে আমাদের বিয়েটা হয়। তবে আমার স্বামীর জীবনে একটি অতীত আছে  ও  আমাকে  ওর জীবনের সবকিছু খুলে বলে  ওর কথা  শুনতে শুনতে  আমার চোখে পানি চলে এসেছে আমি নিজেকে সামলানোর জন্য  অন্য প্রসঙ্গটা তুলে ধরলাম.....


ওর সাথে কথা বলে ওর কন্ঠ টা আমার কাছে ভালো লাগে। কখন মনে অজানতে আমি ওকে প্রশ্ন করি, আপনি কি গান গাইতে পারেন। ও তখন অবাক !!! 


ও বলে গান  পারি না তবে দুই লাইন  শুনাতে পারি,আমি অনেক অনুরোধ করার পর ও আমাকে এই গানটা গেয়ে শুনায় ........


ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুখে,ভালোবেসে বুকে ধরে  রাখবো তোমাকেই ভালোবেসে মরবো....

ওর গান শুনতে শুনতে  আমি যেন কোথায় হারিয়ে গেছি...........


ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে করলে আমি ওকেই বিয়ে করবো,...


ওর  আর  আমার বয়সের  একটু তফাৎ  আছে  এবং ওর অতীত ও আছে এই জন্য  আমার আব্বু  নিষেধ  করে দিয়েছে, শুনে আমি  খাওয়া দাওয়া চেড়ে দিয়েছি... সত্যি কথা বলতে ওর অতীতের কষ্টের কথা কেন জানি ওর প্রতি আমার ভীষন মায়া হলো..কেন জানি মনে হলো আমি ওর কষ্ট কে ভালোবেসে ফেলেছি  সাথে সাথে গান  তো আছেই,এমন অবস্হা আমি অনেক টা অভিমান করে  আমার বড় আপুর বাড়িতে চলে যাই,আপুকে বিস্তারিত বলি,আপু আব্বুকে ফোন দিয়ে বিস্তারিত বলে আব্বু সাথে সাথে ওদের বাড়িতে যায়  সবকিছু খোঁজ খবর নিয়ে  ওকে বলে..    

  

দ্বিতীয়, বলি আমি রাস্তা পার হতে ভয় পাইতাম এমন একটা মেয়ে। কিন্তু আমার স্বামী আমাকে বলেছে তুমি যদি শিখ আমি শিখিয়ে দিবো। 


আমি বলছি আমি শিখবো। ছোট বেলা থেকে মা,বাবা,ভাই, বোন, শিক্ষক, ও আত্মীয় স্বজনের কাছে যাহা কিছু শিখেছি। আর এই চার বছর এর চেয়ে   অনেক অনেক বেশি কিছু শিখতেছি আমার স্বামীর কাছে। এখন ও প্রতিদিন শিখি কিছু  না কিছু। 


কি কি শিখেছি তা একটু বিবরণ লিখি.....সুন্দর ভাবে কথা বলা, যখন যে টা হচ্ছে হবে মা বাবা জন‍্য করা, মা বাবা যত্ন নেওয়া, সালাম পুরাটা দেওয়া, রাস্তা পার হওয়া, আগে  আমি কোরআন পড়তে পারতাম কিন্তু তেমন কোন   সূরা মুখস্ত করি নাই,কিন্তু আলহামদুলিল্লাহ্ ওর উছিলায়  আমি    সূরা ইয়াসিন,সূরা আররাহমান, সূরা মূলুক সহ ৫/৬ টা সূরা মুখস্ত করি ফেলি, ও যদি  অনুপ্রেরণা না তাহা কখনো সম্ভব হতো না,


 নিজে কে ভালোবাসা,পজিটিব থাকা, বিশ্বাস অর্জন করা এবং বিশ্বাস বজায় রাখা, মোবাইলের জিমেইল আইডি এবং নিজে বলার মত গল্পের প্লাটফর্মের সাথে যুক্ত হওয়া আরো কত কি লিখে শেষ করা যাবে না। সব আমি আমার স্বামীর কাছে শিখেছি।


তৃতীয়ত 'ওকে না দেখার বিয়ে ছয় মাস পরে  আমি নিজে ঢাকা  গিয়ে " নিজের বলার মত গল্প প্লাটফর্মের দ্বিতীয় সম্মমিলন থেকে ওর পুরষ্কার গ্রহন করেছি"  তথ্য মন্ত্রীর কাছ থেকে।আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি... কয় জন স্ত্রীর  ভাগ্য হয়  স্বামীকে না দেখার আগে তার পুরষ্কার গ্রহন করতে ?


আমি  ওর  কষ্ট  ওর গান ওর  সততা  ওর   কমিটমেন্ট কে অনেক অনেক  ভালো বেসেছি....

ও  সত্যিই অসাধারণ  একজন  সরল মানুষ  আমি সবসময়  ওর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্ যেন   ওকে  নেক হায়াত দান করেন আমীন...


প্রায় আড়াই বছর,  আমরা একে অন‍্যকে না দেখে ওর সংসারের সকল দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ্ এখন ও সকল দায়িত্ব পালন করি এবং সব কথা শেয়ার করি। ও আমার কাছ সব কথা শেয়ার করে। আমার স্বামী আগে খুবই টেনশন করতো। হাই প্রেসার ছিল আমি ও খুব টেনশনে  থাকতাম ওকে নিয়ে। 


কিন্তু আলহামদুলিল্লাহ্ এখন কোনো টেনশন  হয় না। ও গ্রুপের জন্য  ভিতরে ভিতরে  অনেক কাজ করে আমি সব জানি,স‍্যার  হয়তো জানে না, অনেক মানুষের উপকার করে  কিন্তু  শোআপ করে না... সে  আমার দেখা  সেরা  গ্রুপের জন্য  এবং আমার জন্য  নিবেদিত প্রাণ...গ্রুপের সাথে থাকতে থাকতে ওর টেনশন সব দূর হয়ে গেছে। ওর প্রেসার এখন নরমাল। এখন সারাদিন  কল না করলে ও আমি টেনশন মুক্তি থাকি।


এইটা ভেবে নি যে হয় তো গ্রুপে  সময় দিতেছে।"স‍্যারকে অশেষ ধন‍্যবাদ" আমাদের কে এই রকম একটা প্লাটফর্ম দান করার জন‍্য। এই প্লাটফর্ম থেকে  কে কি কি পেয়েছে আমি জানিনা, আমি আর আমার স্বামী অনেক কিছু পেয়েছি। 


এই প্লাটফর্মের সাথে থেকে আমার স্বামী হয়েছে উদ্যোক্তা । ওর অনুপেরনায় আর স‍্যারের শিক্ষা গুলো নিয়ে।


" আজ আমি ও হয়েছি রাস্তা পার হতে ভয় পাওয়া এমন এক নারী উদ্যোক্তা "। আমার স্বামীর অনুপেরনায় আমি তৃতীয় ব‍্যাচ থেকে এই গুরুপের সাথে যুক্ত আছি। সবার পোস্ট দেখি পড়ি স‍্যারের সব সেশন পড়ি এবং শুনি।


আমার স্বামী সব সময় আমকে বলে কিছু লিখার জন‍্য। আমি ফেইজবুকে কখনও  কিছু লিখি নাই। কিন্তু মনে মনে একটা স্বপ্ন ছিল, যে দিন আমি ব‍্যবসা শুরু করবো।সে দিনই আমি পোস্ট লিখবো।


আজ আমার #এম #কে ফ‍্যাশনের প্রথম দিন। আমি ১৫ টি থ্রি  পিছ এক ৫টি শাড়ী দিয়ে  আজকে থেকে শুরু করলাম  এম কে ফ‍্যাশনের যাএা... আমার স্বামীর অনুপেরনা আজ এই জায়গায়এসেছি,

সামনে যাতে আরো ভালো  কিছু  করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের  সবার দোয়ায় আমাদের ভীষন প্রয়োজন.....

আর একটা কথা  বলবো ও শুধু আমার জীবন সঙ্গী নয় আমার খুবই ভালো বন্ধু, বান্ধবী, শিক্ষক এবং ও আমার  পৃথিবী....


 #এবং  আমি ওকে  অনেক অনেক ভালোবাসি শ্রদ্ধা করি....

সাথে সাথে বিশ্বাস করি

        "ওর  পায়ের নিছে  আমার জান্নাত"


 আমার একটাই অনুরোধ  এই গ্রুপের  সকল নারী সদস্যদের কাছে তারা সবাই যেন তাদের স্বামীকে কোন প্রকার  টেনশন  না দেয় সুখে দুখে তাকে  অনুপ্রেরণা দেয় এবং  কেয়ার  করে অনেক অনেক ভালোবাসবেন। কারণ স্বামীর পায়ের নিছে স্ত্রীর বেহেশত।


আর বেশি কিছু লিখে আপনাদের মহা মূল্যবান সময় নষ্ট করব না। ভুল হলে ক্ষমা করবে এবং শিখিয়ে দিবেন আশা করি। আমাদের জন‍্য দোয়া করবেন।যেন বাকি জীবন  সুন্দর ও সুখী ভাবে এক সাথে কাটাতে পারি...........



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৮

২৫-০৭-২০২০


আমি  মারজাহান করিম পলি,

২য় ব‍্যাচ

রেজিঃ নং :১৫৬৪৪.

ব্লাড গ্রুপ  O+

 উপজেলা  সোনাইমুড়ি

জেলা  নোয়াখালী 

ফাউন্ডার এম কে ফ‍্যাশন,

এবং 

ম্যানেজিং  ডিরেক্টর মাকসা ইন্টারন‍্যাশনাল লিমিটেড

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।