See More Post

ব্যক্তিগতভাবে কিন্তু আমার পরম সৌভাগ্য আমি এ গ্রুপ এর একজন গর্বিত সদস্য। আর

আসসালামু আলাইকুম 

আশা করি সকলে সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি। 


প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকলের প্রাণের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে এতো সুন্দর করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রাণপ্রিয় প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছেন। তাইতো স্যার এর প্রতিটি সেশন খুব মনোযোগ সহকারে দেখার ও শেখার এবং অন্তরে লালন করে এগিয়ে যাচ্ছি। অনুপ্রেরণার উৎস হিসেবে স্যারের লাইনটি

👇

স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন ইনশাআল্লাহ সাফল্য আসবেই।

এই প্রতিপাদ্যকে সামনে রেখেই পথ চলা।


=====================================


স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা, যেটা পূরণের আশায় মানুষকে ঘুমাতে দেয় না।


এইতো ৪ বছর আগে ভীষণ মনোযোগী ছাত্রী হিসেবে বেড়ে ওঠা গম্ভীর স্বভাবের আমি, তেমন একটা চঞ্চল স্বভাবের ছিলাম না। হ্যাঁ তবে স্বপ্নবাজ ছিলাম "অন্যদের কল্পনাশক্তি দুর্বল ছিলো কিনা জানিনা, তবে আমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখতাম না।" পাশাপাশি একটু নিরবে সবার কাছ থেকে আদর ও ভালোবাসার নির্মল পরিবেশ সবসময় পছন্দ করতাম। সেরকমই কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে ভালো একটা রিলেশন ছিলো যারা আমার স্বভাবের সাথে মিশে যায়। পড়াশোনা ঢাকা করার সুবিধা তুলনামূলক ভাবে আমার বন্ধু মহল সেখানেই বেশি জমজমাট ছিলো। যেহেতু প্রচুর স্বপ্নবাজ ছিলাম সেহেতো হঠাৎ একদিন কলেজে আমি আমার কাছের সইয়ের সাথে আলোচনা করি, কিছু করা দরকার পড়াশোনার পাশাপাশি, আর আমার মাথায় সব সময় এসব কাজ করতো - নিজের কিছু করার--🤔।  


তখন আমার সই সাজেস্ট করে বলল:-

সইঃ- এই শোন - তুই যেহেতু ব্লক / বাটিক এর কাজ জানিস। (ওহহো একটা কথা জানিয়ে রাখি -নিজেও তখন কিছু ব্লক/ বাটিক এর কাজ জানতাম)। তো নিজেই কিছু ড্রেস কর।


আমিঃ আচ্ছা কিভাবে?


সইঃ- আরে আমি আছি না? আমার পরিচিত কিছু দোকান আছে কাজ হয়ে যাবে আশা করি।


আমিঃ আচ্ছা ঠিক আছে তাহলে কবে যাবি?


সইঃ-  যেদিন তোর ইচ্ছা শুরু করতে চাস ওই দিন।


হ্যাঁ সিদ্ধান্তটা সাথে সাথেই হুট করে নিয়ে নিলাম। কারণ  আমার সই ছিলো পুরান ঢাকার মেয়ে, সে হিসেবে ওর চেনা জানা কিছু কাপড়ের দোকান ছিলো। পুরান ঢাকার কাপড়ের ব্যাপারে অনেক শুনেছি, যখন বাটিকের কাজ শিখলাম। তখন তো ব্যাপক হারে বিভিন্ন জায়গার কাপড়ের কথা শুনতাম। 


যাই হোক সই কে সাথে নিয়ে পাইকারি দামে কিছু কাপড় কিনে আনি। সই এতোটা ইন্টারেস্ট ছিল না, তবে আমার ব্যাপারে সে খুব সিরিয়াস ছিলো। বলল বন্ধু এগিয়ে যা তোর আগ্রহ আমার খুব ভালো লেগেছে।


যাই হোক শুরু করে দিলাম স্বপ্ন বোনার দিনগুলিতে, সইয়ের সাথে গিয়ে যে কাপড়গুলো আনি সেগুলো দিয়ে, কিছু ড্রেস করি। খুবই সীমিত ইনভেস্টে শুরুটা ২২০০ টাকায়।


আমি ঢাকাতে যেহেতু মহিলা কলেজে পড়তাম, সে সুবিধার্থে কলেজে আমার ড্রেস গুলো সেল হয়ে যায়।  আমি মেয়েদের ড্রেস নিয়ে কাজ শুরু করি। সেই অবস্থায় ২২০০ টাকা ইনবেস্ট করে, আমি প্রায় ৩৫০০ টাকার লাভবান হই। সে এক অন্য রকম অনুভূতি ছিলো। আমার প্রতিটি ড্রেস সেল হয়ে যেতো, আমি তো খুশির চোটে মাতোয়ারা। আবার কিছু ড্রেস এর কাজ করি এবং আগের মতোই আমার ড্রেস গুলো চেনা-জানা পরিসরে বিক্রি হয়। এভাবে পায় ৫/৬ মাস চলতে থাকে। কৃতজ্ঞতা সই তোকে।


কোন এক অজানা ঝড় আমার উপর এসে পরল হঠাৎ করে আমার ব্যক্তিগত সমস্যা আমার কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে, যে গতিতে আমি উদ্যোক্তা জীবন শুরু করি, সে গতি যেনো নিমেষেই নিস্তেজ হয়ে পড়ে, গতি পথের ভাঙন ধরতে ধরতে এক সময় গতি শূন্য হয়ে যাই। আমার উদ্যোক্তা জীবনের ইতি হয়। এখনো সেই সময় টা আমাকে পোড়ায়। আমি লেগে থাকতে পারিনি, এ ব্যর্থতা কিন্তু আমার। ব্যক্তিগত জীবনে আমার উঠা-নামা হতেই পারে কিন্তু তাই বলে ব্যক্তিগত জীবন আর কর্মজীবনকে এক করে ফেলা মোটেই উচিত হয়নি আমার। এ ভুল টা আমরা অনেকই করে ফেলি। 


আজ মনে হয় স্যারের ক্লাস গুলো পড়তে পড়তে, হয়তো সে দিন আমার পাশে যদি আমার প্রিয় প্লাটফর্ম থাকতো তাহলে এ ভুল টা আমার হতো না। 


২০১৯ সালের ১৫ জুন নিজের বলার মতো একটা প্লাটফর্ম আমি যুক্ত হই, যুক্ত হবার পর থেকেই গ্রুপ এর মায়ার জালে পড়ে যাই, এতো ভালো মানুষের কারখানা, তা যুক্ত না হলে বুঝতে পারতাম না, আর স্যার এর কথা কি বলবো, স্যার এর প্রতিটি পরামর্শ ছিলো মেডিসিন এর মতো আমার কাছে। 


প্রাণের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর অনুপ্রেরনায় আমি আবার সাহস পাই, স্বপ্ন দেখা, সাহস করে শুরু করার নতুন করে আমার উদ্যোক্তা জীবন। 

২০২০ সালের মে মাসে শুরু করলাম আলহামদুলিল্লাহ। এই শুরু করার সাহস পেয়েছি এ প্লাটফর্ম এ যুক্ত হয়ে। 


আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আল-আমীন এর ইচ্ছায় আমি মোটামুটি ভাবে এগিয়ে চলছি, আমার প্লাটফর্ম ও আমাকে অনেক সার্পোট দিচ্ছে। স্বপ্নের মতো মনে হচ্ছে আবার শুরু করতে পারবো কখনও কল্পনা করতে পারি নি। তবে শুরুতেই আমার বিশ্বাস ছিলো আমি পারবো, কারণ নিজের ইচ্ছা শক্তিটাকে ঝালাই করে নিলাম স্যারের প্রতিটা সেশন থেকে। সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, সফলতা আর ব্যর্থতা যাই আসুক আমি থেমে যাবো না, লেগে থাকবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস রাখি যদি আমি সৎ থাকি, তবে অবশ্যই আমার সাথে সব চাইতে সেরা, আর ভালো টাই হবে। আমার ভেতরে এতো সাহস আর শক্তির যোগান দেয় আমার প্রাণের মেন্টর, জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। অন্তর থেকে দোয়া রইলো প্রিয় স্যার। প্রতিনিয়ত সাহস পাচ্ছি, পরামর্শ পাচ্ছি প্রিয় স্যার এর প্রতিটি সেশন ও পোস্ট থেকে। 


এখনও আমরা অনেকেই যারা উদ্যোক্তা জীবন শুরু করিনি বা ভাবছি কি করবো? আমাদের আর ভাবনা চিন্তা নয়, সাহস করে শুরু করে দিবো উদ্যোক্তা জীবন, কে কি বলল আর কে কি ভাবলো, এই নিয়ে তা মোটে ও চিন্তিত না হই। জীবন আমার আর তাই আপনার স্বপ্ন পূরণের দায়িত্বও আমার। আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে আসবে অনেকেই কিন্তু কেউ আমাকে এগিয়ে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না। এ কথাটাই বাস্তব.......


ব্যক্তিগতভাবে কিন্তু আমার পরম সৌভাগ্য আমি এ গ্রুপ এর একজন গর্বিত সদস্য। আর তার সুবাদে আমি নিজে ভেঙে যাওয়া স্বপ্ন টা'কে আবার পূরণের লক্ষ নিয়ে এগিয়ে চলছি।


স্বপ্ন দেখে, সাহস করে আল্লাহ পাকের রহমতে স্যারের অনুপ্রেরণায় আবার শুরু করে দিয়েছি যখন নিজের উদ্যোক্তা জীবন, এবার শুধু লেগে থাকার পালা। 


আমার প্রতিটি স্বপ্ন আমাকে দিনরাত জাগ্রত করে রাখে ঘুমের মাঝেও আমি যেনো মনে হচ্ছে আমি জাগ্রত।


পাশে থাকবেন সবসময় ভালোবাসায় আগলে রাখবেন এবং দোয়া করবেন। 


"শুধু নিজের ব্যবসা নয়, টাকা উপার্জন নয়, দেশ ও দশের জন্য কিছু করে নিজের বলার মতো একটা গল্প তৈরিতে আমি বদ্ধপরিকর।"


আশাকরি আপনারাও সকলে আমার সাথে থাকবেন ভুল হলে ক্ষমা করবেন।


স্ট্যাটাস অফ দ্যা ডে -২৮৮

২৫-০৭-২০২০


নিঝুম আমিন 

কমিউনিটি ভলেন্টিয়ার 

৮ম ব্যাচ

রেজি- ৭০৯৩

ফেনী জেলা

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।