See More Post

ঠিক যেমন টা অর্ডার করেছিলাম ঠিক তেমন ই পেলাম।

ফয়সাল আর নীলার সংসার বেশি দিনের না। তাই সংসারে একটা নতুনত্বের ছোয়া এখনো লেগেই রয়েছে, গেলো রোজার ঈদ ই ছিলো ওদের দু'জনের একসাথে কাটানো ১ম ঈদ কিন্তু কিছুই কেনা-কাটা হলো না,বর্তমান পরিস্থিতির কারণে। তবে এবারের ঈদে নীলা বেশ কেনা-কাটায় মেতে উঠেছে। আজ ও তারা বের হচ্ছে। 


ফয়সালঃ নীলা,তোমার হলো কি??  খুব বেশি সময় নেওয়া যাবেনা কিন্তু। 


নীলাঃ আমি একদম ই রেডি, আচ্ছা আজ তো আমার কিছু জুয়েলারি কিনব। তাহলে আগে আমরা কোথায় যাবো?

 

ফয়সালঃ আসলে এ ব্যাপারে আমি একদম ই আনাড়ি, চলো বের হই একবার।


বাসা থেকে বের হয়েই তারা মূল শহরের কাছে একটি শপিং মলের উদ্দেশ্যে রওয়ানা হলো। শপিং মলে পৌঁছে ই তারা বড় একটা জুয়েলারি দোকানে ডুকল।


নীলাঃ বাহ,দোকান টা'তো চমৎকার সব জুয়েলারি তে ভরপুর😯


ফয়সালঃ জুয়েলারি দেখলে তোমার আর হুঁশ থাকেনা বুঝি😀


নীলাঃ মোটেই না ফয়সাল😕  জুয়েলারির প্রতি আমার নেশা আছে ঠিক ই,তবে সব ধরনের জুয়েলারি কিন্তু আমি পছন্দ করি না।  


ফয়সালঃ আরে, আমি তো মজা করছিলাম, আমি তো জানি তুমি কি ধরনের পছন্দ করো, ইউনিক জুয়েলারির প্রতিই তোমার বেশি বেশি আগ্রহ।


নীলা দোকানের ডুকেই এক এক করে সব জুয়েলারি দেখতে লাগল।কিন্তু কিছুই ঠিক-ঠাক মতো তাঁর মনে ধরছে না। নীলা বরাবর ই খুব ফ্যাশন সচেতন একটি মেয়ে। এ ব্যাপারে no compromise 


ফয়সালঃ নীলা,পছন্দ হলো😕😕


নীলাঃ যে রকম ভেবেছিলাম সে রকম ভাবে তো কিছুই পছন্দ হচ্ছে, কি করি এখন😔😔


ফয়সালঃ আচ্ছা কি আর করা এখন, আপতত নিয়ে নাও,এ পরিস্থিতিতে আর বেশি সময় দেওয়া নেওয়া যাবে না


নীলাঃ আচ্ছা দেখোতো ফয়সাল, এগুলো কেমন হবে?


ফয়সালঃ  খারাপ না,এখন এর জন্য হবে।


রিকশায় বসে নীলা মন টা একটু খারাপ করে রাখল,ঐ যে মন মতো ঠিক জুয়েলারি টা হলো না। ফয়সাল ব্যাপার টা বুঝতে পারল, তাই সে নীলা কে সান্তনা দেওয়ার চেষ্টা চালালো।


ফয়সালঃ আচ্ছা চলো,বাসায় গিয়ে আমরা অনলাইন এ কিছু জুয়েলারি অর্ডার করি।


নীলাঃ অনলাইন এ ভালো প্রোডাক্ট পাওয়া যায় না তেমন, এটা কি তুমি জানো না😔


ফয়সালঃ না,এমন কেনো হবে, সে দিন আমার বন্ধু রফিক কে তো দেখলাম অনলাইন থেকে ধুমছে কেনা-কাটা করলো বৌ এর জন্য।


নীলাঃ তাই নাকি,আচ্ছা ভাইয়া কে জিজ্ঞেস করো না, জুয়েলারি পাওয়া যায় কিনা😊😊


ফয়সালঃ অস্থির হয়ো না,বাসায় গিয়ে ই ওর সাথে কথা বলি।


বাসায় এসেই ফয়সাল বন্ধু রফিক কে ফোন দিলো।


রফিকঃ কি রে দোস্ত, কি মনে করে?


ফয়সালঃ এই তো দোস্ত, একটা ব্যাপারে ফোন দিলাম, আচ্ছা অনলাইন কি তোর পরিচিত কোন জুয়েলারি শপ আছে, তোর ভাবীর জন্য কিছু জুয়েলারি নিতাম


রফিকঃ হুম আছে মানে, আমার প্লাটফর্ম এ তো আছে, বেশ ইউনিক জুয়েলারি নিয়ে এক আপু কাজ করে, গত সপ্তাহে তো তোর ভাবী কিছু জুয়েলারি আনল,খুব রুচিসম্মত জুয়েলারি


ফয়সালঃ আচ্ছা আপু কে কি করে পাওয়া যায়?


রফিকঃ আমি তোকে আমার প্লাটফর্ম থেকে এ এখন ই invite করছি।


ফয়সালঃ ওকে দোস্ত😊


ফয়সাল এর কাছে " নিজের বলার মতো  একটা গল্প  প্লাটফর্ম"  থেকে invite চলে আসল। ফয়সাল সাথে সাথেই accept করল।


আর তখন ই রফিক এ  নাম্বার থেকে ফোন বেজে উঠল।


রফিকঃ হ্যালো ফয়সাল, গ্রুপ এ নিঝুম আমিন নামে এক আপু আছে, তোর inbox check কর, আমি তোকে আপুর profile link  আর  page link দিয়ছি, আপুর পোষ্ট গুলো দেখতে থাক,জুয়েলারি নিয়ে আপুর বেশ কিছু পোষ্ট আছে। আশা করি ভাবীর পছন্দ মতো জুয়েলারি পেয়ে যাবি।


ফয়সালঃ ঠিক আছে দোস্ত, আমি এখন ই দেখছি

ফোন রেখেই ফয়সাল নীলা কে ডাক দিলো।


নীলা দেখে যাও, তোমার পছন্দ মতো জুয়েলারি পেয়ে গেছি😁


নীলাঃ কি বলো, এতো তাড়াতাড়ি কোথায় পেয়ে গেলে, ফোনের স্কিন হঠাৎ চোখ পড়তেই নীলা তো অবাক,এতো সুন্দর ইউনিক সব কালেকশন😯😯


আর তো নীলার সয় না , নিঝুম আমিন আপু কে inbox এ নক করে বেশ কিছু জুয়েলারির অর্ডার করে দিলো। 


যথারীতি ৩দিনের মাথায় জুয়েলারি হাতে এসে পৌঁছল। 


ফয়সালঃ বর্তমান পরিস্থিতি এতো কম সময়ে এতো মানসম্মত জিনিস হাতে পাবো তা " নিজের বলার মতো একটা গল্প"  গ্রুপ এ যুক্ত না হলে বুঝতে ই পারতাম না।


নীলাঃ ঠিক বলেছো ফয়সাল, ঠিক যেমন টা অর্ডার করেছিলাম ঠিক তেমন ই পেলাম। যাই নিঝুম আমিন আপু কে ধন্যবাদ দিয়ে আসি।


ফয়সাল ভাবল,রফিক কে ও  ধন্যবাদ দেওয়া দরকার  জন্য ওর জন্য ই এটা সম্ভব হলো।


ফয়সালঃ হ্যালো রফিক, অনেক ধন্যবাদ  তোকে।আমাকে এমন একটা গ্রুপ এর সন্ধান দেওয়ার জন্য।


রফিকঃ দোস্ত, শুধু জুয়েলারি না, এ প্লাটফর্ম থেকে তুই সব ধরনের কেনা-কাটা নিশ্চিতে করতে পারিস। এককাজ করে তুই ভাবী কে ও যুক্ত করে নেয় আর রেজিষ্ট্রেশন করে আজীবন এর জন্য মেম্বার হয়ে যায়।


ফয়সালঃ ওকে দোস্ত আমি এখন ই করছি।


হয়ে গেলো ফয়সাল আর নীলা নিজের বলার মতো একটা গল্প গ্রুপ এর আজীবন মেম্বার।


👉এ রকম ই ছিলো আমার  হাটের  বিক্রয়ের গল্প  ও অনুভূতি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় মেন্টর জনাব_  ইকবাল বাহার জাহিদ স্যার_ কে😍😍 আমাকে এ প্লাটফর্ম যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। 


👉 ফয়সাল আর নীলার মতো আপনাদের ও আহবান জানাচ্ছি আমার বিভোর ফ্যাশন এর সাথে থাকার জন্য😊


https://www.facebook.com/Bivor-Fashion-100348695023856/



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯০

২৯-০৭-২০২০


নিঝুম আমিন 

কমিউনিটি ভলেন্টিয়ার 

৮ম ব্যাচ

রেজি- ৭০৯৩

ফেনী জেলা

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।